২০২৪ সালে বলিউডে পা রাখতে চলেছেন এক ঝাঁক নতুন তারকা। তার মধ্যে বিখ্যাত সুরকার রাজেশ রোশানের কন্যা পাশমিনা রোশানের বলিউড ডেব্যু নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সকলের মাঝে। চাচাতো ভাই হৃত্বিক রোশানের ডেব্যুটিও ছিল বিস্ফোরক মাত্রার। ইতিমধ্যে প্রিয় 'ডুগগু ভাইয়া' নাকি তাঁকে নাচ আর ফিটনেসের নানা তালিমও দিয়েছেন। মিলেনিয়ামের শুরুর দিকের সুপার হিট টিনেজ মুভি 'ইশক ভিশক'- এর রিমেক 'ইশক ভিশক রিবাউন্ড'- এ দেখা যাবে এই নবীন বলিউড ফ্যাশনিস্তাকে। এবারে তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে দেখে নিন পাশমিনার যত স্টাইল।