বলিউড মাতাতে আসছেন পাশমিনা রোশান
শেয়ার করুন
ফলো করুন

২০২৪ সালে বলিউডে পা রাখতে চলেছেন এক ঝাঁক নতুন তারকা। তার মধ্যে বিখ্যাত সুরকার রাজেশ রোশানের কন্যা পাশমিনা রোশানের বলিউড ডেব্যু নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সকলের মাঝে। চাচাতো ভাই হৃত্বিক রোশানের ডেব্যুটিও ছিল বিস্ফোরক মাত্রার। ইতিমধ্যে প্রিয় 'ডুগগু ভাইয়া' নাকি তাঁকে নাচ আর ফিটনেসের নানা তালিমও দিয়েছেন। মিলেনিয়ামের শুরুর দিকের সুপার হিট টিনেজ মুভি 'ইশক ভিশক'- এর রিমেক 'ইশক ভিশক রিবাউন্ড'- এ দেখা যাবে এই নবীন বলিউড ফ্যাশনিস্তাকে। এবারে তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে দেখে নিন পাশমিনার যত স্টাইল।

১/১১
হিপুহপ আউটফিটে সুপার স্টাইলিশ পাশমিনা রোশান।
হিপুহপ আউটফিটে সুপার স্টাইলিশ পাশমিনা রোশান।
বিজ্ঞাপন
২/১১
সোনালি মনোক্রোম লেহেঙ্গায় সমান আবেদন ছড়াচ্ছেন পাশমিনা
সোনালি মনোক্রোম লেহেঙ্গায় সমান আবেদন ছড়াচ্ছেন পাশমিনা
বিজ্ঞাপন
৩/১১
অন্য জেনজি তারকাদের মতোই মিনিমাল মেক-আপে বিশ্বাসী পাশমিনা। পিচ রঙা অফ দ্য শোল্ডার ড্রেসে অপরূপা লাগছেন তিনি।
অন্য জেনজি তারকাদের মতোই মিনিমাল মেক-আপে বিশ্বাসী পাশমিনা। পিচ রঙা অফ দ্য শোল্ডার ড্রেসে অপরূপা লাগছেন তিনি।
৪/১১
মনোকিনিতে  নিজের ফিটনেস ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী
মনোকিনিতে নিজের ফিটনেস ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী
৫/১১
ট্রেন্ডি স্কোয়াট পোজে হাইল হিলস আর থাই স্লিটে আকর্ষণীয় পাশমিনা
ট্রেন্ডি স্কোয়াট পোজে হাইল হিলস আর থাই স্লিটে আকর্ষণীয় পাশমিনা
৬/১১
ফ্লেয়ার্ড জিনস আর ব্রালেট টপে  পাশমিনার আবেদনময়ী লুক
ফ্লেয়ার্ড জিনস আর ব্রালেট টপে পাশমিনার আবেদনময়ী লুক
৭/১১
সাদা কালো ভিনটেজ বেল স্লিভস ড্রেসে স্নিগ্ধ লাগছেন এই অভিনেত্রী
সাদা কালো ভিনটেজ বেল স্লিভস ড্রেসে স্নিগ্ধ লাগছেন এই অভিনেত্রী
৮/১১
ফিটনেস অতুলনীয় পাশমিনা রোশানের
ফিটনেস অতুলনীয় পাশমিনা রোশানের
৯/১১
হৃত্বিক রোশানের বোন হলে সেটাই স্বাভাবিক। শাড়িতে মিষ্টি লাগছেন পাশমিনা বড় ভাইয়ের পাশে।
হৃত্বিক রোশানের বোন হলে সেটাই স্বাভাবিক। শাড়িতে মিষ্টি লাগছেন পাশমিনা বড় ভাইয়ের পাশে।
১০/১১
পাশমিনার মুখশ্রী, ফিগার ও হেয়ারস্টাইল খুবই আকর্ষণীয়। লাল স্লিপ ড্রেসের লুকে সেটাই স্পষ্ট
পাশমিনার মুখশ্রী, ফিগার ও হেয়ারস্টাইল খুবই আকর্ষণীয়। লাল স্লিপ ড্রেসের লুকে সেটাই স্পষ্ট
১১/১১
স্পোর্টস ব্রা আর মাইক্রো প্যান্টে স্পোর্টি আমেজে পাশমিনা রোশান
স্পোর্টস ব্রা আর মাইক্রো প্যান্টে স্পোর্টি আমেজে পাশমিনা রোশান
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৪: ১৩
বিজ্ঞাপন