শ্বেতশুভ্র ভিনটেজ গাউনে নুসরাত ফারিয়ার সম্মোহনী রূপ
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমা পোশাকের ক্ল্যাসিক রূপগুলোর একটি হচ্ছে গাউন। গাউন মানে আসলে ড্রেসের চেয়ে একটু বেশি কিছু। একটু ফর্মাল বলা যায় এ পোশাককে। সাধারণত বডিস বা উর্দ্ধাঙ্গের টপ আর নিচের পুরো দৈর্ঘ্যের ঘের বা স্কার্ট এই দুটি অংশের সমন্বয়ে তৈরি হয় একটি গাউন। টপ ও স্কার্টের ডিজাইনে থাকতে পারে সীমাহীন বৈচিত্র্য। 

সেই ১৮শত শতকের ক্ল্যাসিক গভীর নেকলাইন, করসেট বডিস আর আওয়ার গ্লাস প্যাটার্নের বডিকন বা শরীর আঁকড়ে থাকা ভিনটেজ ঘরানার গাউন এ বছরের ফ্যাশন রানওয়েতে বেশ রাজত্ব করেছে৷ সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়ার পরনের গাউনটিও সেই আঙ্গিকেই তৈরি৷

বিজ্ঞাপন

গাউনটি নিয়েছেন তিনি দ্য ড্রেস রুম বিডি নামের ডিজাইনার লেবেল যাদের বিশেষত্বই হচ্ছে নানা রঙ ও ঢঙয়ের বিলাসবহুল গাউন। হাই ফ্যাশনের মূলমন্ত্র নিয়েই এ উদ্যোগের ডিজাইনার নাদিয়া হোসেন বিভিন্ন ধরনের বেস্পোক গাউন তৈরি করেন।

নুসরাত ফারিয়া এর আগেও দ্য ড্রেসরুমের পোশাক পরেছেন। তবে একটি বিখ্যাত কফিশপের আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে নুসরাতের পরনের এই সাদা গাউনের শ্বেতশুভ্র লুক একেবারে সম্মোহন ছড়ানোর মতো। 

বিজ্ঞাপন

ফুলেল স্ট্রাকচারে পাপড়ির স্তরের মতো করে গাউনের একই ফেব্রিক দিয়ে দুই কাঁধের অংশে অপরূপ সুন্দর ডিজাইন। হঠাৎ দেখলে সাদা গোলাপ বলে ভ্রম হতেই পারে৷ প্লিট বসানো বডিসের রয়েছে গভীর ভি নেকলাইন। এরপর গাউনের নিচের দিকেও নেমে গেছে সম্মোহনী আমেজ। শরীর আঁকড়ে রাখা বডিকন এই সাদা গাউনের হাঁটু থেকে স্লিট নেমে গেছে নিচ পর্যন্ত। 

পায়ের রূপালি জুতা, সাদা পাথরের স্টাড, সফট গ্ল্যাম ঘরানার নিখুঁত মেক ওভার আর টেনে বেঁধে আপডু করা চুলে নুসরাত ফারিয়া। জাহিদ খান ব্রাইডাল মেকওভারের নজরকাড়া সাজে বাড়াবাড়ি নেই। হালকা গোলাপী ভরভরন্ত ঠোঁট আর কিছুটা নাটকীয় চোখের সাজেই জাদু ছড়াচ্ছেন নুসরাত। মিনিমালিজমের ব্যকরণ মেনে ভারি গয়না না পরায় পুরো মনোযোগ গিয়েছে নুসরাতের সৌন্দর্য আর গাউনের শুভ্রতায়।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৩: ৫৮
বিজ্ঞাপন