অনন্যা পান্ডে নজর কাড়লেন ‘ডেনিম অন ডেনিম’ লুকে
শেয়ার করুন
ফলো করুন

সামনে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ড্রিম গার্ল ২’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরানা ও অনন্যা পান্ডে। সিনেমার প্রচারণায় তাঁরা এখন ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন শহরে। এই সময়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার বিষয়টি তারকাদের মধ্যে বেশ ট্রেন্ডি।

আসন্ন সিনেমা ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারণার জন্য অনন্যা পান্ডেকে একেক সময় দেখা যাচ্ছে একেক লুকে। কখনো দেশি গার্ল রূপে শাড়িতে, আবার কখনো লাখ টাকা দামের বডিকন ড্রেসে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। সিনেমার শেষ প্রচারণার আয়োজনে অনন্যা হাজির হন ফ্যাশন–বিশ্বের অন্যতম বিতর্কিত কিন্তু জনপ্রিয় ট্রেন্ডি আউটফিটে। আর সেটা হলো কানাডিয়ান ট্যাক্সিডো বা ডেনিম অন ডেনিম।

বিজ্ঞাপন

কানাডিয়ান ট্যাক্সিডো হলো ডেনিম অন ডেনিম বা ডেনিমের ওপর ডেনিম। অর্থাৎ, জিনসের ওপর ডেনিম শার্ট বা জ্যাকেট পরলে সেই আউটফিটকে কানাডিয়ান ট্যাক্সিডো বলা হয়। এই নামের পেছনে রয়েছে এক মজার ইতিহাস। ১৯৫১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে বেড়াতে যান বিখ্যাত সংগীতশিল্পী বিং ক্রসবি। কিন্তু হোটেলে চেক ইন করতে গেলে বাধে বিপত্তি।

কারণ, তিনি স্যুটের বদলে পরেছিলেন জিনস ও ডেনিম জ্যাকেট। পরে অবশ্য পরিস্থিতি সামলানো গিয়েছিল। কিন্তু সেই ঘটনা থেকেই ডেনিমের ওপর ডেনিম পরার চল শুরু হয়। সত্তর ও নব্বইয়ের দশকের পর নতুন মিলেনিয়ামেও অনেক তারকার কল্যাণে জনপ্রিয় হয় এই ট্রেন্ড। সেই জনপ্রিয়তায় যে তেমন কোনো ভাটা পড়েনি, তার প্রমাণ জেনজি ট্রেন্ডসেটার অনন্যা পান্ডের ডেনিম অন ডেনিম লুক।

বিজ্ঞাপন

অনন্যা এখানে ট্রেন্ড মেনে পরেছেন বেশ চওড়া জিনস ও ডিস্ট্রেসড করসেট টপ। জিনসে প্রিন্ট করা পাংক আর্ট। এই সেট নেওয়া হয়েছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকবসের রিভাইভাল বা ব্র্যান্ড ‘হেভেন বাই মার্ক জ্যাকবস’-এর বসন্ত ও গ্রীষ্মের নতুন সংগ্রহ থেকে।

এই নজরকাড়া আউটফিটের সঙ্গে অনন্যা পরেছেন ব্র্যান্ডন ব্ল্যাকউডের সাদা বুট। মিনিমাল গয়না, মেকআপ আর খোলা চুলে অনন্যাকে আসলেই দেখাচ্ছে অনন্য।

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন