এথনিক স্টাইলে ফ্যাশনিস্তা সোনম
শেয়ার করুন
ফলো করুন

বিটাউনের অন্যতম ফ্যাশন আইকন বলা হয় বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে। সোনমের ভক্তরা তাঁকে ‘স্টাইল আইকন’ হিসেবেই মানেন। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর কিছু ছবি সবার নজর কেড়েছে। ফুলেল ছাপের একটি আনারকলি পরেছিলেন তিনি।

১/৬
সোনম কাপুরের ফ্যাশনিস্তা ভক্তরা সব সময়ই অপেক্ষায় থাকেন নতুন কিছু দেখার। আসলে অভিনেত্রী যা পরেন, তা যেন একেকটা স্টাইল স্টেটমেন্ট। সম্প্রতি সোনমকে দেখা গেছে রোজ (গোলাপ ফুল) রঙের ফ্লোরাল আউটফিটে
সোনম কাপুরের ফ্যাশনিস্তা ভক্তরা সব সময়ই অপেক্ষায় থাকেন নতুন কিছু দেখার। আসলে অভিনেত্রী যা পরেন, তা যেন একেকটা স্টাইল স্টেটমেন্ট। সম্প্রতি সোনমকে দেখা গেছে রোজ (গোলাপ ফুল) রঙের ফ্লোরাল আউটফিটে
বিজ্ঞাপন
২/৬
প্রায় ফ্লোর ছোঁয়া, বিশাল ঘেরের আনারকলিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। এবার এথনিক লুকে ফ্রেমবন্দী হয়েছেন সোনম
প্রায় ফ্লোর ছোঁয়া, বিশাল ঘেরের আনারকলিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। এবার এথনিক লুকে ফ্রেমবন্দী হয়েছেন সোনম
বিজ্ঞাপন
৩/৬
অভিনেত্রীর আনারকলিটি মনোক্রম হলেও এর মধ্যে আকর্ষণ বাড়িয়েছে ছোট–বড় আকারের হলুদ, সবুজ ফুল ও পাতার প্রিন্ট। ওড়নাতেও রয়েছে একই নকশা
অভিনেত্রীর আনারকলিটি মনোক্রম হলেও এর মধ্যে আকর্ষণ বাড়িয়েছে ছোট–বড় আকারের হলুদ, সবুজ ফুল ও পাতার প্রিন্ট। ওড়নাতেও রয়েছে একই নকশা
৪/৬
ফুল স্লিভ পোশাকটির সঙ্গে একপাশে স্টাইল করে ছেড়ে রেখেছেন লম্বা ওড়না আর পায়ে পরেছেন কপার গোল্ড জুতি
ফুল স্লিভ পোশাকটির সঙ্গে একপাশে স্টাইল করে ছেড়ে রেখেছেন লম্বা ওড়না আর পায়ে পরেছেন কপার গোল্ড জুতি
৫/৬
 পোশাকের সঙ্গে অভিনেত্রীর সাজ আর অনুষঙ্গেও রয়েছে ষোলো আনা এথনিক ভাব। কানে পরেছেন সাদা আর মেজেন্টা পাথরের টানা দেওয়া স্টেটমেন্ট ঝুমকা এবং হাতের মধ্যমায় পাথরের টিয়ার ড্রপ আংটি।
পোশাকের সঙ্গে অভিনেত্রীর সাজ আর অনুষঙ্গেও রয়েছে ষোলো আনা এথনিক ভাব। কানে পরেছেন সাদা আর মেজেন্টা পাথরের টানা দেওয়া স্টেটমেন্ট ঝুমকা এবং হাতের মধ্যমায় পাথরের টিয়ার ড্রপ আংটি।
৬/৬
অভিনেত্রীর মাঝ সিঁথি করা খোঁপায় শোভা পাচ্ছে লাল আর গোলাপি রঙের ফুটন্ত গোলাপ। তিনি সেজেছেন বেশ স্নিগ্ধ আমেজে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, গোলাপি ব্লাশঅন, চোখে মাসকারা আর কপালে পরেছেন ছোট্ট একটা মেজেন্টা টিপ। আর এতেই অভিনেত্রী হয়ে উঠেছেন অপরূপা
অভিনেত্রীর মাঝ সিঁথি করা খোঁপায় শোভা পাচ্ছে লাল আর গোলাপি রঙের ফুটন্ত গোলাপ। তিনি সেজেছেন বেশ স্নিগ্ধ আমেজে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, গোলাপি ব্লাশঅন, চোখে মাসকারা আর কপালে পরেছেন ছোট্ট একটা মেজেন্টা টিপ। আর এতেই অভিনেত্রী হয়ে উঠেছেন অপরূপা
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন