বার্বি সেজেই তারকারা গেলেন ‘বার্বি’ মুভির প্রিমিয়ারে
শেয়ার করুন
ফলো করুন

হলিউডের ‘বার্বি’ মুভির ক্রেজ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশের গ্ল্যামারাস তারকারাও এদিক দিয়ে পিছিয়ে নেই একেবারেই। ‘বার্বি’ মুভির প্রিমিয়ার শোতে একঝাঁক অনিন্দ্যসুন্দরী দেশি তারকা যোগ দিয়েছেন অবিকল বার্বিরূপে। চোখধাঁধানো সেই লুকের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

এই তালিকায় রয়েছেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, আশনা হাবিব ভাবনার মতো তারকা অভিনেত্রীরা। আরও রয়েছেন জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল, শেহতাজ, তারকা সংগীতশিল্পী জেফার আর নৃত্যশিল্পী হৃদি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে তাঁদের প্রত্যেকেরই আছে ব্যাপক জনপ্রিয়তা আর বিশাল ভক্তকুল। তাই স্বভাবতই প্রিয় তারকাদের এমন গ্ল্যামার গার্লরূপে দেখে ভক্ত ও ফলোয়ারদের মধ্যে সাড়া পড়ে গেছে।

আর একই দিনে ‘বার্বি’ মুভির প্রিমিয়ারে সবাই যোগ দিয়েছেন বলে তাঁরা প্রত্যেকেই ছবি ও রিলস আপলোড করেছেন বার্বি অবতারে। অনেককেই দেখা যাচ্ছে প্রিয় তারকাদের অনুপ্রেরণায় নিজেরাও বার্বি লুকে সেজে ছবি ও রিলস পোস্ট করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

বিজ্ঞাপন

সেই ১৯৫৯ সাল থেকেই বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস পুতুল হিসেবে সমাদৃত এই বার্বি ডল। একে শুধু খেলনা বললে আসলে ভুল হবে। বার্বি নিজেই এক স্টাইল আইকন। বডি পজিটিভ আদর্শে বিশ্বাসীদের রোষের মুখেও বার্বির জনপ্রিয়তা কোনো দিন একটুও কমেনি। আর এখন হলিউডের ‘বার্বি’ মুভিকে কেন্দ্র করে বছরখানেক ধরে বার্বি-প্রাণিত ফ্যাশন ট্রেন্ডের তুঙ্গে। আর এখন মুভিটি মুক্তি পাওয়ায় এই ট্রেন্ডে এসেছে নবজোয়ার।

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের নিচে ফ্রিল দেওয়া, কাঁধে ও বুকের ওপরে স্বচ্ছ অংশ আর হট পিঙ্ক পোশাকের ফেব্রিকেরই রাফল করা বিশাল গোলাপের মতো স্লিভস—বার্বিকোর মনে হয় একেই বলে। বার্বির হেয়ারস্টাইল অনুযায়ী চুলগুলো পাশে সিঁথি করে পাফড পনিটেল করা। কানে হট পিঙ্ক হার্ট আকৃতির টপ, টুইস্ট পোজে রাখা পায়ে সোনালি সরু পয়েন্টেড জুতা। হাতের ম্যাচিং হট পিঙ্ক পার্সে সোনালি মোটা বা চাংকি চেইন।

বিজ্ঞাপন

বার্বিকোর মানেই হট পিঙ্ক—এমন ধারণা ভেঙে দিতে মুমতাহিনা চৌধুরী টয়ার রাজকীয় নীল পুরো দৈর্ঘ্যের হল্টারনেক আওয়ার গ্লাস শেপের গাউনটি যথেষ্ট। সঙ্গে ভিনটেজ স্টাইলে কনুই ছাড়ানো ম্যাচিং গ্লাভস।

গয়নায়ও ভিনটেজ লুকের বার্বি ফ্যাশনের ছোঁয়া। কয়েক লহরের সাদা মুক্তার মালা, কানে এক মুক্তার টপ আর হাতে মুক্তা ও সাদা পাথরের ব্রেসলেট। অল্প পাফ করে ছেড়ে রাখা চুলেও সাবেকি ঢং লক্ষণীয়। আর পয়েন্টেড ম্যাচিং জুতায় সিকুইন দেওয়া।

জনপ্রিয় মডেল শেহতাজ মনিরা হাশেম আর পিয়া জান্নাতুল দুজনই গোলাপি রং বেছে নিয়েছেন ‘বার্বি’ মুভির উদ্‌যাপনে। শেহতাজের প্রায় হাঁটু দৈর্ঘ্যের বেবি পিঙ্ক ড্রেসের সঙ্গে ম্যাচিং মোজা আর কালো-সাদা স্নিকার্সে তাঁকে কিশোরী লাগছে একেবারে।

আবার পিয়ার হট পিঙ্ক পেনসিল স্কার্ট আর কিটেন হিলসে মডগার্ল লুক নজর কেড়েছে সবার। হৃদি পরেছেন অফ দ্য শোল্ডার বার্বি লেখা সাদা টপ আর সিকুইন দেওয়া হট পিঙ্ক পালাজ্জোর সঙ্গে বার্বিসুলভ পয়েন্টেড গোলাপি জুতা। রেট্রো আমেজের পপকর্ন থিমের ব্যাগটি সবচেয়ে চোখে পড়ছে।

জেফারের পাফ করা চুল, হট পিঙ্ক মনোটোন টপ আর দারুণ ফিটিংয়ের প্যান্টের লুককে পূর্ণতা দিয়েছে সামনে চৌকো শেপের গোলাপি জুতা।

আশনা হাবিব ভাবনার হট পিঙ্ক ট্রাউজার্সের সঙ্গে খোলা চুল, সোনালি চেইনের রংচঙে ব্যাগ, সোনালি জুতা আর সোনালি ক্রিসক্রস ডিজাইনের হল্টারনেক, স্লিভলেস টপেও বার্বি লুক জমে গেছে একেবারে।

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৫: ১৯
বিজ্ঞাপন