বলিউডের সবচেয়ে স্টাইলিশ অথচ স্বল্প আলোচিত অভিনেত্রীদের একজন হীরামন্ডির এই নায়িকা
শেয়ার করুন
ফলো করুন

সামনে আসতে চলেছে ভারতের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েবসিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেহগল ও সানজিদা শেখের মতো বাঘা বাঘা অভিনেত্রীর সঙ্গে আরও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। বর্তমান সময়ের বলিউডের অন্যতম মেধাবী তারকা তিনি। হিন্দি ছাড়াও তিনি তামিল, তেলেগু, মালয়ালম সিনেমার জগতে আছে তাঁর বেশ সুখ্যাতি। অদিতির জন্ম হায়দারাবাদের রাজপরিবারে হলেও তাঁর জীবনযাত্রা বেশ সাদামাটা। স্বভাবেও বেশ অমায়িক। অদিতির স্টাইল সেন্সও দুর্দান্ত। এর প্রমাণ মেলে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। ভারতের অনেক নামীদামি ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। অদিতি ভারতের বিখ্যাত ডিজাইনার রিতু কুমারের প্রিয় মিউজ। এত কিছুর পরও স্টাইলিং বা ফ্যাশনের জন্য কেন যেন খুব একটা আলোচনায় আসেন না তিনি। চলুন, একনজরে দেখে নেওয়া ‘ক্রিমিনালি আন্ডাররেটেড’ স্টাইলিশ এই তারকার চমৎকার কিছু ফ্যাশনেবল লুক—  

বিজ্ঞাপন
১/১২
অদিতি এখানে পরেছেন পোয়েট স্লিভের সাদা ক্রপ টপ ও প্রিন্টের হাইওয়েস্টেড বেল বটম প্যান্ট
অদিতি এখানে পরেছেন পোয়েট স্লিভের সাদা ক্রপ টপ ও প্রিন্টের হাইওয়েস্টেড বেল বটম প্যান্ট
বিজ্ঞাপন
২/১২
অদিতিকে প্রায়ই এথনিক ফিউশন ড্রেসে দেখা যায়। এখানে তাঁকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী বেনারসি দিয়ে তৈরি জাম্পস্যুটে
অদিতিকে প্রায়ই এথনিক ফিউশন ড্রেসে দেখা যায়। এখানে তাঁকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী বেনারসি দিয়ে তৈরি জাম্পস্যুটে
৩/১২
অদিতি অফ ডিউটিতে বেশ মিনিমাল তবে স্টাইলিশ পোশাক-আশাক পরেন। এখানে তিনি পরেছেন মিন্ট গ্রিন ও সাদা আরামদায়ক কো-অর্ড সেট
অদিতি অফ ডিউটিতে বেশ মিনিমাল তবে স্টাইলিশ পোশাক-আশাক পরেন। এখানে তিনি পরেছেন মিন্ট গ্রিন ও সাদা আরামদায়ক কো-অর্ড সেট
৪/১২
প্যাস্টেল ব্লু ও লাল ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় অদিতি। গলায় পরেছেন একই রঙের পাথর ও বিডসের চোকার
প্যাস্টেল ব্লু ও লাল ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় অদিতি। গলায় পরেছেন একই রঙের পাথর ও বিডসের চোকার
৫/১২
কালো সুইটহার্ট নেকলাইনের কাটআউট ড্রেসে সুপার স্টাইলিশ লুকে অদিতি
কালো সুইটহার্ট নেকলাইনের কাটআউট ড্রেসে সুপার স্টাইলিশ লুকে অদিতি
৬/১২
শাড়ি অদিতির খুব পছন্দের পোশাক। এখানে তিনি পরেছেন ঐতিহ্যবাহী লাল জমিনের সোনালি ও বেগুনি পাড়ের কাঞ্জিভরম সিল্ক শাড়ি, সঙ্গে লম্বা হাতার মাল্টিকালার ব্লাউজ। গলায় লাল-সবুজ পাথর ও সাদা পুঁতির চোকার
শাড়ি অদিতির খুব পছন্দের পোশাক। এখানে তিনি পরেছেন ঐতিহ্যবাহী লাল জমিনের সোনালি ও বেগুনি পাড়ের কাঞ্জিভরম সিল্ক শাড়ি, সঙ্গে লম্বা হাতার মাল্টিকালার ব্লাউজ। গলায় লাল-সবুজ পাথর ও সাদা পুঁতির চোকার
৭/১২
বাদামি ও হলুদ ফ্লোরাল প্রিন্টের স্ট্যাপলেস পেপলাম টপ ও ওয়াইড প্যান্টে অদিতি। সুন্দর এই কো-অর্ড সেটটি ডিজাইন করেছেন দিল্লিভিত্তিক নাগা ডিজাইনার আতসু সেকহোসে
বাদামি ও হলুদ ফ্লোরাল প্রিন্টের স্ট্যাপলেস পেপলাম টপ ও ওয়াইড প্যান্টে অদিতি। সুন্দর এই কো-অর্ড সেটটি ডিজাইন করেছেন দিল্লিভিত্তিক নাগা ডিজাইনার আতসু সেকহোসে
৮/১২
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল পিরিয়ড ড্রামা সিরিজ ‘জুবিলি’। সেখানে সুমিত্রা কুমারী নামের এক নামকরা বলিউড তারকার চরিত্রে অভিনয় করেন অদিতি। তাঁকে এই সিরিজে চল্লিশের দশকের অনেক স্টাইলিশ লুকে দেখা যায়। এখানে তাঁকে সুমিত্রার স্টাইলে দেখা যাচ্ছে। পরেছেন সাদার মধ্যে কমলা ফুলেল প্রিন্টের অরগাঞ্জা শাড়ি ও বিশপ স্লিভের গোল গলার সাদা সিল্ক ব্লাউজ। ছবিটা ‘জুবিলি’র প্রচারণার সময় তোলা
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল পিরিয়ড ড্রামা সিরিজ ‘জুবিলি’। সেখানে সুমিত্রা কুমারী নামের এক নামকরা বলিউড তারকার চরিত্রে অভিনয় করেন অদিতি। তাঁকে এই সিরিজে চল্লিশের দশকের অনেক স্টাইলিশ লুকে দেখা যায়। এখানে তাঁকে সুমিত্রার স্টাইলে দেখা যাচ্ছে। পরেছেন সাদার মধ্যে কমলা ফুলেল প্রিন্টের অরগাঞ্জা শাড়ি ও বিশপ স্লিভের গোল গলার সাদা সিল্ক ব্লাউজ। ছবিটা ‘জুবিলি’র প্রচারণার সময় তোলা
৯/১২
ট্রেন্ডি ডেনিম অন ডেনিমে অদিতি। পরেছেন ডেনিমের স্ট্র্যাপলেস ডেনিম টপ ও ওয়াইড লেগ জিনস। পায়ে আছে লাল পাম্প। গলায় পরেছেন সোনালি চেইন ও কানের ছোট টপ ইয়াররিং
ট্রেন্ডি ডেনিম অন ডেনিমে অদিতি। পরেছেন ডেনিমের স্ট্র্যাপলেস ডেনিম টপ ও ওয়াইড লেগ জিনস। পায়ে আছে লাল পাম্প। গলায় পরেছেন সোনালি চেইন ও কানের ছোট টপ ইয়াররিং
১০/১২
কালো নেট প্যাটার্নের থাই-হাই স্লিট বডি হাগিং পোশাকে অদিতি। এখানে তাঁকে বেশ আবেদনময়ী লাগছে
কালো নেট প্যাটার্নের থাই-হাই স্লিট বডি হাগিং পোশাকে অদিতি। এখানে তাঁকে বেশ আবেদনময়ী লাগছে
১১/১২
ভারতীয় তারকাদের অন্যতম প্রিয় ব্র্যান্ড র ম্যাংগোর কমলা অরগাঞ্জা শাড়ি এবং একই রঙে লম্বা হাতার সিল্ক ব্লাউজে অদিতি
ভারতীয় তারকাদের অন্যতম প্রিয় ব্র্যান্ড র ম্যাংগোর কমলা অরগাঞ্জা শাড়ি এবং একই রঙে লম্বা হাতার সিল্ক ব্লাউজে অদিতি
১২/১২
ম্যাজেন্টা ক্রপ টপ ও প্যান্ট স্যুটে ‘বস লেডি’ অদিতি
ম্যাজেন্টা ক্রপ টপ ও প্যান্ট স্যুটে ‘বস লেডি’ অদিতি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন