সামনে আসতে চলেছে ভারতের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েবসিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেহগল ও সানজিদা শেখের মতো বাঘা বাঘা অভিনেত্রীর সঙ্গে আরও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। বর্তমান সময়ের বলিউডের অন্যতম মেধাবী তারকা তিনি। হিন্দি ছাড়াও তিনি তামিল, তেলেগু, মালয়ালম সিনেমার জগতে আছে তাঁর বেশ সুখ্যাতি। অদিতির জন্ম হায়দারাবাদের রাজপরিবারে হলেও তাঁর জীবনযাত্রা বেশ সাদামাটা। স্বভাবেও বেশ অমায়িক। অদিতির স্টাইল সেন্সও দুর্দান্ত। এর প্রমাণ মেলে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। ভারতের অনেক নামীদামি ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। অদিতি ভারতের বিখ্যাত ডিজাইনার রিতু কুমারের প্রিয় মিউজ। এত কিছুর পরও স্টাইলিং বা ফ্যাশনের জন্য কেন যেন খুব একটা আলোচনায় আসেন না তিনি। চলুন, একনজরে দেখে নেওয়া ‘ক্রিমিনালি আন্ডাররেটেড’ স্টাইলিশ এই তারকার চমৎকার কিছু ফ্যাশনেবল লুক—