১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন এমটিভি ভিএমএ মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন। এ উপলক্ষে নিউ জার্সির প্রুডেন্সিয়াল সেন্টারে বসেছিল তারার মেলা। সংগীতজগতের তারকারা তাঁদের ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে আলোকিত করেছিলেন এই আয়োজনের ‘গোলাপি গালিচা’। এ বছর তারকারা স্টাইলের দিক দিয়ে কেউ মিনিমাল আবার কেউ ম্যাক্সিমালিস্ট থিমের দিকে ঝুঁকছেন। কে কেমন সাজপোশাকে মঞ্চ মাত করেছেন, দেখে নেওয়া যাক তারই একঝলক।
নিকি মিনাজ
এবার এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসের উপস্থাপনার দায়িত্ব পড়েছিল র্যাপার ও সংগীতশিল্পী নিকি মিনাজের ওপর। তিনি পরে এসেছিলেন ডলচে অ্যান্ড গাবানার বার্বিপ্রাণিত লঞ্জারি স্টাইল বিয়ের গাউন।
টেলর সুইফট
একটি–দুটি নয়, এক রাতে নয়টি অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছেন বর্তমানের সবচেয়ে আলোচিত পপ তারকা টেলর সুইফট। নতুন রেকর্ড গড়ার এই আয়োজনে তিনি পরেছিলেন ভারসাচের কালো স্লিট গাউন।
সেলেনা গোমেজ
প্রায় আট বছর পর এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসে অংশগ্রহণ করলেন সেলেনা। তরুণ নাইজেরিয়ান গায়ক রেমার সঙ্গে গাওয়া ‘কাম ডাউন’ গানটি জিতে নিয়েছে বেস্ট কোলাবরেশন অব দ্য ইয়ার ও বেস্ট অ্যাফ্রোবিটস অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে তিনি পরেছিলেন ফুলেল নকশার লাল অস্কার দ্য লা রেন্টা ড্রেস।
অলিভিয়া রড্রিগো
জেন জি তারকা অলিভিয়া রড্রিগো পরেছিলেন কাস্টম লুদোভিচ দ্য সাঁ সারনিনের ডিজাইনার গাউন। এর এমবেলিশমেন্ট হিসেবে প্রায় দেড় লাখ সোয়ারভস্কি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে।
ক্লোয়ি বেইলি
মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার ক্লোয়ি বেইলি পরেছিলেন ইতালিয়ান ডিজাইনার রবার্তো কাভাল্লির ডিজাইন করা ডেনিম ও ভেলভেটের মিশেলে তৈরি গাউন।
শাকিরা
অনেক দিন পর এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসে এলেন শাকিরা। গোলাপি গালিচায় তাঁকে দেখা গেছে ভারসাচের সোনালি গাউনে।
এমিলি রাটাকায়োস্কি
মডেল এমিলি রাটাকায়োস্কি এসেছিলেন সাদামাটা সাজে। সবুজ এই হল্টার নেক ড্রেস তিনি সংগ্রহ করেছেন জ্য পল গতিয়ের আর্কাইভ কালেকশন থেকে।
কার্ডি বি
বোল্ড স্টাইল স্টেটমেন্ট দিয়ে সবার নজর কেড়েছেন র্যাপার ও সংগীতশিল্পী কার্ডি বি। তাঁর পরিহিত কাস্টম দিলারা ফিন্ডিকগলুর এই ফিউচারিস্টিক গাউন বানানো হয়েছে শখানেক মেটাল হেয়ারক্লিপ দিয়ে।