ডিস্কো আমেজের পোশাকে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

সত্তরের দশকের ডিস্কো জেনারেশনের সেই ধাতব দ্যুতি ছড়ানো বা চকচকে মেটালিক আমেজের পোশাকই মূলত হলোগ্রাফিক। বহুরঙা আলোর বিচ্ছুরণ ছড়ানো ফেব্রিকের এই পোশাকে এখন মেতেছেন বলিউড তারকারা।

জাহ্নবী কাপুর

১/১২
জাহ্নবী কাপুর একটি ঝকঝকে হলোগ্রাফিক বডিহাগিং গাউন পরেছেন। পোশাকটির বিশেষ আকর্ষণ এর লম্বা ট্রেল। ডিপ নেকলাইনের পোশাকটির পুরোটা জুড়ে রয়েছে ঝকমকে সিকুইনের খেলা। এর সঙ্গে অভিনেত্রী কোনো গয়না পরেননি, কিন্তু মেকআপে রেখেছেন গ্ল্যাম ছোঁয়া।
জাহ্নবী কাপুর একটি ঝকঝকে হলোগ্রাফিক বডিহাগিং গাউন পরেছেন। পোশাকটির বিশেষ আকর্ষণ এর লম্বা ট্রেল। ডিপ নেকলাইনের পোশাকটির পুরোটা জুড়ে রয়েছে ঝকমকে সিকুইনের খেলা। এর সঙ্গে অভিনেত্রী কোনো গয়না পরেননি, কিন্তু মেকআপে রেখেছেন গ্ল্যাম ছোঁয়া।
২/১২
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, শ্রীদেবী–কন্যা পরেছেন পুরো হাতার হলোগ্রাফিক গাউন। হাইনেক আর বডিফিট এই পোশাকের কোমরের বাঁ পাশে একটি চওড়া কাট–আউট রয়েছে।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, শ্রীদেবী–কন্যা পরেছেন পুরো হাতার হলোগ্রাফিক গাউন। হাইনেক আর বডিফিট এই পোশাকের কোমরের বাঁ পাশে একটি চওড়া কাট–আউট রয়েছে।
বিজ্ঞাপন

  সারা আলী খান

৩/১২
 অভিনেত্রী সারা আলী খান একটি হলোগ্রাফিক সিকুইনযুক্ত ব্র্যালেট টপ আর ম্যাচিং শর্টস পরেছেন। টপের ওপরে তিনি জড়িয়ে নিয়েছেন সিকুইন জ্যাকেট। ব্যাগি হাতা এই টপের সঙ্গে থাকা পকেট পোশাকটির পুরো লুক যেন বদলে দিয়েছে। ঝকঝকে চেহারার ভারসাম্য রাখতে, সারা হালকা-টোনড মেকআপ করে চুল ছেড়ে রেখেছেন।
অভিনেত্রী সারা আলী খান একটি হলোগ্রাফিক সিকুইনযুক্ত ব্র্যালেট টপ আর ম্যাচিং শর্টস পরেছেন। টপের ওপরে তিনি জড়িয়ে নিয়েছেন সিকুইন জ্যাকেট। ব্যাগি হাতা এই টপের সঙ্গে থাকা পকেট পোশাকটির পুরো লুক যেন বদলে দিয়েছে। ঝকঝকে চেহারার ভারসাম্য রাখতে, সারা হালকা-টোনড মেকআপ করে চুল ছেড়ে রেখেছেন।
বিজ্ঞাপন

জেনিফার উইংগেট

৪/১২
টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতন গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার উইংগেট। তিনি পরেছেন কাট–আউট প্যাটার্নের ডিপ নেক হলোগ্রাফিক গাউন।
টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতন গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার উইংগেট। তিনি পরেছেন কাট–আউট প্যাটার্নের ডিপ নেক হলোগ্রাফিক গাউন।
৫/১২
সাইড স্লিট এই গাউনের সঙ্গে কালো স্ট্রেপড হাই হিল বেছে নিয়েছেন অভিনেত্রী। আর এলোমেলো চুলের স্টাইলের সঙ্গে ন্যুড মেকআপ নজর কেড়েছে তাঁর স্মোকি আই।
সাইড স্লিট এই গাউনের সঙ্গে কালো স্ট্রেপড হাই হিল বেছে নিয়েছেন অভিনেত্রী। আর এলোমেলো চুলের স্টাইলের সঙ্গে ন্যুড মেকআপ নজর কেড়েছে তাঁর স্মোকি আই।

কৃতি শ্যানন

৬/১২
ভারতীয় ফ্যাশন ডিজাইনার কণিকা গয়ালের হলোগ্রাফিক মিনি ড্রেস ও জ্যাকেটে কৃতি শ্যানন। পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন ওপরের জ্যাকেট খুলে শুধু মিনি ড্রেস হিসেবেও পরা যায়। এর সঙ্গে স্লিকড-ব্যাক বান, কানে মিনি হুপ দুল আর লেয়ার নেকপিসে অভিনেত্রীর লুক হয়েছে পরিপূর্ণ।
ভারতীয় ফ্যাশন ডিজাইনার কণিকা গয়ালের হলোগ্রাফিক মিনি ড্রেস ও জ্যাকেটে কৃতি শ্যানন। পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন ওপরের জ্যাকেট খুলে শুধু মিনি ড্রেস হিসেবেও পরা যায়। এর সঙ্গে স্লিকড-ব্যাক বান, কানে মিনি হুপ দুল আর লেয়ার নেকপিসে অভিনেত্রীর লুক হয়েছে পরিপূর্ণ।

কারিনা কাপুর

৭/১২
কারিনা কাপুর খান তাঁর ফ্যাশন ও স্টাইলিংয়ের জন্য বলিউড মহলে বহু আগে থেকে সুপরিচিত। তিনি পরেছেন একটি ফ্লোর-লেন্থ, অ্যাকর্ডিয়ন-প্লেটেড হলোগ্রাফিক গাউন। অফ দ্য শোল্ডার নেকলাইন আর আকর্ষণীয় কাট-আউট পোশাকটির স্রষ্টা ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ জয়সিং।  
কারিনা কাপুর খান তাঁর ফ্যাশন ও স্টাইলিংয়ের জন্য বলিউড মহলে বহু আগে থেকে সুপরিচিত। তিনি পরেছেন একটি ফ্লোর-লেন্থ, অ্যাকর্ডিয়ন-প্লেটেড হলোগ্রাফিক গাউন। অফ দ্য শোল্ডার নেকলাইন আর আকর্ষণীয় কাট-আউট পোশাকটির স্রষ্টা ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীশ জয়সিং।

ভূমি পান্ডেকার

৮/১২
ভূমি পান্ডেকার পরেছেন সিলভার হলোগ্রাফিক গাউন। ড্রপড ক্রসওভার বডিসের এই আউটফিটে আকর্ষণ কেড়েছে সাইড স্লিট নকশা।
ভূমি পান্ডেকার পরেছেন সিলভার হলোগ্রাফিক গাউন। ড্রপড ক্রসওভার বডিসের এই আউটফিটে আকর্ষণ কেড়েছে সাইড স্লিট নকশা।

রহিত সারাফ

৯/১২
হিন্দি সিনেমা আর সিরিজের এখনকার পরিচিত মুখ রহিত সারাফও বেছে নিয়েছেন এই ট্রেন্ডি হলোগ্রাফিক পোশাক। টি–শার্টের ওপরে অভিনেতা জড়িয়ে নিয়েছেন হলোগ্রাফিক শার্ট, বটমেও তা–ই। সঙ্গে লুক পরিপূর্ণ করেছে কালো এঙ্কেল বুট।
হিন্দি সিনেমা আর সিরিজের এখনকার পরিচিত মুখ রহিত সারাফও বেছে নিয়েছেন এই ট্রেন্ডি হলোগ্রাফিক পোশাক। টি–শার্টের ওপরে অভিনেতা জড়িয়ে নিয়েছেন হলোগ্রাফিক শার্ট, বটমেও তা–ই। সঙ্গে লুক পরিপূর্ণ করেছে কালো এঙ্কেল বুট।

কাজল আগরওয়াল

১০/১২
অভিনেত্রী কাজল আগরওয়াল ফ্রেমবন্দী হয়েছেন সুইটহার্ট নেকলাইনের গোলাপি গাউনে। পুরো পোশাকে হলোগ্রাফিক ছোঁয়া না থাকলেও পোশাকের বুকের অংশজুড়ে রয়েছে হলোগ্রাফ্রিক সিকুইনের কাজ।  
অভিনেত্রী কাজল আগরওয়াল ফ্রেমবন্দী হয়েছেন সুইটহার্ট নেকলাইনের গোলাপি গাউনে। পুরো পোশাকে হলোগ্রাফিক ছোঁয়া না থাকলেও পোশাকের বুকের অংশজুড়ে রয়েছে হলোগ্রাফ্রিক সিকুইনের কাজ।

তামান্না ভাটিয়া

১১/১২
তামান্না ভাটিয়া পরেছেন হলোগ্রাফিক বডিকন মিডি ড্রেস। এই পোশাকের আকর্ষণীয় দিক হলো এর বুস্টিয়ার।
তামান্না ভাটিয়া পরেছেন হলোগ্রাফিক বডিকন মিডি ড্রেস। এই পোশাকের আকর্ষণীয় দিক হলো এর বুস্টিয়ার।

সোনম কাপুর

১২/১২
হলোগ্রাম প্রিন্ট করা শাড়িতে সোনম কাপুরকে বেশ সুন্দর লাগছে। সাদা টপের সঙ্গে ছিমছামভাবে শাড়িটি তিনি ‘ক্যারি’ করেছেন। সঙ্গে চুলে মেসি বান আর মিনিমাল মেকআপে ক্যামেরাবন্দী হয়েছেন ফ্যাশনেবল এই তারকা।
হলোগ্রাম প্রিন্ট করা শাড়িতে সোনম কাপুরকে বেশ সুন্দর লাগছে। সাদা টপের সঙ্গে ছিমছামভাবে শাড়িটি তিনি ‘ক্যারি’ করেছেন। সঙ্গে চুলে মেসি বান আর মিনিমাল মেকআপে ক্যামেরাবন্দী হয়েছেন ফ্যাশনেবল এই তারকা।
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৫৪
বিজ্ঞাপন