শুভ্র বসনে কানে অনন্য ম্রুণাল ঠাকুর
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে বর্তমানে ফ্রেঞ্চ রিভিয়েরাতে যে সব বলিউড অভিনেত্রী আছেন, তাঁদের মধ্যে অন্যতম ম্রুণাল ঠাকুর। গ্রে গুজ নামের একটি ফরাসি ভদকা কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে তিনি এই উৎসবে অংশগ্রহণ করেছেন। দুই দিন আগে কানের লালগালিচায় প্রথমবারের মতো অভিষেক হলো ‘সীতা রমম’–খ্যাত এই অভিনেত্রীর। সেখানে তাঁর সাজপোশাক ফ্যাশনবোদ্ধা ও নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছে।

শন পেনের ‘ব্ল্যাক ফ্লাইস’ মুভির প্রিমিয়ার আয়োজনের লালগালিচায় ম্রুণাল ঠাকুরকে দেখা গেছে লম্বা ট্রেনের সাদা কাটআউট গাউনে। ওয়ান শোল্ডার লো-কাট গলার গাউনের পুরো জমিনজুড়ে পুঁতি ও চুমকির কাজ করা।

কাঁধের এক অংশে এমবেলিশমেন্ট হিসেবে আছে ব্রুচ। গাউনের সামনের অংশে রাফল দিয়ে নকশা করা হয়েছে। এর পালকসজ্জিত শিয়ার ট্রেন পোশাকে স্বপ্নময় নান্দনিকতা তৈরি করেছে।

বিজ্ঞাপন

এই চোখধাঁধানো গাউনটি কেবল ম্রুণাল ঠাকুরের জন্যই বানিয়েছেন ভারতের স্বনামধন্য ডিজাইনার যুগল ফাল্গুনি শেন পিকক। এমন সুন্দর গাউনের সঙ্গে ম্রুণাল অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছিলেন লুই ভুইতোঁর হিল ও হীরার বড় দুল।

এদিন ম্রুণালের সাজ ছিল খুবই ছিমছাম। হালের মিনিমাল মেকআপের ধারাকে অনুসরণ করেই হালকা বেজ মেকআপে খুব সামান্য পরিমাণে ব্লাশঅন ও হাইলাইটার ব্যবহার করেছেন। ঠোঁটে গোলাপি টোনের নুড লিপিস্টিক। চোখে আইলাইনার ও মাস্কারার সঙ্গে খুব সামান্য পরিমাণে আইশ্যাডো। ব্যস! এই খোলা চুল ও সফট গ্ল্যাম মেকআপেই তাঁকে লাগছিল অনন্য।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১: ৩৪
বিজ্ঞাপন