শুরু হয়েছে বিয়ের মৌসুম কিংবা ওয়েডিং সিজন। তাই সম্প্রতি ভোগ ইন্ডিয়া দারুণ একটি ওয়েডিং শুট করেছে ফ্যাশনিস্তা পাঠকদের জন্য। আর এতে কভারগার্ল হিসেবে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী কৃতিকে।
কখনো তিনি কোরসেট গাউনে ফ্রেমবন্দী হয়েছেন, আবার কখনো বেল্টেড লেহেঙ্গায়। ভোগ সাময়িকী তাদের এবারের সংখ্যাটি মূলত সাজিয়েছে ট্রেন্ডের তুঙ্গে থাকা বিয়ের এ রকম বেশ কিছু আকর্ষণীয় আউটফিট নিয়ে। এই অসাধারণ পোশাকগুলোর ডিজাইনার ভারতীয় ডিজাইনার জুটি ফাল্গুনি শেন পিকক। দৃষ্টিনন্দন ওয়েডিং আউটফিট নকশায় তাঁদের সুনাম আছে বলিউডে।
সম্প্রতি প্রকাশিত এই আউটফিটগুলো আসন্ন বিয়ের মৌসুমের জন্য অনুপ্রেরণা হতে পারে। খেয়াল করলে দেখা যাবে, পোশাকগুলো সবই ট্রেন্ডি প্যাস্টেল রঙের। আইসুদিং একটা আমেজও রয়েছে।
প্রথম লুকে ট্রেন্ডি ফ্লোরাল আউটফিটে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। ব্লেজার স্টাইলের শর্ট ফুলহাতা টপ আর বটমে ফ্লোর–ছোঁয়া স্কার্ট পরেছেন তিনি।
ন্যুড পিঙ্ক এই পোশাকের নজরকাড়া দিকই হলো টপ আর বটমে থাকা ফুলের সমারোহ। জমিনের ওপর আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ফুলের মোটিফগুলো। আর বিয়ের জমকালো আমেজ ফুটিয়ে তুলতে রাখা হয়েছে সিলভার সুতার নকশা।
পোশাকটির সঙ্গে অভিনেত্রী মিনিমাল জুয়েলারি হিসেবে শুধু গলায় পরেছেন পাথরের ভারী চোকার। তিনি সেজেছেনও নো মেকআপ মেকআপ লুকে। আর চুলগুলোকে মেসি বান করেছেন।
দ্বিতীয় লুকে অভিনেত্রী নজর কেড়েছেন ট্রেন্ডের শীর্ষে থাকা ল্যাভেন্ডার আউটফিটে। এই রংটা বেশ চোখজুড়ানো। কোরসেট স্টাইলের বডিহাগিং স্লিভলেস গাউন পরেছেন কৃতি।
তবে পোশাকটি দুভাবেই পরা যায়। ছবিতে অভিনেত্রী এর ওপর লেয়ারিং করেছেন একই রঙের ফ্লোরাল কেপ। ল্যাভেন্ডারের সঙ্গে ডিজাইনার জুড়ে দিয়েছেন সিলভার সিকুইনের নিখুঁত কাজ। এতে জমকালো ভাবটা যেন আরও প্রকাশ পেয়েছে। তবে পোশাকটি যেহেতু দুভাবেই ক্যারি করা যায়, তাই জুয়েলারি পরার ক্ষেত্রেও কিছু ব্যাপার খেয়াল রাখা হয়েছে।
কেপ ছাড়া গাউনের সঙ্গে কৃতি গলায় ও কানে পরেছেন সাদা পাথরের ভারী জুয়েলারি। কিন্তু কেপ পরে গলার জুয়েলারি পরলে বেশি হিজিবিজি দেখাবে, তাই কেপসহ আউটফিটের সঙ্গে অভিনেত্রী শুধু কানের দুলেই স্টাইল করেছেন। অভিনেত্রী সেজেছেন মিনিমাল মেকআপে। ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপগ্লস, চোখে লেন্সসহ মাসকারা আর চুলে করেছেন মেসি হেয়ারস্টাইল।
আরেকটি লুকে অভিনেত্রী পরেছেন পেপি পিঙ্ক লেহেঙ্গা। স্কুপ নেকলাইন ব্লাউজ, লম্বা কেপ আর ফ্লেয়ারড বটমের জমিনের পুরোটাতেই আলোঝলমলে সিকুইনের কাজ রয়েছে।
অসাধারণ সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আউটফিটটি। কেপের নিচের বর্ডারে শোভা পাচ্ছে ফেদার দেওয়া নকশা। এর সঙ্গে তিনি গলায় পরেছেন বেশ ভারী একটি স্টেটমেন্ট নেকলেস। বিয়ের পোশাক হিসেবে কৃতির আউটফিটটি নিঃসন্দেহে বেশ ট্রেন্ডি।
ছবি: ভোগ ইন্ডিয়া