তারকাদের তো বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে যেতেই হয়। আর যেখানেই যাননা কেন, আসরের মধ্যমণি হন কিন্তু তারকারাই। তাই তারকাদের সাজপোশাক আর লুকের বেলায় নিজেদের সর্বোচ্চটুকুই করেন তারা সবসময়। তবে দারুণ সব পোশাক আর মেক আপের সঙ্গে হেয়ার স্টাইলটা কিন্তু হতে হবে জুতসই। এখন ফ্যাশন আর সৌন্দর্য দুনিয়ায় মুক্তপ্রবাহের যুগ এসেছে। তাই তো পার্টিলুকের সঙ্গে হেয়ারস্টাইলে ক্ল্যাসিক, সাবেকি বা জেনজি ট্রেন্ড সবই চলছে এখন। তারকারাও তাঁদের সাজপোশাকের সঙ্গে হেয়ারস্টাইলে নানা নিরীক্ষা করতে পিছপা হচ্ছেননা। আবার কখনওবা ক্ল্যাসিক স্টাইল বেছে নেন তারকারা। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে একটু অন্যরকম কিছুও করতে দেখা যাচ্ছে তারকাদের সাম্প্রতিক হেয়ারস্টাইলে। আজ পার্টি লুকের সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আশনা হাবিব ভাবনা আর নুসরাত ফারিয়ার ৬ টি হেয়ারস্টাইল দেখে নেওয়া যাক তবে। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।