স্টাইলিশ ৩ তারকার ৬টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের তো বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে যেতেই হয়। আর যেখানেই যাননা কেন, আসরের মধ্যমণি হন কিন্তু তারকারাই। তাই তারকাদের সাজপোশাক আর লুকের বেলায় নিজেদের সর্বোচ্চটুকুই করেন তারা সবসময়। তবে দারুণ সব পোশাক আর মেক আপের সঙ্গে হেয়ার স্টাইলটা কিন্তু হতে হবে জুতসই। এখন ফ্যাশন আর সৌন্দর্য দুনিয়ায় মুক্তপ্রবাহের যুগ এসেছে। তাই তো পার্টিলুকের সঙ্গে হেয়ারস্টাইলে ক্ল্যাসিক, সাবেকি বা জেনজি ট্রেন্ড সবই চলছে এখন। তারকারাও তাঁদের সাজপোশাকের সঙ্গে হেয়ারস্টাইলে নানা নিরীক্ষা করতে পিছপা হচ্ছেননা। আবার কখনওবা ক্ল্যাসিক স্টাইল বেছে নেন তারকারা। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে একটু অন্যরকম কিছুও করতে দেখা যাচ্ছে তারকাদের সাম্প্রতিক হেয়ারস্টাইলে। আজ পার্টি লুকের সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আশনা হাবিব ভাবনা আর নুসরাত ফারিয়ার ৬ টি হেয়ারস্টাইল দেখে নেওয়া যাক তবে। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৬
ক্ল্যাসিক টেনে বাধা খোঁপা আসলে তুলনাবিহীন এক হেয়ারস্টাইল। মানিয়ে যায় সবকিছুর সঙ্গে। গাউন, শাড়ি বা এথনিক সাজপোশাকে আভিজাত্যের আমেজ এনেদিতে পারে এমন স্লিক বান। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে আমরা প্রায়ই এই হেয়ারস্টাইলে দেখি নানা অনুষ্ঠানে। সঙ্গে সাদা গোলাপের উপস্থিতি এখানে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
ক্ল্যাসিক টেনে বাধা খোঁপা আসলে তুলনাবিহীন এক হেয়ারস্টাইল। মানিয়ে যায় সবকিছুর সঙ্গে। গাউন, শাড়ি বা এথনিক সাজপোশাকে আভিজাত্যের আমেজ এনেদিতে পারে এমন স্লিক বান। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে আমরা প্রায়ই এই হেয়ারস্টাইলে দেখি নানা অনুষ্ঠানে। সঙ্গে সাদা গোলাপের উপস্থিতি এখানে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
বিজ্ঞাপন
২/৬
গাউনের সঙ্গে হলিউড স্টাইলের ক্ল্যাসিক আপডু হতে পারে এক দারুণ অপশন। পশ্চিমা পোশাকের   সঙ্গে কিছুটা মিনিমাল হেয়ারস্টাইলই ভালো লাগে। ফ্যাশনিস্তা তারকা নুসরাত ফারিয়ার ধবধবে সাদা ভিনটেজ আমেজের গাউনের সঙ্গে এমনই হেয়ারস্টাইল বেছে নিয়েছেন তিনি বাড়তি কোনো অনুষঙ্গ ব্যবহার না করেই।
গাউনের সঙ্গে হলিউড স্টাইলের ক্ল্যাসিক আপডু হতে পারে এক দারুণ অপশন। পশ্চিমা পোশাকের সঙ্গে কিছুটা মিনিমাল হেয়ারস্টাইলই ভালো লাগে। ফ্যাশনিস্তা তারকা নুসরাত ফারিয়ার ধবধবে সাদা ভিনটেজ আমেজের গাউনের সঙ্গে এমনই হেয়ারস্টাইল বেছে নিয়েছেন তিনি বাড়তি কোনো অনুষঙ্গ ব্যবহার না করেই।
বিজ্ঞাপন
৩/৬
মাঝে মাঝে হেয়ারস্টাইল নিয়ে একটু নিরীক্ষা করলে মন্দ হয়না। টপ বান বা চুড়ো করে বাঁধা খোঁপার ফিউশনধর্মী উপস্থাপনা যেকোনো সাজপোশাকেই যোগ করবে নজরকাড়া এলিমেন্ট। পশ্চিমা পোশাক বা দেশি- টপ বান করা যায় পোশাকের ধরন বুঝে। স্টাইলিশ তারকা আশনা হাবিব
ভাবনার সিকুইনের ঝলমলে পোশাকের সঙ্গে তিনি দুইদিকে স্ট্র্যান্ডস রেখে এমন খোঁপা বেঁধেছেন।
মাঝে মাঝে হেয়ারস্টাইল নিয়ে একটু নিরীক্ষা করলে মন্দ হয়না। টপ বান বা চুড়ো করে বাঁধা খোঁপার ফিউশনধর্মী উপস্থাপনা যেকোনো সাজপোশাকেই যোগ করবে নজরকাড়া এলিমেন্ট। পশ্চিমা পোশাক বা দেশি- টপ বান করা যায় পোশাকের ধরন বুঝে। স্টাইলিশ তারকা আশনা হাবিব ভাবনার সিকুইনের ঝলমলে পোশাকের সঙ্গে তিনি দুইদিকে স্ট্র্যান্ডস রেখে এমন খোঁপা বেঁধেছেন।
৪/৬
মেহজাবীনের লুকে সবসময়ই স্নিগ্ধ আর পরিপাটি ভাব থাকে। এখানে কালো অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন সেই চল্লিশের দশকের মতো সামনে ঢেউ খেলানো স্ট্রাকচার দেওয়া হেয়ারস্টাইল। সাবেকি সাজপোশাক এখন এমনিতেও ট্রেন্ডের তুঙ্গে। চুল পেছনে নিচু পনিটেইল করেছেন তিনি।
মেহজাবীনের লুকে সবসময়ই স্নিগ্ধ আর পরিপাটি ভাব থাকে। এখানে কালো অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছেন সেই চল্লিশের দশকের মতো সামনে ঢেউ খেলানো স্ট্রাকচার দেওয়া হেয়ারস্টাইল। সাবেকি সাজপোশাক এখন এমনিতেও ট্রেন্ডের তুঙ্গে। চুল পেছনে নিচু পনিটেইল করেছেন তিনি।
৫/৬
রাজকুমারীসুলভ পার্টিওয়্যার বা ব্রাইডাল লুকের সঙ্গে নুসরাত ফারিয়ার এই ডিজনি থিমের হেয়ারস্টাইল্টি দারুণ মানাবে। মাঝ সিঁথি করে সফট কার্লস খুলে রেখেছেন তিনি। আর রূপকথার আমেজ এনেছে ঝলমলে টায়রা আকৃতির হেয়ার অ্যাক্সেসরিটি।
রাজকুমারীসুলভ পার্টিওয়্যার বা ব্রাইডাল লুকের সঙ্গে নুসরাত ফারিয়ার এই ডিজনি থিমের হেয়ারস্টাইল্টি দারুণ মানাবে। মাঝ সিঁথি করে সফট কার্লস খুলে রেখেছেন তিনি। আর রূপকথার আমেজ এনেছে ঝলমলে টায়রা আকৃতির হেয়ার অ্যাক্সেসরিটি।
৬/৬
হেয়ার এক্সটেনশন ব্যবহার না করেও আশনা হাবিব ভাবনার একঢাল চুল যেন উপচে পড়ছে। এভাবে ছেড়ে রাখা চুলের আবেদনই আলাদা। মানিয়ে যায় সব ধরনের সাজপোশাকের সঙ্গে। গয়না জমকালো বলে ভাবনা চুলে কোনো অনুষঙ্গ রাখেননি।
হেয়ার এক্সটেনশন ব্যবহার না করেও আশনা হাবিব ভাবনার একঢাল চুল যেন উপচে পড়ছে। এভাবে ছেড়ে রাখা চুলের আবেদনই আলাদা। মানিয়ে যায় সব ধরনের সাজপোশাকের সঙ্গে। গয়না জমকালো বলে ভাবনা চুলে কোনো অনুষঙ্গ রাখেননি।
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৪: ০৪
বিজ্ঞাপন