বিয়ের প্রথাগত সাজ থেকে সরে আসছেন এখনকার তারকা কনেরা
শেয়ার করুন
ফলো করুন

নব ঢাকার লাল জামদানিতে সেজে উঠেছিলেন ফারিণ। জানা গেছে, আকর্ষণীয় নকশার এই জামদানি শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় এক বছর। সঙ্গে ছিল একই রঙের জামদানি ব্লাউজ। খোলা চুলে মাথায় ছিল লাল জামদানি ওড়না। গয়নার ক্ষেত্রে ফারিণ বেছে নিয়েছিলেন আমিসের গয়না। কানে ও গলায় ছিল হালকা সোনার গয়না, হাতে লাল রেশমি চুড়ির সঙ্গে বালা, মাথায় টিকলি ও কপালে ছোট্ট লাল টিপ। এ ছাড়া হাতে সাধারণ মেহেদি বিয়ের সাজকে পরিপূর্ণতা দান করেছে।

বিয়েতে মিনিমালিস্টিক মেকআপ বেছে নেন তাসনিয়া ফারিণ
বিয়েতে মিনিমালিস্টিক মেকআপ বেছে নেন তাসনিয়া ফারিণ

সাজের ক্ষেত্রেও স্নিগ্ধ, সুন্দর, সাবলীল রূপে দেখা গেছে ফারিণকে। বিয়েতে মিনিমালিস্টিক মেকআপই বেছে নেন তিনি। জমকালো ভারী মেকআপের পরিবর্তে মিনিমাল হালকা ‘নো মেকআপ লুক’–এ সেজেছিলেন তিনি। নো মেকআপে ছিল হালকা ব্রোঞ্জ শেডের ছোঁয়া। ন্যুড স্মোকি আইয়ের সঙ্গে চোখে ছিল কাজলের ব্যবহার এবং ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিক। দেশীয় জামদানি ও হালকা সাজে মিষ্টি কনে সেজেছিলেন ফারিণ।

বিজ্ঞাপন

কয়েক বছর ধরেই বিয়ের সাজে এসেছে অনেক পরিবর্তন। ‘বউসাজ’ মানেই অনেক জমকালো হবে, এই ধারা ভেঙে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠছেন এখনকার কনেরা। শাড়ি, গয়না, মেকআপ, জুতা সবকিছুতেই স্নিগ্ধতা ও আরামকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

শুধু শাড়িই নয়, লেহেঙ্গার আবেদনও রয়েছে ব্যাপক। ছবিতে শেহতাজ মনিরা হাশেম
শুধু শাড়িই নয়, লেহেঙ্গার আবেদনও রয়েছে ব্যাপক। ছবিতে শেহতাজ মনিরা হাশেম

একসময় বিয়ের শাড়ি হিসেবে বেনারসি শাড়ির আবেদন ছিল চিরন্তন। বর্তমানে সেই ধারা অনেকটাই ফিকে হয়ে এসেছে। বেনারসি, কাতানের পাশাপাশি এখন জামদানি, অর্গাঞ্জা ও মসলিনে ঝুঁকছেন কনেরা। শুধু শাড়িই নয়, এসব কাপড়ের লেহেঙ্গার আবেদনও রয়েছে ব্যাপক।

বিয়ের শাড়ি মানেই লাল, এই প্রথার বিপরীতে হেঁটেছেন সালমান -দিশা দম্পতি
বিয়ের শাড়ি মানেই লাল, এই প্রথার বিপরীতে হেঁটেছেন সালমান -দিশা দম্পতি

শাড়ির রং পছন্দেও এসেছে বড় পরিবর্তন। বিয়ের শাড়ি মানেই লাল, এই প্রথা থেকে বেরিয়ে আলিয়া, কিয়ারার মতো সাদা, আইভরি, ল্যাভেন্ডার, মিন্ট ও সোনালি রঙে মজেছেন কনেরা।

বিজ্ঞাপন

বিয়েতে ভারী গয়না পরার চলটাও কমে এসেছে বেশ। একসময় বিয়ের গয়না হিসেবে সোনার গয়নাকে প্রাধান্য দেওয়া হলেও আজকাল গয়না হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কুন্দন, রুপা, মুক্তা ও পাথরের গয়না। গোল্ড প্লেটের হালকা গয়নাও বেশ মানিয়ে যাচ্ছে বিয়ের সাজে। বিয়েতে বাহুল্যবর্জনের দিকেই সরে আসছেন এখনকার বর–কনেরা।
বিয়ের সাজেও বেশ নতুনত্ব এসেছে।

বিয়েতে বাহুল্যবর্জনের দিকেই সরে আসছেন এখনকার কনেরা
বিয়েতে বাহুল্যবর্জনের দিকেই সরে আসছেন এখনকার কনেরা

আটপৌরে ও সাবলীল মেকআপ পছন্দ করছেন এখনকার কনেরা। হালকা মেকআপের সঙ্গে গ্লিটার বা সিমারি ব্রাউন আই লুক বা স্মোকি আই লুক পছন্দ করছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনেরা। আবার অনেকে একটু হালকা রঙের পোশাকের সঙ্গে বেছে নিচ্ছেন গ্লিটার বা সিমারি আই লুক। ঠোঁটের সাজে পিচ ও ন্যুড রং প্রাধান্য পাচ্ছে। বাড়তি মেকআপের বদলে ছিমছাম সাজেই স্বচ্ছন্দ থাকছেন কনেরা।

বিয়ের জুতা হিসেবে যুক্ত হয়েছে কেডস, স্নিকার্সের মতো ধরনও। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি এগুলো যোগ করছে স্টাইল স্টেটমেন্ট
বিয়ের জুতা হিসেবে যুক্ত হয়েছে কেডস, স্নিকার্সের মতো ধরনও। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি এগুলো যোগ করছে স্টাইল স্টেটমেন্ট

বিয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে বিয়ের জুতা কেনার রীতিও বেশ পুরোনো। আমাদের দেশীয় বিয়ের সাজপোশাকে ঝকমকে পুঁতি, পাথর বসানো বাহারি রঙের হিল বিয়ের জুতা হিসেবে প্রচলিত। বর্তমানে এই ধারার বাইরে গিয়ে কনেরা নিজেদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় ভিন্ন ধরনের জুতাও পরছেন। বিয়ের জুতা হিসেবে যুক্ত হয়েছে কেডস, স্নিকার্সের মতো ধরনও। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি এগুলো যোগ করছে স্টাইল স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন