বলিউডের অভিনেত্রীদের রূপে মজে থাকেন ভক্তরা। রূপালি পর্দার এই স্বপ্নের নায়িকাদের অনেকেই কিউট আর স্নিগ্ধ তকমা পেয়ে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন যুগে যুগে। জুহি চাওলা, সোনালী বেন্দ্রে, অকালপ্রয়াত দিব্যা ভারতী থেকে শুরু করে হালের কিয়ারা আদভানি আর আলিয়া ভাটের মধ্যে এই স্নিগ্ধতা আর কিউট ফ্যাক্টর খুব বেশি দেখা যায়। সেই সঙ্গে অনেক নায়িকা আবার হৃদয়ে কাঁপন ধরানোর কাজে সিদ্ধহস্ত। আবেদনময়তার প্রতীক হয়ে ওঠা এমন অভিনেত্রীদের মধ্যে আছেন জিনাত আমান, শিল্পা শেঠি, প্রিয়াংকা চোপড়া,আর হালের জাহ্নবী কাপুর, দিশা পাটানি প্রমুখ। তবে প্রথমে 'বুলবুল' বা 'ক্বালা' সিনেমায় স্নিগ্ধতার প্রতীক হয়ে উঠে তারপর আবার 'এনিম্যাল' সিনেমা দিয়ে নিজের হট যুগে প্রবেশ করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। চোখ ধাঁধানো আবেদনময় সব লুকে দেখা যাচ্ছে এর পর থেকেই এই সুন্দরী জেন-জি তারকাকে। সম্প্রতি 'ব্যাড নিউজ' সিনেমায় রীতিমতো উত্তাপ ছড়াতে দেখা গেছে তাঁকে। আর সেই সঙ্গে ইন্সটাগ্রামেও নিজের দারুণ আকর্ষণীয় সব ছবি পোস্ট করছেন তৃপ্তি আজকাল। তবে সেখানেও কোথাও যেন এক কিউট ফ্যাক্টর আছে তাঁর মাঝে। তবে ঘুরে দেখে আসা যাক এই কখনো স্নিগ্ধ, কিউট আর কখনো আবেদনময়ী তৃপ্তির নানা লুক।
ছবি: তৃপ্তি দিমরির ইন্সটাগ্রাম