বলিউডের ঝলমলে দুনিয়ার টানে বিশ্বের বহু দেশ থেকেই যুগে যুগে বিদেশিনীরা পাড়ি জমিয়েছেন এখানে ভাগ্য পরীক্ষা করতে। কারো ভাগ্য খোলে এখানে, তো কেউ হারিয়ে যান কালের অতলে। ২০১১ সালে মার্কিন অভিনেত্রী নার্গিস ফাখরি সকলের নজর কাড়েন রকস্টার সিনেমাত রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে। সেরা নবাগতা থেকে শুরু করে সেরা জুটির পুরস্কারও পান এই সুন্দরী বিদেশিনী। কিন্তু এরপর আর খুব বেশি জ্বলে উঠতে দেখা যায় নি নার্গিসকে রূপালি পর্দায়। বরং বিভিন্ন ফ্যাশন ইভেন্টে নজরকাড়া লুকে দেখেছি আমরা তাঁকে প্রতি বছর। আর ইন্সটাগ্রামেও আবেদনময়ী সব লুকে দেখা দেন এই ৬৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী। পাকিস্তানি বাবা ও চেক মায়ের মেয়ে নার্গিসের রূপে এক অন্য রকমের মাদকতা রয়েছে। সেই সঙ্গে তাঁর অত্যন্ত আকর্ষণীয় ফিগার তো আছেই। সব মিলে ইন্সটাগ্রাম মাতাচ্ছেন বলিউডের এই আবেদনময়ী বিদেশিনী।
ছবি: নার্গিস ফাখরির ইন্সটাগ্রাম