ইন্সটাগ্রামে নানা লুকে আবেদন ছড়াচ্ছেন বলিউডের এই সুন্দরী বিদেশিনী
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের ঝলমলে দুনিয়ার টানে বিশ্বের বহু দেশ থেকেই যুগে যুগে বিদেশিনীরা পাড়ি জমিয়েছেন এখানে ভাগ্য পরীক্ষা করতে। কারো ভাগ্য খোলে এখানে, তো কেউ হারিয়ে যান কালের অতলে। ২০১১ সালে মার্কিন অভিনেত্রী নার্গিস ফাখরি সকলের নজর কাড়েন রকস্টার সিনেমাত রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে। সেরা নবাগতা থেকে শুরু করে সেরা জুটির পুরস্কারও পান এই সুন্দরী বিদেশিনী। কিন্তু এরপর আর খুব বেশি জ্বলে উঠতে দেখা যায় নি নার্গিসকে রূপালি পর্দায়। বরং বিভিন্ন ফ্যাশন ইভেন্টে নজরকাড়া লুকে দেখেছি আমরা তাঁকে প্রতি বছর। আর ইন্সটাগ্রামেও আবেদনময়ী সব লুকে দেখা দেন এই ৬৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী। পাকিস্তানি বাবা ও চেক মায়ের মেয়ে নার্গিসের রূপে এক অন্য রকমের মাদকতা রয়েছে। সেই সঙ্গে তাঁর অত্যন্ত আকর্ষণীয় ফিগার তো আছেই। সব মিলে ইন্সটাগ্রাম মাতাচ্ছেন বলিউডের এই আবেদনময়ী বিদেশিনী।

১/১০
স্লিট দেওয়া অফ হোয়াইট ড্রেসে নার্গিস ফাখরি
স্লিট দেওয়া অফ হোয়াইট ড্রেসে নার্গিস ফাখরি
বিজ্ঞাপন
২/১০
এক্সট্রিম কা্ট আউটের এই সাদা ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
এক্সট্রিম কা্ট আউটের এই সাদা ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
বিজ্ঞাপন
৩/১০
বসলেডি লুকে শার্টলেস জ্যাকেট পরেছেন এই অভিনেত্রী
বসলেডি লুকে শার্টলেস জ্যাকেট পরেছেন এই অভিনেত্রী
৪/১০
ভোগ ম্যাগাজিনের সাড়া জাগানো ফটোস্যুটে নার্গিস
ভোগ ম্যাগাজিনের সাড়া জাগানো ফটোস্যুটে নার্গিস
৫/১০
অফ দ্য শোল্ডার পোলকা ডট ড্রেসে আকর্ষণীয় লাগছেন তিনি
অফ দ্য শোল্ডার পোলকা ডট ড্রেসে আকর্ষণীয় লাগছেন তিনি
৬/১০
ফ্যাশন র‍্যাম্পে ওয়াইন রঙা ককটেল ড্রেসের সঙ্গে নার্গিস পরেছেন স্টেটমেন্ট নেকপিস
ফ্যাশন র‍্যাম্পে ওয়াইন রঙা ককটেল ড্রেসের সঙ্গে নার্গিস পরেছেন স্টেটমেন্ট নেকপিস
৭/১০
হলটারনেক টপের এথনিক আউটফিটে আবেদনময়ী নার্গিস
হলটারনেক টপের এথনিক আউটফিটে আবেদনময়ী নার্গিস
৮/১০
শাড়ির লুকেও সমান আবেদন রয়েছে তাঁর
শাড়ির লুকেও সমান আবেদন রয়েছে তাঁর
৯/১০
নিটেড সাদা ড্রেসে এই ৪৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রীর দুর্দান্ত ফিগার ফুটে উঠেছে
নিটেড সাদা ড্রেসে এই ৪৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রীর দুর্দান্ত ফিগার ফুটে উঠেছে
১০/১০
ঝলমলে এথনিক পোশাকে নার্গিস। নজর কাড়ছে লাল লিপকালার।
ঝলমলে এথনিক পোশাকে নার্গিস। নজর কাড়ছে লাল লিপকালার।

ছবি: নার্গিস ফাখরির ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০২: ৩৪
বিজ্ঞাপন