ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানকে এখন সবাই চেনেন। মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী। তবে এথনিক আর ওয়েস্টার্ন—সবেতেই তিনি ফিট। শাড়ি থেকে শুরু করে শার্ট-প্যান্ট—সবকিছুতেই সাদিয়া আয়মান সমান মানানসই। জনপ্রিয় এই জেন জি তারকার কিছু ফ্যাশন লুক দেখে নেওয়া যাক।