সাদিয়া আয়মানের এথনিক-ওয়েস্টার্ন লুক
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানকে এখন সবাই চেনেন। মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী। তবে এথনিক আর ওয়েস্টার্ন—সবেতেই তিনি ফিট। শাড়ি থেকে শুরু করে শার্ট-প্যান্ট—সবকিছুতেই সাদিয়া আয়মান সমান মানানসই। জনপ্রিয় এই জেন জি তারকার কিছু ফ্যাশন লুক দেখে নেওয়া যাক।

১/১২
সাদিয়া আয়মান ক্যামেরাবন্দী হয়েছেন প্যারোট গ্রিন জর্জেট শাড়িতে। শাড়ির জমিনজুড়ে ছোট ছোট ম্যাজেন্টা ও নেভি ব্লু ফুলের মোটিফ ফুটে রয়েছে। ম্যাজেন্টা ফুলের সঙ্গে মিলিয়েই অভিনেত্রী তাঁর ব্লাউজ বেছে নিয়েছেন। শাড়ির সঙ্গে ঘটি হাতার ব্লাউজের কনট্রাস্ট যেন অভিনেত্রীর লাবণ্য বাড়িয়েছে দ্বিগুণ। মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন চুল, চোখে আলতো করে এঁকেছেন কাজল আর ন্যুড পিংক লিপস্টিকে সাজিয়েছেন ঠোঁট। অনুষঙ্গ হিসেবে ঘড়ি, চুড়ি, আংটি আর একগুচ্ছ হলুদ গোলাপ স্থান পেয়েছে তাঁর হাতে।
সাদিয়া আয়মান ক্যামেরাবন্দী হয়েছেন প্যারোট গ্রিন জর্জেট শাড়িতে। শাড়ির জমিনজুড়ে ছোট ছোট ম্যাজেন্টা ও নেভি ব্লু ফুলের মোটিফ ফুটে রয়েছে। ম্যাজেন্টা ফুলের সঙ্গে মিলিয়েই অভিনেত্রী তাঁর ব্লাউজ বেছে নিয়েছেন। শাড়ির সঙ্গে ঘটি হাতার ব্লাউজের কনট্রাস্ট যেন অভিনেত্রীর লাবণ্য বাড়িয়েছে দ্বিগুণ। মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন চুল, চোখে আলতো করে এঁকেছেন কাজল আর ন্যুড পিংক লিপস্টিকে সাজিয়েছেন ঠোঁট। অনুষঙ্গ হিসেবে ঘড়ি, চুড়ি, আংটি আর একগুচ্ছ হলুদ গোলাপ স্থান পেয়েছে তাঁর হাতে।
বিজ্ঞাপন
২/১২
ফুলস্লিভ মেরুন গাউন পরেছেন অভিনেত্রী। আউটফিটটির বডিতে অলংকৃত হয়েছে ট্রেন্ডি ফ্লোরাল এমব্রয়ডারির নিখুঁত নকশা। এর সঙ্গে তিনি সেজেছেন ন্যুড মেকআপে। কানে মুক্তার স্টাড আর হাতে ঘড়ি ছাড়া আর কোনো অনুষঙ্গ পড়েননি অভিনেত্রী।
ফুলস্লিভ মেরুন গাউন পরেছেন অভিনেত্রী। আউটফিটটির বডিতে অলংকৃত হয়েছে ট্রেন্ডি ফ্লোরাল এমব্রয়ডারির নিখুঁত নকশা। এর সঙ্গে তিনি সেজেছেন ন্যুড মেকআপে। কানে মুক্তার স্টাড আর হাতে ঘড়ি ছাড়া আর কোনো অনুষঙ্গ পড়েননি অভিনেত্রী।
বিজ্ঞাপন
৩/১২
সাদিয়া আয়মানের ছবিগুলো দেখলেই বোঝা যায়, তিনি শাড়ি পরতে বেশ ভালোবাসেন। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অফহোয়াইট আর প্যাস্টেল ব্লু-এর সমন্বয়ে দারুণ একটা শাড়ি পরা। শাড়ির জমিনের মোটিফগুলোও বেশ মজার। নীল জমিনে ফুটে উঠেছে নানা নকশার কার্টুন আর সাদা পাড়ে রয়েছে হলুদ, নেভি ব্লু আর মেরুন রঙের বেলুন। শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে কার্টুন মোটিফের সাদা ঘটি ব্লাউজ। এর সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন মেসি হাই বান। লাইট মভ লিপস্টিকের সঙ্গে চোখে হালকা কাজল আর মিনিমাল গয়নায় অভিনেত্রীকে অপূর্ব লাগছে।
সাদিয়া আয়মানের ছবিগুলো দেখলেই বোঝা যায়, তিনি শাড়ি পরতে বেশ ভালোবাসেন। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অফহোয়াইট আর প্যাস্টেল ব্লু-এর সমন্বয়ে দারুণ একটা শাড়ি পরা। শাড়ির জমিনের মোটিফগুলোও বেশ মজার। নীল জমিনে ফুটে উঠেছে নানা নকশার কার্টুন আর সাদা পাড়ে রয়েছে হলুদ, নেভি ব্লু আর মেরুন রঙের বেলুন। শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে কার্টুন মোটিফের সাদা ঘটি ব্লাউজ। এর সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন মেসি হাই বান। লাইট মভ লিপস্টিকের সঙ্গে চোখে হালকা কাজল আর মিনিমাল গয়নায় অভিনেত্রীকে অপূর্ব লাগছে।
৪/১২
ইন্দো-ওয়েস্টার্ন লুকে নজর কেড়েছেন সাদিয়া আয়মান। সবুজ-নীল আউটফিটের সঙ্গে মেকআপে বিশেষ প্রাধান্য পেয়েছে অভিনেত্রীর চোখের সাজ। কার্ল করে ছেড়ে রাখা চুলের স্টাইলে তাঁকে একটু আলাদাই লাগছে।
ইন্দো-ওয়েস্টার্ন লুকে নজর কেড়েছেন সাদিয়া আয়মান। সবুজ-নীল আউটফিটের সঙ্গে মেকআপে বিশেষ প্রাধান্য পেয়েছে অভিনেত্রীর চোখের সাজ। কার্ল করে ছেড়ে রাখা চুলের স্টাইলে তাঁকে একটু আলাদাই লাগছে।
৫/১২
মিষ্টি সাদিয়া আয়মান ক্যামেরা হাতে ক্যামেরাবন্দী হয়েছেন ডেনিম রম্পার আর সাদা টি–শার্টে। সামুরাই স্টাইলে বাঁধা চুলের সঙ্গে কানে পরেছেন বড় রিং দুল।
মিষ্টি সাদিয়া আয়মান ক্যামেরা হাতে ক্যামেরাবন্দী হয়েছেন ডেনিম রম্পার আর সাদা টি–শার্টে। সামুরাই স্টাইলে বাঁধা চুলের সঙ্গে কানে পরেছেন বড় রিং দুল।
৬/১২
ধূসর রঙের বাটিক আনারকলিতে এথনিক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। লাল, সবুজ, হলুদ, সাদা ফুল- পাতার মোটিফ রয়েছে পোশাকে। তবে স্টাইলিশ এই আনারকলির নিচে দৃশ্যমান কালো ইনার সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। ছেড়ে রাখা চুল, কানের পাশে গুঁজে রাখা লাল ফুল আর কাজলকালো চোখ থেকে যেন চোখই ফেরানো যাচ্ছে না।
ধূসর রঙের বাটিক আনারকলিতে এথনিক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। লাল, সবুজ, হলুদ, সাদা ফুল- পাতার মোটিফ রয়েছে পোশাকে। তবে স্টাইলিশ এই আনারকলির নিচে দৃশ্যমান কালো ইনার সৌন্দর্য বাড়িয়েছে দ্বিগুণ। ছেড়ে রাখা চুল, কানের পাশে গুঁজে রাখা লাল ফুল আর কাজলকালো চোখ থেকে যেন চোখই ফেরানো যাচ্ছে না।
৭/১২
সুতি নীল শাড়িতে সাদিয়া আয়মান যেন হয়ে উঠেছেন নীলাঞ্জনা।
সুতি নীল শাড়িতে সাদিয়া আয়মান যেন হয়ে উঠেছেন নীলাঞ্জনা।
৮/১২
ওয়েস্টার্ন লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী। পরেছেন ব্রাউন হাইনেক টপস। এর ওপর লেয়ার করেছেন সাদা স্টাইলিশ ডেনিম জ্যাকেট। বটমে প্রাধান্য পেয়েছে হাইওয়েস্ট জিনস। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রীর মেকআপ লুক, রিং দুল আর কপালে পরে থাকা চুলের স্টাইলও ভালো লেগেছে ফ্যাশনিস্তাদের।
ওয়েস্টার্ন লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী। পরেছেন ব্রাউন হাইনেক টপস। এর ওপর লেয়ার করেছেন সাদা স্টাইলিশ ডেনিম জ্যাকেট। বটমে প্রাধান্য পেয়েছে হাইওয়েস্ট জিনস। এই আউটফিটের সঙ্গে অভিনেত্রীর মেকআপ লুক, রিং দুল আর কপালে পরে থাকা চুলের স্টাইলও ভালো লেগেছে ফ্যাশনিস্তাদের।
৯/১২
একঝলক দেখলে এই ছবি থেকে অভিনেত্রীর ভক্তরা চোখ ফেরাতে পারবে না নিশ্চিত। সোনালি কাজ করা গাঢ় সবুজ ভেলভেট ব্লাউজের সঙ্গে লাল শাড়ি জুটি বেঁধেছে। কাজল চোখ, লাল টিপ, নাকফুল, ঝুমকা আর কার্ল করা চুলে অলংকার হয়ে ফুটে উঠেছে দু–তিনটি সাদা ফুল। হাতে একগুচ্ছ সবুজ-লাল-সোনালি চুড়ি আর লাল নেইলপলিশ সাজকে করেছে পরিপূর্ণ।
একঝলক দেখলে এই ছবি থেকে অভিনেত্রীর ভক্তরা চোখ ফেরাতে পারবে না নিশ্চিত। সোনালি কাজ করা গাঢ় সবুজ ভেলভেট ব্লাউজের সঙ্গে লাল শাড়ি জুটি বেঁধেছে। কাজল চোখ, লাল টিপ, নাকফুল, ঝুমকা আর কার্ল করা চুলে অলংকার হয়ে ফুটে উঠেছে দু–তিনটি সাদা ফুল। হাতে একগুচ্ছ সবুজ-লাল-সোনালি চুড়ি আর লাল নেইলপলিশ সাজকে করেছে পরিপূর্ণ।
১০/১২
ভ্রমণেও ছিমছাম থাকতে ভালোবাসেন সাদিয়া আয়মান। লুজ ফিটিং জিনসের সঙ্গে টি-শার্ট আর কেডস পড়েছেন অভিনেত্রী। সঙ্গে রোদ থেকে বাঁচতে একটা বড় হ্যাট স্টাইলটা করেছে পরিপূর্ণ।
ভ্রমণেও ছিমছাম থাকতে ভালোবাসেন সাদিয়া আয়মান। লুজ ফিটিং জিনসের সঙ্গে টি-শার্ট আর কেডস পড়েছেন অভিনেত্রী। সঙ্গে রোদ থেকে বাঁচতে একটা বড় হ্যাট স্টাইলটা করেছে পরিপূর্ণ।
১১/১২
কেপ স্টাইলের কালো গাউন পরেছেন অভিনেত্রী। পোশাকের জমিনজুড়ে রয়েছে লাল, ধূসর গোলাপ ফুলের মেলা। টপের অংশে কালো কেপ আউটফিটে এনেছে আলাদা আকর্ষণ। এর সঙ্গে অভিনেত্রী অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন কালো স্লিং ব্যাগ। সেজেছেন বেশ মিনিমাল মেকআপে।
কেপ স্টাইলের কালো গাউন পরেছেন অভিনেত্রী। পোশাকের জমিনজুড়ে রয়েছে লাল, ধূসর গোলাপ ফুলের মেলা। টপের অংশে কালো কেপ আউটফিটে এনেছে আলাদা আকর্ষণ। এর সঙ্গে অভিনেত্রী অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন কালো স্লিং ব্যাগ। সেজেছেন বেশ মিনিমাল মেকআপে।
১২/১২
পাতার নকশার ঢিলেঢালা হাফ শার্টে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই ক্যাজুয়াল লুকে আরও যোগ হয়েছে ভিন্টেজ কালো চশমা আর স্লিং ব্যাগ।
পাতার নকশার ঢিলেঢালা হাফ শার্টে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই ক্যাজুয়াল লুকে আরও যোগ হয়েছে ভিন্টেজ কালো চশমা আর স্লিং ব্যাগ।
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন