বর্তমান সময়ে ভিনটেজ বা সাবেকি ঘরানার সাজপোশাক খুবই ট্রেন্ডি। তারকা থেকে শুরু করে সবাই বিভিন্ন অনুষ্ঠানে ষাট বা সত্তরের দশকের স্বপ্নের নায়িকাদের মতো লুকে সেজে থাকেন প্রায়ই৷
আর দেশের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী মেহজাবীনকে সম্প্রতি তেমনই সাজপোশাকে দেখা গেল। সচরাচর আমরা তাঁকে যেমন দেখি, এদিন যেন তাঁকে অনেকটাই আলাদা লাগছিল।
জেসিআই বাংলাদেশ নামের এক সেবামূলক সংস্থার তরফ থেকে সম্প্রতি দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে বিশেষভাবে পুরস্কার প্রদান করা হয়। আর এই পুরস্কার বিতরণ ও তাঁদের বার্ষিক আয়োজন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহজাবীন। সেখানেই তাঁকে ক্ল্যাসিক ল্যাভেন্ডার রঙের পোশাক আর সাবেকি মেকওভারে দেখা যায় মোহনীয় রূপে।
মেহজাবীন এদিন পরেছিলেন রুপালি জরির পাড় আর কাজের স্বচ্ছ ল্যাভেন্ডার শিফন শাড়ি। ম্যাচিং ল্যাভেন্ডার উঁচু বোটনেক গলার ব্লাউজের ওপরের অংশ লাইনিং ছাড়া শিয়ার ফেব্রিকের। তাতে রুপালি সিকুইনের কাজ আর চিকন জরির বর্ডার। ছোট হাতা থেকে পরিমিত রুপালি ঝালর স্টাইলের লেসের বর্ডার।
অনুষঙ্গ হিসেবে আছে হাতের রুপালি ঝিকমিকে ক্লাচ। কানে রুপালি ঝোলানো দুলে সাদা পাথর। হাতের চিকন বালাও রুপালি। নখে ল্যাভেন্ডার নেলপলিশ, হাতের হীরার আংটি। পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এক পাশে সিঁথি করে টেনে বাঁধা সাবেকি স্টাইলের খোঁপা।
সফট গ্ল্যাম লুকের মেকওভারে হালকা লিপস্টিক আর শিমার দেওয়া আইশ্যাডো দারুণ মানিয়ে গেছে। হঠাৎ দেখলে একবার অড্রে হেপবার্নকে মনে পড়ছে, আবার বলিউডের শর্মিলা ঠাকুর, নিম্মি বা আমাদের ষাটের দশকের চলচ্চিত্রের মিষ্টি মেয়ে শবনমের কথাও মনে করিয়ে দিচ্ছে এই সাজ।