'ব্যাটম্যান ফর এভার', 'টপ গান' বা 'দ্য ডোরস'-এর মতো সুপার ডুপার হিট ও প্রশংসিত হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম তাঁর ভ্যাল কিলমার। বলা হয়,নব্বই দশকে তিনিই সবচেয়ে বেশি হিট ছবি দিয়েছেন হলিউডে আর সেজন্য তাঁর পারিশ্রমিকও ছিল সে সময় সর্বাধিক। মাত্র ৬৫ বছর বয়সে মারা গেলেন এই বিখ্যাত তারকা অভিনেতা। টপগানের সিকুয়েলে ২০২২ সালে তাঁকে দেখা গিয়েছে নিজের অরিজিনাল চরিত্রেই। নানা আইকনিক লুকে ভ্যালঅকে দেখা গিয়েছে বিভিন্ন স্মরণীয় সিনেমায়। পর্দার বাইরেও আপাদমস্তক ও মনে প্রাণে একজন ফ্যাশনপ্রেমী ছিলেন তিনি। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। আর অবশেষে হার মানলেন নিউমোনিয়ার কাছে। অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছে সবাই। চলুন তবে ভ্যাল কিলমারের কিছু আইকনিক লুকের মাধ্যমে তাঁকে স্মরণ করি আরেকবার।
ছবি: ইন্সটাগ্রাম