মাকে ছাড়া ঈদ ভালো কাটে না হালের এই সাড়া জাগানো সঙ্গীতশিল্পীর
শেয়ার করুন
ফলো করুন

স্টাইলিশ পোশাক, ঝাঁকড়া চুল আর সুরেলা কন্ঠের জন্য চটগ্রামের ছেলে জুলফিকার নূর এঞ্জেল এখন সাড়া জাগাচ্ছেন বেশ। হাল ফ্যাশনের সঙ্গে একান্ত আড্ডায় বললেন ঈদ আর গানের জীবন নিয়ে গল্প। ছোটবেলায় ফুটফুটে সুন্দর ছিলেন বলে তাঁর নাম হয়ে যায় এঞ্জেল। পুরো নাম জুলফিকার নূর। জানালেন বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা মজা করে পরী ভাই বলে ডাকে।

স্টাইলিশ পোশাক, ঝাঁকড়া চুল আর সুরেলা কন্ঠের নূর
স্টাইলিশ পোশাক, ঝাঁকড়া চুল আর সুরেলা কন্ঠের নূর

ছোটবেলায় খুব রেডিও শোনা হতো। এঞ্জেল নূর নামেই শ্রোতা হিসেবে ক্ষুদেবার্তা পাঠাতেন রেডিওতে। রেডিও শুনে আরজেদের কথা বলা ভালো লাগতো। সুন্দরভাবে কথা বলার চর্চা তখন থেকেই করতেন। ভালো বাংলা বলা তাঁর কাছে স্মার্টনেসের আরেক নাম। তাঁর সমবয়সী ইংরেজি মাধ্যমের বন্ধুরা বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বলাকে কুল মনে করত। তাদের চেয়ে একেবারেই আলাদা এঞ্জেল। শুদ্ধ বাংলায় কথা বলা তাঁর কাছে আনন্দের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপল ই-তে স্নাতক করেছেন ২০২৩ সালে।  

বিজ্ঞাপন

গানের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই সুরেলা কন্ঠের গায়কের। বললেন, 'আমি কেবল গান শুনে সেভাবে গাইতে পারতাম। আমার বাবা গান গাওয়া পছন্দ করতেন না। রীতিমতো বকাঝকা করতেন। বাবার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় এজন্য। মনোমালিন্যের কারনে আমি ২০১৯ সালে একা থাকা শুরু করি। সেসময় ফেসবুকে শেয়ার করা এক গান আমার জীবনের মোড় ঘুড়িয়ে দেয়'।

যদি আবার গানে নূর
যদি আবার গানে নূর

বলতে থাকেন নূর। 'একটি প্রোডাকশন হাউজ থেকে আমার ডাক পড়ে একটা বিজ্ঞাপনের জন্য আমাকে কাস্ট করা হয়। একদিন কাজ করার জন্য পাই ২০ হাজার টাকা'। এরপর আর পিছু ফিরে তাকাতে হয় নি নূরকে। সম্প্রতি ভারতের অরিজিৎ সিং তাঁর যদি আবার গানের প্রশংসা করেছেন। নূর বলেন, 'এটি আমার জন্য অনেক অবিশ্বাস্য ছিল। আমি ভাবছিলাম অরিজিৎ সিং এত বড় তারকা হয়েও আমার গান শেয়ার করেছেন!  আমি আনন্দে কেঁদেছি'।

বিজ্ঞাপন

ফ্যাশনেবল লুকের জন্যও নজর কাড়েন নূর। বললেন, 'আমার ডিসেন্ট স্টাইল পছন্দ। সেদিক থেকে আমার সঙ্গীতশিল্পী অনুপম রয়কে খুব ভালো লাগে'। নূর আরো বলেন, 'আমি হালকা ও স্বস্তিদায়ক ডিজাইন পছন্দ করি। পারফিউমের ক্ষেত্রেও কড়া গন্ধ পছন্দ না। ব্লু ওশান ধরনের হালকা সুবাসের সুগন্ধি আমার পছন্দ'। জানা গেল, স্ট্রেট কাট প্যান্ট পছন্দ তাঁর। আরো পছন্দ করেন ড্রপ শোল্ডার টি শার্ট  আর জ্যাকেট। ব্র‍্যান্ডের কিছুই পরি না, হেসে বললেন নূর। তাঁর কাছ থেকেই জানা গেল, বসুন্ধরা গেটের কাছে লন্ডন মার্কেট থেকে সুলভে আরামদায়ক পোশাক কিনতে স্বচ্ছন্দ বোধ করেন তিনি। এঞ্জেল নূর বললেন, 'বেশি ফর্মাল কিছু আমার পছন্দ না। জুতার ক্ষেত্রে স্নিকার্স আমার প্রিয়। বেশী আঁটসাঁট কিছু আমার ভালো লাগেনা। গলায় একটা চেন আর হাতে ঘড়ি থাকে। ডান হাতে বাংলাদেশের লাল সবুজ একটা রিস্টব্যান্ড পরি'।

ক্যাজুয়াল লুক পছন্দ করেন এই গায়ক
ক্যাজুয়াল লুক পছন্দ করেন এই গায়ক
ঈদ কেমন কাটল জানতে চাইলে বিষণ্ণতা ভর করল হাসিমুখে
ঈদ কেমন কাটল জানতে চাইলে বিষণ্ণতা ভর করল হাসিমুখে

সুন্দর কোঁকড়া চুলের যত্ন নেন নূর। বললেন, 'আমার যখন শো থাকে গোসলের পর ভেজা চুলেই তেল দিই। এতে চুল ঘন দেখায়। ঈদ মানেই মজার মজার খাবার। তবে নূর বললেন, আমি মাংস খুব একটা পছন্দ করেন না তিনি। সবজি ও ফল তাঁর পছন্দ। ঈদ কেমন কাটল জানতে চাইলে বিষণ্ণতা ভর করল হাসিমুখে। বললেন, মাকে ছাড়া ঈদ ভালো কাটে না। খুব ছোটবেলায় মা না ফেরার দেশে চলে যান। তাই আমার পছন্দ বা ভালোলাগা নিয়ে আমার হয়ে কথা  বলবেন, বাবাকে বোঝাবেন এমন কাউকে আমি পাইনি। নূর বলেন, পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ তাঁর দাদী।। 'বিনাদ্বিধায় এই মানুষটা আমাকে ভালোবাসেন। ঈদে চাচার বাসায় আসলে তাঁর সঙ্গে দেখা করতে যাই, নাহলে নিজের বাসায়ই থাকি ঈদে', বলে কথোপকথনের ইতি টানলেন এই সাড়া জাগানো সঙ্গীতশিল্পী।

ছবি: এঞ্জেল নূর

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯: ০৫
বিজ্ঞাপন