দক্ষিণ ভারতীয় নায়িকা তামান্না ভাটিয়াকে বলা যেতে পারে, মনোক্রোম ফ্যাশনের আইডল। কান ফিল্ম ফেস্টিভ্যাল হোক বা সিনেমার প্রচারণা—বেশির ভাগ সময়ই তাঁকে দেখা যায় একরঙা পোশাকে। প্রতিটি মনোক্রোম গ্ল্যাম লুকে ভক্তদের মাত করেন তিনি। আর তারই প্রমাণ মেলে নায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তামান্না ফ্রেমবন্দী হন। লন্ডনভিত্তিক ক্লদিং ব্র্যান্ড হাউস অব সিবি থেকে একটি হলুদ বডিকন মিডি পোশাক পরেছিলেন তিনি। বডি-হ্যাগিং পোশাকটির মূল আকর্ষণ স্ট্র্যাপি হাতা ও প্লাগিং নেকলাইন। সঙ্গে অভিনেত্রী বেছে নেন একজোড়া সাদা পয়েন্টেড হিল।
এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে তামান্না ভাটিয়াকে একটি লাল পোশাক পরিধান করতে দেখা যায়। ওয়ান সাইডেড হল্টার নেক পেপলাম টপের সঙ্গে একই রঙের স্কিনি প্যান্ট পরেছেন তিনি। টপের সঙ্গে লাল নেট কাপড়ের ফ্লেয়ার এই পোশাকের মূল আকর্ষণ। মনোক্রোম ভাব বজায় রাখতে তিনি পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক এবং পায়ে লাল হিল বেছে নিয়েছেন।
গাউন কিংবা শাড়ি—পোশাক যেটাই হোক, সেটা একরঙা হওয়া চাই। সম্প্রতি আরেকটি মনোক্রোম লুকে নায়িকাকে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। এখানে তিনি পরেছেন ফেদার দেওয়া গোলাপি প্যান্ট–স্যুট।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একরঙা পোশাকের ছড়াছড়ি। একটি ছবিতে তাঁকে দেখা যায় কমলা কাটআউটের বডিকন পোশাকে। পোশাকটি যুক্তরাজ্যভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ভ্যাসপার। এর সঙ্গে তামান্না পরেছেন সোনার কানের দুল।
অস্বীকার করার উপায় নেই যে তামান্না ভাটিয়া মনোক্রোম ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। প্রতিটি একরঙা পোশাকের সঙ্গে তাঁর মেকআপ কিংবা স্টাইল ভক্তদের মাত করে রাখে। তবে তাঁর ভারসাচির নীল ল্যাটেক্স মিনি ড্রেসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছিল। স্ট্র্যাপি হাতা ও কোরসেট বাস্টলাইন এই পোশাকের মূল আকর্ষণ। সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের টম ফোর্ডের হিল।