শরতে কাশবনে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

শরৎ উদ্‌যাপনে কাশবনে ঘোরাঘুরি হয়ে উঠেছে এই সময়ের ট্রেন্ড। এ উদ্‌যাপনে মেতেছেন তারকারাও। তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ দিলেই দেখা যাচ্ছে কাশবনের মনোরম আবহে তোলা স্টাইলিশ সব ছবি। পাশাপাশি তাঁদের লুক ও পোশাকেও শরতের ছাপ পরিষ্কার।

বিজ্ঞাপন

মেহজাবীন চৌধুরী

অভিনয় ছাড়াও মেহজাবীন স্টাইলিশ ফটোশুটের মাধ্যমে প্রায়ই মনোযোগ কাড়েন তাঁর ভক্তদের। শরতের কাশফুল হাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। কোমল রং আর পোশাকে প্রকৃতির ছোঁয়া শরৎ ফ্যাশনের অন্যতম অংশ। মেহজাবীন পরেছেন জর্জেট ফেব্রিকের আরামদায়ক মিডি ড্রেস। বেলুন কাটিং স্লিভ, ভি নেক লাইন ও ফ্লেয়ারড ড্রেসটিতে রয়েছে শরতের মোটিফ।
সাদা পোশাকের সঙ্গে হলুদ, বেগুনি, লাল, প্যাস্টেল কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্টে ডিজাইন হয়েছে পুরো ড্রেস।  প্রকৃতির সঙ্গে মিল রেখে তাঁর মেকআপে নেই বাড়াবাড়ি বরং ন্যাচারাল মেকআপে স্নিগ্ধতা ফুটে উঠেছে পরিষ্কারভাবেই। আর ক্যাজুয়াল লুক রাখতে করেছে উঁচু পনিটেল।

বিজ্ঞাপন

সাফা কবির

শরৎ উদ্‌যাপনে সাদা রঙকেই বেছে নিয়েছেন সাফা কবির। ট্রেন্ডি নিটেড লং ড্রেসে কাশবনে সময় কাটালেন এই তারকা। অফ শোল্ডার ও পুরো হাতার পোশকের সঙ্গে সাফা হাতে নিয়েছেন রটেন বোহো ব্যাগ। আর ব্যাগে রেখেছেন শুভ্র কাশের কয়েকটি গুচ্ছ।

সাদা পোশাকের সঙ্গে সাফা করেছেন একেবারেই নুড মেকআপ। আর কানে পড়েছেন শামুকের হুপ দুল। সব মিলিয়ে সাফার সৌন্দর্য ছাপিয়ে গেছে কাশফুলের শুভ্রতাকেও।

মুমতাহিনা চৌধুরী টয়া

শরতের কাশফুল পছন্দ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী টয়ারও। শরতের দারুণ এক বিকেল উপভোগ করতে তাঁর স্বামী অভিনেতা শাওনকে নিয়ে তিনি গিয়েছিলেন কাশ যাপনে। বেশ আয়োজন করে তিনি করেছেন ফটোশুটও। অফ হোয়াইট রঙের অফ সোল্ডার গাউনে টয়াকে দেখাচ্ছিল বেশ রাজসিক রকমের সুন্দর।

গাউনের সামনের অংশে হালকা নীল, মভ, হালকা কমলা, সবুজ রঙের এমব্রয়ডারি করা। আর গাউনের নিচের অংশজুড়ে রয়েছে অফ হোয়াইট ও হালকা নীল রঙের ফুলেল নকশা। সাজে রেখেছেন কিছুটা জমকালো ভাব। চোখে গাঢ় শেড ও ঠোঁটের ওয়াইন রঙা লিপস্টিক পুরো লুকে এনেছে মানানসই কনট্রাস্ট বা বৈপরীত্য।

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৮: ২৯
বিজ্ঞাপন