বিশ্বের বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যম আধুনিক সময়ের অপরিহার্য বিষয়। এর মধ্যে আবার দারুণ জনপ্রিয় ইনস্টাগ্রাম। যুক্তরাষ্ট্রের মেটা প্ল্যাটফর্মের এই পোর্টালের যাত্রা শুরু হয় ২০১০ সালের অক্টোবরে।
৩২টি ভাষায় মানুষ এই হ্যান্ডল ব্যবহার করে থাকেন। বর্তমানে এর জনপ্রিয়তা এত বেশি যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা—সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখান থেকে তাঁরা আয়ও করছেন মিলিয়ন ডলার। তালিকার শীর্ষে থাকা এমন ১০ তারকাকে নিয়ে সাজানো হয়েছে এই নিবন্ধ।
তালিকার ১০ নম্বরে অবস্থান করছেন কাইলি জেনারের বোন কেন্ডাল জেনার। ২০১৮ সালে তিনি ছিলেন সর্বোচ্চ আয় করা মডেল। ২৮ বছর বয়সী এই মার্কিন মডেল ২০১৮ সালে আয় করেন ২২ দশমিক ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৯০ কোটি টাকা। মডেলিং দিয়ে আয়ের এ লড়াইয়ে তিনি পেছনে ফেলেন জিজি হাদিদ, কাইলি জেনার, জন স্মলস, নাওমি ক্যাম্পবেল, বেলা হাদিদ ও জিজেল বুন্ডশেনকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর প্রতি পোস্টে আয় প্রায় ১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
৯–এ অবস্থান করছেন ক্লোয়ি কার্ডাশিয়ান সোশ্যাল অ্যাকটিভিস্ট ও মডেল। ২০১৬ সালে ফিটনেস ডকুমেন্টারি ‘রিভেঞ্জ বডি উইদ ক্লোয়ি কার্ডাশিয়ান’ই তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।ইনস্টাগ্রাম থেকে তিনি প্রতি পোস্টে আয় করেন প্রায় ১ দশমিক ৩২ মিলিয়ন ডলারের বেশি।
এরপর, অর্থাৎ অষ্টম স্থানে আছেন ২০০৩–এ ‘ক্রেজি ইন লাভ’ গানের মাধ্যমে লাইম লাইটে চলে আসা পপ, আর অ্যান্ড বি ও হিপহপের মার্কিন গায়িকা বিয়ন্সে নোলেন্স। ২০২৩ সালে ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে ক্যারিয়ারে এই সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩২টি। সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান এই মার্কিন গায়িকা-অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রতি পোস্টে তাঁর আয় এক দশমিক ৩৯ মিলিয়ন ডলারের বেশি।
এই তালিকার লাকি সেভেন আরিয়ানা গ্র্যান্ডে। বর্তমান সময়ের পপ আইকন। ফোর অক্টেভ ভোকাল রেঞ্জের জন্য তিনি শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রামে ১০০ মিলিয়নের বেশি অনুসারী আছেন এবং একেকটি পোস্ট থেকে তিন আয় করেন ১ দশমিক ৬৮ মিলিয়ন ডলারের কাছাকাছি।
নাম্বার সিক্সে আছেন কিম কার্ডাশিয়ান, রিয়েলিটি শো ব্যক্তিত্ব, সমাজকর্মী ও মডেল। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টিভি সঞ্চালক হিসেবে নাম লেখান ৫৩ মিলিয়ন ডলার আয় করে। ইনস্টাগ্রামের একটি পোস্ট থেকে তিনি আয় করেন ১ দশমিক ৬৯ মিলিয়নের বেশি।
পঞ্চম স্থানে আছেন ডোয়াইন জনসন ডব্লিউডব্লিউএফ রেসলিংয়ের জন্য বিখ্যাত অভিনেতা, যাকে ‘দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান অব স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি’ বলা হয়ে থাকে। বর্তমানে ইনস্টাগ্রামের প্রতিটি পোস্ট থেকে তাঁর আয় প্রায় ১ দশমিক ৭১ মিলিয়ন।
তালিকার চতুর্থ স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলিনা গোমেজ, বার্নি অ্যান্ড ফ্রেন্ডস এখনকার জেন জিদের শৈশবের জনপ্রিয় ডিজনি সিরিজ দিয়ে তাঁর শুরু। সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে থাকেন। প্রতি ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাঁর আয় ১ দশমিক ৭৩ মিলিয়ন ডলারের কাছাকাছি।
তৃতীয় অবস্থানে আছেন সর্বকালের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। ২০১৮ সালে মেসির ফেসবুক পেজের অনুসারীই ছিল ৯ কোটি। মেসির চ্যারিটেবল ট্রাস্ট মেসি ফাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথশিশুদের আর্থিক ও সামাজিক সমস্যার সমাধান করে থাকে। ফোর্বেসের তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনারের মধ্যে আছেন। এই মুহূর্তে ইনস্টাগ্রাম থেকে আয় করেন প্রতি পোস্টে ১ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।
দ্বিতীয় অবস্থানে আছেন মডেল ও বিশ্বখ্যাত মেকআপ ব্র্যান্ডের স্বত্বাধিকারী কাইলি জেনার। তাঁর ইনস্টা অনুসারীর সংখ্যা ৩০ কোটি। কার্ডাশিয়ান ও জেনার পরিবারের সদস্যরা দাপটের সঙ্গেই রাজত্ব করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলোয়। ফোর্বস পত্রিকার বিলিয়নিয়ারদের তালিকায় ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নেন কাইলি জেনার। ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে আয় করেছেন ১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার।
তালিকায় প্রথমে অবস্থান করছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম তারকা, যাঁর ইনস্টাগ্রাম অনুসারী ২০ কোটি ছাড়িয়েছিল। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৫৫০ মিলিয়নের কাছাকাছি। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে রোনালদোর ওপর আলাদা একটি কোর্স পড়ানো হয়। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওকান্যাগান ক্যাম্পাসের ওই কোর্সের মূল প্রতিপাদ্য সমাজ ও সংস্কৃতিতে রোনালদোর প্রভাব। ইনস্টাগ্রামের প্রতি পোস্টের আয়ে শীর্ষে থাকা রোনালদোর আয় ২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।
এ ছাড়া উপমহাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের ভারতীয় তারকা বিরাট কোহলি প্রতিটি পোস্ট থেকে আয় করেন ৩ দশমিক ২ কোটি টাকা, রয়েছেন তালিকার ১৪ নম্বরে, ইনস্টাগ্রামে প্রথম ভারতীয় হিসেবে ৫০ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে কোহলির।
ভারতীয়দের মধ্যে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার ফলোয়ারের সংখ্যা ৪৯ দশমিক ৯ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা দীপিকা পাড়ুকোনের ফলোয়াড় সংখ্যা ৪৪ দশমিক ১ মিলিয়ন।
বাংলাদেশের ইনস্টাগ্রাম অনুসারীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেহজাবীন চৌধুরী; তাঁর ফলোয়ার ৫ দশমিক ৩ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে আছেন অভিনেত্রী পূর্ণিমা তাঁর ফলোয়ার ৩ দশমিক ২ মিলিয়ন এবং তৃতীয় অবস্থানে আছেন সাবিলা নুর ৩ দশমিক ১ মিলিয়ন ফলোয়ার নিয়ে।
ছবি: ইনস্টাগ্রাম