প্লাস্টিক সার্জারির জন্য সবসময় ট্রলের শিকার, এখন অর্ধেক বলিউডকেই দেখতে লাগে তাঁর মতো
শেয়ার করুন
ফলো করুন

নৃত্যশিল্পী, মডেল আর অভিনেত্রী রাখী সাওয়ান্ত। কিন্তু উলটোপালটা কথা ও কাজ আর প্লাস্টিক সার্জারি নিয়েই বেশি আলোচনায় থাকেন। তবে সারা জীবন তাঁকে ট্রল করে এখন বলিউডের অর্ধেক মানুষের চেহারাই বোটক্স, ফিলার আর প্লাস্টিক সার্জারির চিহ্ন বয়ে বেড়াচ্ছে। রাখী তো তবু অকপটে বলেন সৌন্দর্য বর্ধনের জন্য ছুরিকাঁচির নিচে নিজেকে পেতে দেওয়ার কথা। স্বীকার করতে দ্বিধা করেন না। কিন্তু বলিউডের বেশিরভাগ অভিনেত্রীরা তো প্লাস্টিক সার্জারি বা যেকোন প্রসিডিউরের কথা এরিয়েই যান সবসময়। শ্রুতি ky

১/১৩
এমন একটা মিষ্টি ন্যাচারাল চেহারা ছিল অভিনেত্রী রাখী সাওয়ান্তের
এমন একটা মিষ্টি ন্যাচারাল চেহারা ছিল অভিনেত্রী রাখী সাওয়ান্তের
বিজ্ঞাপন
২/১৩
বোটক্স, ফিলার বা প্লাস্তিক সার্জারির কথা গোপন করেন না রাখী
বোটক্স, ফিলার বা প্লাস্তিক সার্জারির কথা গোপন করেন না রাখী
বিজ্ঞাপন
৩/১৩
সব মিলে তাঁকে বেশ স্টাইলিশ লাগে মাঝে মাঝে
সব মিলে তাঁকে বেশ স্টাইলিশ লাগে মাঝে মাঝে
৪/১৩
তবে বলিউডের অনেকেই তাঁকে প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক কটাক্ষ ও ট্রল করলেও অর্ধেক বলিউড এখন কৃত্রিম চেহারা নিয়ে ঘুরছে
তবে বলিউডের অনেকেই তাঁকে প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক কটাক্ষ ও ট্রল করলেও অর্ধেক বলিউড এখন কৃত্রিম চেহারা নিয়ে ঘুরছে
৫/১৩
বোটক্স আর ফিলারে ভারাক্রান্ত চেহারা সুষ্মিতা সেনের
বোটক্স আর ফিলারে ভারাক্রান্ত চেহারা সুষ্মিতা সেনের
৬/১৩
মুখে না বললেও দেখা যাচ্ছে ঠোঁটের ফিলার
মুখে না বললেও দেখা যাচ্ছে ঠোঁটের ফিলার
৭/১৩
শাহরুখপত্নী গৌরী খান। হাসতে আসলে কষ্ট হয় এত বোটক্স প্রয়োগ করলে
শাহরুখপত্নী গৌরী খান। হাসতে আসলে কষ্ট হয় এত বোটক্স প্রয়োগ করলে
৮/১৩
শ্রুতি হাসান অবশ্য খোলামেলাই বলেন প্লাস্টিক সার্জারির কথা
শ্রুতি হাসান অবশ্য খোলামেলাই বলেন প্লাস্টিক সার্জারির কথা
৯/১৩
ঐশ্বরিয়া রাই কনফার্ম না করলেও বলে দেওয়া যায় বোটক্স আর লিপফিলারের কথা
ঐশ্বরিয়া রাই কনফার্ম না করলেও বলে দেওয়া যায় বোটক্স আর লিপফিলারের কথা
১০/১৩
প্রাণবন্ত প্রাচী দেসাইকে আজকাল মোমের পুতুলের মতো লাগে
প্রাণবন্ত প্রাচী দেসাইকে আজকাল মোমের পুতুলের মতো লাগে
১১/১৩
ষাটের নীতা আম্বানির হাসি আর গালের হনুর ফোলা আব আসলে কতটা ন্যাচারাল?
ষাটের নীতা আম্বানির হাসি আর গালের হনুর ফোলা আব আসলে কতটা ন্যাচারাল?
১২/১৩
ক্যাটরিনা কাইফের আগের ছবিগুলো দেখলেই বোঝা যাবে বোটক্স আর ফিলারের অস্তিত্ব
ক্যাটরিনা কাইফের আগের ছবিগুলো দেখলেই বোঝা যাবে বোটক্স আর ফিলারের অস্তিত্ব
১৩/১৩
সব নায়িকাদের চোখ, মুখ ,নাক একরম হয়ে যাচ্ছে। আনুশকা শর্মাও এই গড্ডালিকা প্রবাহের বাইরে থাকতে পারলেন না
সব নায়িকাদের চোখ, মুখ ,নাক একরম হয়ে যাচ্ছে। আনুশকা শর্মাও এই গড্ডালিকা প্রবাহের বাইরে থাকতে পারলেন না

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯: ৩৬
বিজ্ঞাপন