তাসনিয়া ফারিণের বিয়ের স্নিগ্ধ ও ‘সাদাসিধে’ মেকআপের নেপথ্য কাহিনি
শেয়ার করুন
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে তাসনিয়া ফারিণের বিয়ের সাজ নিয়ে আলোচনা থামছেই না। একজন তো বলেই বসেছেন, তাঁর বউ যদি এমনভাবে ‘সিম্পল’ মেকআপ না করেন, তাহলে নাকি তিনি বিয়েই করবেন না। সেই পোস্ট ভাইরাল হয়েছে। অনেক মেয়ে আবার ছেলেদের মেকআপের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘নো মেকআপ মেকআপ’ লুক বা মিনিমাল মেকআপ মানে শুধু ক্রিমের ওপর পাউডার লাগানো নয়। এমন ‘সিম্পল’ সাজের জন্য অনেক মেকআপ পণ্য ব্যবহার করতে হয়।

অনেকে মনে করেন, নো মেকআপ মেকআপ লুক বলতে একেবারে মেকআপ না করাকে বোঝায়। বিশেষ করে ছেলেরা। আদতে ব্যাপার তা নয়। সত্যি বলতে নো মেকআপ মেকআপ লুক তৈরি করা বেশ কঠিন। কারণ, আপনি মেকআপ ব্যবহার করে এমন একটি লুক তৈরি করছেন, যাতে আপনাকে দেখলে বোঝা যাবে না যে আপনি মেকআপ করেছেন। আর বিয়ের মেকআপ এমন ন্যাচারাল করা আরও ঝক্কির ব্যাপার। হাতের মুনশিয়ানা না থাকলে এত নিখুঁত মেকআপ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

তাসনিয়া ফারিণের মেকআপ করেছেন দেশের স্বনামধন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান। তিনি বেশ দক্ষ হাতে তাসনিয়া ফারিণকে তাঁর পছন্দের সাজে সাজিয়েছেন। জাহিদ খানের কাছ থেকে জানা যায় সেই কাহিনি। তিনি বলেন, ‘বিয়ের সাজ কেমন হবে এ নিয়ে বিয়ের আগে বেশ কয়েক দিন ধরে আমরা আলোচনা করছিলাম। তাসনিয়া ফারিণ ন্যাচারাল মেকআপ পছন্দ করেন। বিয়ের সাজও এমন চাচ্ছিলেন।’

এ ধরনের নো মেকআপ মেকআপ লুক বা মিনিমাল লুকের জন্য বেজ মেকআপ ঠিক রাখা জরুরি। বলা যায়, নিখুঁত মেকআপের চাবিকাঠি সঠিক বেজ মেকআপ। সাধারণত যেকোনো মেকআপে বেজ স্কিন টোনের চেয়ে এক বা দুই শেড উজ্জ্বল হয়। কিন্তু তাসনিয়া ফারিণের বেজ মেকআপ একটু ভিন্ন ধারা মেনে করা হয়েছে। জাহিদ খান বলেন, ‘মেকআপের বেজ খুব ন্যাচারাল রাখা হয়েছে। উনার স্কিন টোনের কোনো পরিবর্তন করা হয়নি।’ এই স্কিন টোনের পরিবর্তন না করে বেজ ঠিক রাখা চাট্টিখানি কথা নয়। এর জন্য বেশ কিছু ব্যাপারে খেয়াল রাখতে হয়।

বিজ্ঞাপন

বেজ মেকআপ তৈরিতে ফাউন্ডেশন ব্যবহার করতে হয়। একদম স্কিন টোনের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন খুঁজে বের করতে বেশ কাঠখড় পোড়াতে হয়। ত্বকের ধরন, শেড, আন্ডারটোন, ফিনিশ—এসব মেনে ফাউন্ডেশন বাছাই করতে হয়। ঠিক একইভাবে খুঁজে বের করতে হয় কনসিলার। ত্বকের কোনো দাগছোপ ঢাকতে ফাউন্ডেশনের পর অবশ্যই কনসিলার ব্যবহার করতে হবে। তাসনিয়া ফারিণের বেজ তৈরিতে এগুলো ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া সফট গ্ল্যাম ভাব ফুটিয়ে তুলতে গালের ওপর ও নাকের ওপর পিচ টোনের ব্লাশঅন দেওয়া হয়েছে। বেজের ওপর হাইলাইটারের ব্যবহারও হয়েছে যেমন চোখের কোনায়, গালের ওপরের হাড়ে ও থুতনিতে।

এরপর আসা যাক চোখ ও ঠোঁটের সাজে। তাসনিয়া ফারিণের বিয়ের সাজের মধ্যে চোখের মেকআপ বেশ জমকালো করা হয়েছে। চোখে ঘন করে কাজল দিয়ে চোখ আঁকা হয়েছে। সঙ্গে মাশকারাও বেশ ঘন করে দেওয়া। আইশ্যাডো হিসেবে বাদামি শিমারি আইশ্যাডো দিয়ে স্মোকিভাব ফুটিয়ে তোলা হয়েছে। একদম শেষে ঠোঁটে ন্যুড লিপস্টিক দেওয়া হয়েছে। সব মিলিয়ে চোখজুড়ানো সাজে তাসনিয়া ফারিণের থেকে চোখ সরানোই যাচ্ছে না।

ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভার-এর ফেসবুক পেইজ থেকে

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১৬: ০০
বিজ্ঞাপন