ট্রেন্ডি মনোক্রোম মেকআপে মজেছেন তারকারা
শেয়ার করুন
ফলো করুন

একরঙা মেকআপ বা মনোক্রোম, যে নামেই ডাকি না কেন, হালের ট্রেন্ডে এটা বেশ জনপ্রিয়। হলিউড, বলিউড এমনকি এদেশীয় মেকআপপ্রেমীরাও মজেছেন মনোক্রোমে। সেলিব্রিটিদের মধ্যেও অনেকেই মজেছেন একরঙা মেকআপে। মনোক্রোম মেকআপের প্রথম এবং একমাত্র শর্ত হলো ঠোঁট, চোখ এবং গালের জন্য একই রঙের প্যালেটের ব্যবহার। এই সৌন্দর্য কৌশলটি যেকোনো ঋতুর জন্যই দারুণ মানানসই। আর এর জন্য আপনাকে মেকআপবিশেষজ্ঞ হতে হবে না।

কেবল পছন্দসই শেডের মেকআপ পণ্য বেছে নিলেই হবে। মুখে মনোক্রোম ফুটিয়ে তুলতে দুটি বা তিনটি অংশে একই পণ্য ব্যবহার করলে ভালো লাগবে। চাইলে সঙ্গে আইলাইনার, মাসকারার মতো মেকআপ অনুষঙ্গও যোগ করা যেতে পারে। পিংক শেড কিংবা নব্বই দশকের অনুপ্রাণিত ব্রাউন শেডেও ফুটিয়ে তুলতে পারেন মনোক্রোম লুক। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি প্রোফাইলগুলো দেখলেই কিছুটা আন্দাজ করা যাবে মনোক্রোম ট্রেন্ড কীভাবে সবাইকে অনুপ্রাণিত করছে।  

বিজ্ঞাপন

জিজি হাদিদ

এই সুপারমডেল সব সময় ট্রেন্ডি থাকতে পছন্দ করেন। জিজিকে প্রায়ই দেখা যায় মিনিম্যাল মনোক্রোম লুকে। ন্যুড শেডের লিপস্টিক, ব্রোঞ্জার আর আইশ্যাডোর সঙ্গে তিনি চোখে পরেছেন কালো আইলাইনার ও মাসকারা।

বিজ্ঞাপন

সেলেনা গোমেজ

ছবিতে এই তারকাকে দেখা যাচ্ছে উজ্জ্বল ব্রোঞ্জ লুকে। এই মনোক্রম মেকআপ লুকের জন্য তিনি আইশ্যাডোর একটি নিউট্র্যাল ব্রোঞ্জ শেড বেছে নিয়েছেন। একরঙা ভাব তৈরি করতে একই ধরনের টোনড লিপস্টিক এবং ব্রোঞ্জারে সেজেছেন তিনি। আর চোখে মাসকারা ব্যবহার করে সাজে এনেছেন পরিপূর্ণতা।

আলিয়া ভাট

আলিয়াকেই বলা যায় একরঙা মেকআপ লুকের রানি। কখনো লাইট পিংক, কখনো ন্যুড, আবার কখনো পিচ শেডে দেখা যায় তাঁকে। ছবিতে আলিয়াকে দেখা যাচ্ছে লাইট পিচ শেডের মনোক্রোম লুকে। তিনি তাঁর পিচি ঠোঁটকে একই রকম আইশ্যাডো আর ব্লাশন দিয়ে এক করেছেন। আর শেষে যোগ করেছেন মাসকারা।

কিয়ারা আদভানি

সাজে বাড়াবাড়ি নয়, বরং এই নায়িকা মিনিম্যাল ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু আগেই। তাই এবার চেহারায় মনোক্রোম ভাব ফুটিয়ে তুলতে চোখ, ঠোঁট ও গালে রেখেছেন মিনিম্যাল ব্রোঞ্জের ছোঁয়া। আর সবশেষে সাজ সম্পূর্ণ করতে তিনি মাসকারায় মনোযোগ দিয়েছেন বেশি।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন