কেমন কাটছে নওশাবার ঈদ
শেয়ার করুন
ফলো করুন

মেয়ে প্রকৃতির আবদারে পাহাড়ি খাবারের আয়োজন করেছেন এবার ঈদে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নানা ধরনের খাবার নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন এই সৃজনশীল শিল্পী।

প্রতিবারই একেক ধরনের কুইজিন রান্না করা হয় ঈদে। মেয়ের পছন্দের লাচ্ছা সেমাই ও গাজরের ডেজার্টও করা হয়েছে। আর মা তো করেছেনই সবার জন্য নানা ধরনের মজার মজার খাবার।

বিজ্ঞাপন

ছোটবেলার ঈদের কথা বলতে গিয়ে স্মৃতিমেদূর হয়ে উঠলেন নওশাবা। সেই স্মৃতির বড় অংশ জুড়ে তাঁর বাবা। তিনি আজ কয়েক বছর হলো। চলে গিয়েছেন সবাইকে ছেড়ে৷ সেই শূন্যতা আসলে পূরণ হওয়ার নয়। নওশাবার কাছ থেকে জানা হলো ঈদের স্মৃতিমাখা গল্প।

ঈদের সকালে সবাই মিলে খাওয়ার টেবিলে বসে নাশতা করা। বাবা গিয়ে নিয়ে আসতেন ঘর থেকে লাজুক ছোট নওশাবাকে। আগের রাতে বাবা নিজেই মেহেদী দিয়ে দিতেন তাঁর ছোট হাত দুটিতে। সেই মেহেদী নিয়েই ঘুমিয়ে পড়তেন নওশাবা৷ সকালে উঠলে মা হাতে শর্ষের তেল ঘষে দিতেন। ফুটে উঠত মেহেদীর উজ্জ্বল রং।  সেই রং আর সুবাস নওশাবার খুব প্রিয় স্মৃতি। গন্ধবিলাসী তিনি। তাই তো ছোটবেলার ঈদের গল্প বলতে গিয়ে মন পড়ল সেমাইয়ের সুঘ্রাণ আর গোসল করে বের হলে মায়ের গায়ের মিষ্টি গন্ধের কথা। সব ছাপিয়ে বাবাকে খুব মনে পড়ে তাঁর ঈদ এলেই।


কিছুদিন আগে মায়ের দেওয়া পোশাকই পরবেন নওশাবা এবার ঈদে। নিজের জন্য কিছু কেনেন নি। তার চেয়ে বরং সবাইকে ঈদে উপহার দিতে ভালোবাসেন এই অভিনেত্রী। সেজন্যই তিনি আলাদা।

ছবি: কাজী নওশাবা

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৮: ৩৬
বিজ্ঞাপন