নতুন বউ শোভিতার বিয়ের যত সাজ
শেয়ার করুন
ফলো করুন

চলতি বছরের আগস্ট মাসেই বাগদান সেরেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগা চৈতন্য ও বলিউড তারকা শোভিতা ধুলিপালা। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন। অবশেষে তেলেগু ঐতিহ্যমতে প্রাক্‌-বিবাহের আচার-অনুষ্ঠান সারেন তাঁরা। এরপর গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। তেলেগু মতেই বিয়ে সারলেন নাগা ও শোভিতা। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। হলুদ থেকে বিয়ে—সব অনুষ্ঠানেই শোভিতাতে লাগছিল লাস্যময়ী সুন্দর। দীর্ঘাঙ্গী, আকর্ষণীয়, শ্যামবর্ণা শোভিতা এখন বলিউডের নতুন ফ্যাশনিস্তা হিসেবে বেশ সাড়া জাগিয়েছেন। ইন্সটাগ্রাম থেকে পাওয়া হলুদ ও বিয়ের ছবিগুলো দেখে আসি চলুন ।

১/৯
হলুদের অনুষ্ঠানে ‘টারমেরিক ইয়ালো’ রঙের শাড়ি পরেছিলেন শোভিতা । সঙ্গে একই ফেব্রিকের স্ট্রেপলেস ব্লাউজ। বিশেষ নজর কাড়ছে আকর্ষণীয় সোনার গয়নাগুলো
হলুদের অনুষ্ঠানে ‘টারমেরিক ইয়ালো’ রঙের শাড়ি পরেছিলেন শোভিতা । সঙ্গে একই ফেব্রিকের স্ট্রেপলেস ব্লাউজ। বিশেষ নজর কাড়ছে আকর্ষণীয় সোনার গয়নাগুলো
বিজ্ঞাপন
২/৯
সফট টোনের মেকআপ আর হাফ-টাইড হেয়ারডুতে অন্যরকম সুন্দর লাগছিল এদিন তাঁকে
সফট টোনের মেকআপ আর হাফ-টাইড হেয়ারডুতে অন্যরকম সুন্দর লাগছিল এদিন তাঁকে
বিজ্ঞাপন
৩/৯
হলুদের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল শোভিতা
হলুদের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল শোভিতা
৪/৯
প্রাক্‌–বিয়ের অনুষ্ঠানে তিনি বেছে নিয়েছেন সোনালি কাজের ঐতিহ্যবাহী লাল শাড়ি  । সঙ্গে জুটি হয়েছে চুড়ি স্লিভ ব্লাউজ  ।
প্রাক্‌–বিয়ের অনুষ্ঠানে তিনি বেছে নিয়েছেন সোনালি কাজের ঐতিহ্যবাহী লাল শাড়ি । সঙ্গে জুটি হয়েছে চুড়ি স্লিভ ব্লাউজ ।
৫/৯
ভারী মেকআপকে একদম না বলে দিয়েছিলেন শোভিতা । সফট টোনের ন্যুড মেকআপে আকর্ষণ কাড়ছে কাজলকালো চোখ আর কপালের লাল টিপ
ভারী মেকআপকে একদম না বলে দিয়েছিলেন শোভিতা । সফট টোনের ন্যুড মেকআপে আকর্ষণ কাড়ছে কাজলকালো চোখ আর কপালের লাল টিপ
৬/৯
আকর্ষণীয় এই শাড়ির সঙ্গে শোভিতা বেছে নিয়েছিলেন ভারী চোকার, ঝুমকা, টিকলি, বাজু আর চুড়ি ।
আকর্ষণীয় এই শাড়ির সঙ্গে শোভিতা বেছে নিয়েছিলেন ভারী চোকার, ঝুমকা, টিকলি, বাজু আর চুড়ি ।
৭/৯
বিয়েতেও দুজনকে দেখা গেছে ঐতিহ্যবাহী লুকে। সোনালি সুতায় বোনা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে তেলেগু ঐতিহ্যবাহী সোনার গয়নায় শোভিতা। নাগার পরনে ছিল সাদা ধুতি–পাঞ্জাবি।
বিয়েতেও দুজনকে দেখা গেছে ঐতিহ্যবাহী লুকে। সোনালি সুতায় বোনা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে তেলেগু ঐতিহ্যবাহী সোনার গয়নায় শোভিতা। নাগার পরনে ছিল সাদা ধুতি–পাঞ্জাবি।
৮/৯
বিয়ের সাজেও শোভিতার প্রথম পছন্দ মিনিমাল মেকআপ
বিয়ের সাজেও শোভিতার প্রথম পছন্দ মিনিমাল মেকআপ
৯/৯
নবদম্পতির সঙ্গে নাগা চৈতন্যের বাবা নাগার্জুন
নবদম্পতির সঙ্গে নাগা চৈতন্যের বাবা নাগার্জুন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০: ০৮
বিজ্ঞাপন