চলতি বছরের আগস্ট মাসেই বাগদান সেরেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগা চৈতন্য ও বলিউড তারকা শোভিতা ধুলিপালা। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন। অবশেষে তেলেগু ঐতিহ্যমতে প্রাক্-বিবাহের আচার-অনুষ্ঠান সারেন তাঁরা। এরপর গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। তেলেগু মতেই বিয়ে সারলেন নাগা ও শোভিতা। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। হলুদ থেকে বিয়ে—সব অনুষ্ঠানেই শোভিতাতে লাগছিল লাস্যময়ী সুন্দর। দীর্ঘাঙ্গী, আকর্ষণীয়, শ্যামবর্ণা শোভিতা এখন বলিউডের নতুন ফ্যাশনিস্তা হিসেবে বেশ সাড়া জাগিয়েছেন। ইন্সটাগ্রাম থেকে পাওয়া হলুদ ও বিয়ের ছবিগুলো দেখে আসি চলুন ।