২০২৪-এর প্রথম বলিউড কনে হচ্ছেন এই স্টাইলিশ অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের বিয়ে মানেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে তার সব আয়োজন। আর অতি সম্প্রতি চমকপ্রদ ঘোষণা এল এ নিয়ে। ২০২৪ সালের প্রথম বলিউড কনে হতে যাচ্ছেন বি-টাউনের স্টাইলিশ অভিনেত্রী রাকুলপ্রীত সিং। আগামী ২২ ফেব্রুয়ারী ভারতের গোয়ায় বলিউড প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাকুল প্রীত। ২০২১ সাল থেকেই এই কিউট জুটি দুজনে দুজনার হয়ে আছেন। বলিউড সুন্দরী রাকুল প্রীত সিংয়ের মায়াময় মুখশ্রী, মিষ্টি হাসি আর চমৎকার ফিগার-সব মিলে কনে হিসেবে যে তিনি সবার নজর কাড়বেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবারে তবে রাকুল প্রীতের ইন্সটাগ্রামে থেকে নেওয়া ছবিগুলোতে তাঁর বিভিন্ন স্টাইলিশ লুক দেখে নেওয়া যাক।

১/৯
অফ দ্য শোল্ডার প্যাস্টেল পিংক গাউনে টেনে বাঁধা চুলে গয়নার বাহুল্য নেই রাকুল প্রীত সিংয়ের।
অফ দ্য শোল্ডার প্যাস্টেল পিংক গাউনে টেনে বাঁধা চুলে গয়নার বাহুল্য নেই রাকুল প্রীত সিংয়ের।
বিজ্ঞাপন
২/৯
সাবেকি স্টাইলের উজ্জ্বল নীল হাই থাই স্লিট গাউনের অফ দ্য শোল্ডার ডিজাইনের সঙ্গে নেকপিসটি দারুণ মানিয়েছে রাকুল প্রীতকে।
সাবেকি স্টাইলের উজ্জ্বল নীল হাই থাই স্লিট গাউনের অফ দ্য শোল্ডার ডিজাইনের সঙ্গে নেকপিসটি দারুণ মানিয়েছে রাকুল প্রীতকে।
বিজ্ঞাপন
৩/৯
কাঁধ খোলা ডিজাইন যেন রাকুল প্রীতের সিগনেচার স্টাইল। কারুকাজ করা লাল শিয়ার ফেব্রিকের টু-পিসের সঙ্গে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন সাদা পাথরের চোকার।
কাঁধ খোলা ডিজাইন যেন রাকুল প্রীতের সিগনেচার স্টাইল। কারুকাজ করা লাল শিয়ার ফেব্রিকের টু-পিসের সঙ্গে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন সাদা পাথরের চোকার।
৪/৯
এখানেও অফ দ্য শোল্ডার। কিন্তু স্টাইলিশ রূপালি স্ট্রাইপের কালো জাম্পস্যুট। পনিটেইলটাও মানানসই রাকুল প্রীতের।
এখানেও অফ দ্য শোল্ডার। কিন্তু স্টাইলিশ রূপালি স্ট্রাইপের কালো জাম্পস্যুট। পনিটেইলটাও মানানসই রাকুল প্রীতের।
৫/৯
নুডল স্ট্র্যাপের সংক্ষিপ্ত টপের সঙ্গে ল্যাভেন্ডার স্কার্টে হাস্যোজ্জ্বল রাকুল প্রীত সিং।
নুডল স্ট্র্যাপের সংক্ষিপ্ত টপের সঙ্গে ল্যাভেন্ডার স্কার্টে হাস্যোজ্জ্বল রাকুল প্রীত সিং।
৬/৯
এ বছররের ট্রেন্ডি শিয়ার ফেব্রিকের সিকুইনড শাড়ির ট্রেন্ডে রাকুল প্রীত।
এ বছররের ট্রেন্ডি শিয়ার ফেব্রিকের সিকুইনড শাড়ির ট্রেন্ডে রাকুল প্রীত।
৭/৯
দেশি লুকে চোখ জুড়ানো সাজপোশাকে এই হবু কনে নজর কাড়ছেন খুব। সোনালি ব্লাউজ, লাল বেনারসি আর চান্দবালি স্টাইল দুলে অনন্যা রাকুল প্রীত।
দেশি লুকে চোখ জুড়ানো সাজপোশাকে এই হবু কনে নজর কাড়ছেন খুব। সোনালি ব্লাউজ, লাল বেনারসি আর চান্দবালি স্টাইল দুলে অনন্যা রাকুল প্রীত।
৮/৯
আকর্ষণীয় আইভরি লেহেঙ্গায় স্টাইলিশ রাকুল প্রীত সিং। কনে হিসেবে কী পরবেন তিনি, সেটা এখনও কল্পনার পর্যায়েই আছে।
আকর্ষণীয় আইভরি লেহেঙ্গায় স্টাইলিশ রাকুল প্রীত সিং। কনে হিসেবে কী পরবেন তিনি, সেটা এখনও কল্পনার পর্যায়েই আছে।
৯/৯
হবু বর-কনে জ্যাকি ভাগনানি আর রাকুল প্রীত সিংয়ের বিয়ের অপেক্ষায় এখন ভক্তরা।
হবু বর-কনে জ্যাকি ভাগনানি আর রাকুল প্রীত সিংয়ের বিয়ের অপেক্ষায় এখন ভক্তরা।
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১৩: ২১
বিজ্ঞাপন