বলিউডের বিয়ে মানেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে তার সব আয়োজন। আর অতি সম্প্রতি চমকপ্রদ ঘোষণা এল এ নিয়ে। ২০২৪ সালের প্রথম বলিউড কনে হতে যাচ্ছেন বি-টাউনের স্টাইলিশ অভিনেত্রী রাকুলপ্রীত সিং। আগামী ২২ ফেব্রুয়ারী ভারতের গোয়ায় বলিউড প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রাকুল প্রীত। ২০২১ সাল থেকেই এই কিউট জুটি দুজনে দুজনার হয়ে আছেন। বলিউড সুন্দরী রাকুল প্রীত সিংয়ের মায়াময় মুখশ্রী, মিষ্টি হাসি আর চমৎকার ফিগার-সব মিলে কনে হিসেবে যে তিনি সবার নজর কাড়বেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবারে তবে রাকুল প্রীতের ইন্সটাগ্রামে থেকে নেওয়া ছবিগুলোতে তাঁর বিভিন্ন স্টাইলিশ লুক দেখে নেওয়া যাক।