প্রকৃতির মাঝে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী অর্ষা
শেয়ার করুন
ফলো করুন

সদ্য বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। প্রকৃতির মাঝে, রঙ্গিন নিশান টানিয়ে নবদম্পত্তি ঘর বেঁধেছেন নতুন এক ঠিকানার। তাঁদের বিয়ের ছবিগুলো একবার দেখে আসা যাক। ছবি তুলেছেন বাধন মাহমুদ

১/৭
ভরা পৌষে, প্রকৃতির মাঝে প্রিয় মানুষটির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নাজিয়া হক অর্ষা
ভরা পৌষে, প্রকৃতির মাঝে প্রিয় মানুষটির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নাজিয়া হক অর্ষা
বিজ্ঞাপন
২/৭
খুনসুটিতে ভরে উঠুক আগামী জীবন। ভক্তরা জানিয়েছেন শুভকামনা
খুনসুটিতে ভরে উঠুক আগামী জীবন। ভক্তরা জানিয়েছেন শুভকামনা
বিজ্ঞাপন
৩/৭
বিয়ের সাজপোশাক সব মেয়েরই পরম আরাধ্যের। অভিনেত্রী ছেড়ে রাখা চুলের মাঝ সিঁথিতে পরেছেন সাদা রঙের কাঁচা ফুল। মেরুন আর সোনালির ডুয়েল টোন বেনারসির সঙ্গে কনুই হাতা ব্লাউজে অর্ষা যেন অপ্সরা
বিয়ের সাজপোশাক সব মেয়েরই পরম আরাধ্যের। অভিনেত্রী ছেড়ে রাখা চুলের মাঝ সিঁথিতে পরেছেন সাদা রঙের কাঁচা ফুল। মেরুন আর সোনালির ডুয়েল টোন বেনারসির সঙ্গে কনুই হাতা ব্লাউজে অর্ষা যেন অপ্সরা
৪/৭
বর পরেছেন সনাতনী স্টাইলের সাদা পাঞ্জাবি-পায়জামা। অন্যদিকে নতুন বউয়ের মিনিমাল সাজে ফুটে উঠেছে কাজল টানা চোখ, ন্যুড লিপস্টিক আর কপালে আঁকা লাল টিপ ও নকশা
বর পরেছেন সনাতনী স্টাইলের সাদা পাঞ্জাবি-পায়জামা। অন্যদিকে নতুন বউয়ের মিনিমাল সাজে ফুটে উঠেছে কাজল টানা চোখ, ন্যুড লিপস্টিক আর কপালে আঁকা লাল টিপ ও নকশা
৫/৭
গলায় পরা দুই লহরের কড়ির নেকপিস, কানে সোনার দুল আর দুই হাতে লাল চুড়িতে অর্ষার বিয়ের সাজ পেয়েছে পূর্ণতা।  
গলায় পরা দুই লহরের কড়ির নেকপিস, কানে সোনার দুল আর দুই হাতে লাল চুড়িতে অর্ষার বিয়ের সাজ পেয়েছে পূর্ণতা।
৬/৭
প্রকৃতির কোলে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে যাওয়ার দিন আজ।
প্রকৃতির কোলে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে যাওয়ার দিন আজ।
৭/৭
নবদম্পতির জন্য হালফ্যাশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা
নবদম্পতির জন্য হালফ্যাশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৪
বিজ্ঞাপন