ছোটবেলায় বাবার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে গত বছরই মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পাকাপোক্তভাবে অভিষেক হয়েছে আলিজেহ অগ্নিহোত্রীর। ২৩ বছর বয়সী এই জেন–জি তারকা বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানের ভাগনি। অভিনয়ের পাশাপাশি আলিজেহর স্টাইল সেন্সও খুব তুখোড়। তাঁর ইনস্টাগ্রামে একবার ঢুঁ মারলেই ফ্যাশনিস্তাদের মন ভালো হয়ে যাবে নিশ্চিত। সেখান থেকে নির্বাচিত কিছু লুক রইল পাঠকদের জন্য।