এই অভিনেতার মিষ্টি হাসি ঝড় তুলেছে ওটিটি থেকে শুরু করে নেটপাড়ায়। সব রমণীর মনেও বিশেষ জায়গা করে নিয়েছেন। বয়স মাত্র ২৮ বছর। নেই স্টারকিডের তকমা। তবে এর মধ্যেই হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। নেপালি বংশোদ্ভূত এই যুবককে বড় পর্দায় আগে বেশ কয়েকবার দেখা গেলেও তিনি মূলত পরিচিতি পেয়েছেন ওটিটির মাধ্যমে। রোহিত ও প্রযক্তা কোলি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘মিসম্যাচড’ দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয়। ডিম্পল আর ঋষির মতো সম্পর্কের সমীকরণ চাইছেন সবাই। অনেকে আবার চাইছেন ঋষির মতো কেয়ারিং ও আন্ডারস্ট্যান্ডিং একজন সুদর্শন পুরুষ যেন হন তাঁদের জীবনসঙ্গী। এই ঋষি আর কেউ নন, পর্দায় রোহিত সরফ নিজেই। শুধু পর্দায় নন, রোহিত কিন্তু বাস্তবেও ভীষণ স্টাইলিশ। চলুন তবে দেখে নিই এ যুগের হার্টথ্রবের কিছু লুক।