রমণীদের হৃদয়ে এখন রাজত্ব করছেন যিনি: ওটিটির হার্টথ্রব রোহিত সরফের যত লুক
শেয়ার করুন
ফলো করুন

এই অভিনেতার মিষ্টি হাসি ঝড় তুলেছে ওটিটি থেকে শুরু করে নেটপাড়ায়। সব রমণীর মনেও বিশেষ জায়গা করে নিয়েছেন। বয়স মাত্র ২৮ বছর। নেই স্টারকিডের তকমা। তবে এর মধ্যেই হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। নেপালি বংশোদ্ভূত এই যুবককে বড় পর্দায় আগে বেশ কয়েকবার দেখা গেলেও তিনি মূলত পরিচিতি পেয়েছেন ওটিটির মাধ্যমে। রোহিত ও প্রযক্তা কোলি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘মিসম্যাচড’ দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয়। ডিম্পল আর ঋষির মতো সম্পর্কের সমীকরণ চাইছেন সবাই। অনেকে আবার চাইছেন ঋষির মতো কেয়ারিং ও আন্ডারস্ট্যান্ডিং একজন সুদর্শন পুরুষ যেন হন তাঁদের জীবনসঙ্গী। এই ঋষি আর কেউ নন, পর্দায় রোহিত সরফ নিজেই। শুধু পর্দায় নন, রোহিত কিন্তু বাস্তবেও ভীষণ স্টাইলিশ। চলুন তবে দেখে নিই এ যুগের হার্টথ্রবের কিছু লুক।

১/১৪
পাতার এমব্রয়ডারি ও মিরর ওয়ার্ক করা কালো পাঞ্জাবিতে মন কাড়ছেন রোহিত। ক্ল্যাসিক কালো পাঞ্জাবি বলে কথা! তাঁর এক কানে ঝলমলিয়ে উঠছে ডায়মন্ড স্টাড।
পাতার এমব্রয়ডারি ও মিরর ওয়ার্ক করা কালো পাঞ্জাবিতে মন কাড়ছেন রোহিত। ক্ল্যাসিক কালো পাঞ্জাবি বলে কথা! তাঁর এক কানে ঝলমলিয়ে উঠছে ডায়মন্ড স্টাড।
বিজ্ঞাপন
২/১৪
এমব্রয়ডারি করা ডেনিম শ্যাকেট ও ম্যাচিং ডেনিম প্যান্টে দারুণ স্টাইলিশ লাগছে তাঁকে। সঙ্গে পরেছেন হোয়াইট টি-শার্ট। পায়ের সাদা স্নিকার্স জোড়া পুরো লুকে এনে দিচ্ছে সামঞ্জস্য।
এমব্রয়ডারি করা ডেনিম শ্যাকেট ও ম্যাচিং ডেনিম প্যান্টে দারুণ স্টাইলিশ লাগছে তাঁকে। সঙ্গে পরেছেন হোয়াইট টি-শার্ট। পায়ের সাদা স্নিকার্স জোড়া পুরো লুকে এনে দিচ্ছে সামঞ্জস্য।
বিজ্ঞাপন
৩/১৪
সাদা চিকনকারি কাজের উজ্জ্বল হলুদ শেরওয়ানিতে ছড়াচ্ছেন হলুদ আভা।
সাদা চিকনকারি কাজের উজ্জ্বল হলুদ শেরওয়ানিতে ছড়াচ্ছেন হলুদ আভা।
৪/১৪
ফোল্ডেড স্লিভসের নীল টি-শার্ট পরে হেসেছেন দুষ্টু-মিষ্টি হাসি। হাতে নজর কাড়ছে রিস্টব্যান্ড।
ফোল্ডেড স্লিভসের নীল টি-শার্ট পরে হেসেছেন দুষ্টু-মিষ্টি হাসি। হাতে নজর কাড়ছে রিস্টব্যান্ড।
৫/১৪
ক্ল্যাসিক ব্ল্যাক টি-শার্ট ও প্যান্টে উষ্ণতা বাড়াচ্ছেন তিনি।
ক্ল্যাসিক ব্ল্যাক টি-শার্ট ও প্যান্টে উষ্ণতা বাড়াচ্ছেন তিনি।
৬/১৪
নীল শার্টের সঙ্গে পরেছেন স্টাইলিশ ডিসট্রেসড ডেনিম প্যান্ট। পরনের কালো জুতা পুরো লুকে বৈপরীত্য এনেছে।
নীল শার্টের সঙ্গে পরেছেন স্টাইলিশ ডিসট্রেসড ডেনিম প্যান্ট। পরনের কালো জুতা পুরো লুকে বৈপরীত্য এনেছে।
৭/১৪
রোহিতের পরনে এমবেলিশমেন্ট করা কালো ব্লেজারটি বেশ ট্রেন্ডি।
রোহিতের পরনে এমবেলিশমেন্ট করা কালো ব্লেজারটি বেশ ট্রেন্ডি।
৮/১৪
কিউবান কলারের হালকা হলুদ রঙের শার্টে মুগ্ধ করছেন তিনি। সঙ্গে পরেছেন গ্যাবার্ডিন শর্টস।
কিউবান কলারের হালকা হলুদ রঙের শার্টে মুগ্ধ করছেন তিনি। সঙ্গে পরেছেন গ্যাবার্ডিন শর্টস।
৯/১৪
ক্ল্যাসিক হোয়াইট টি-শার্ট ও ব্লু ডেনিমের সঙ্গে পরেছেন রঙিন হাফ সোয়েটার।
ক্ল্যাসিক হোয়াইট টি-শার্ট ও ব্লু ডেনিমের সঙ্গে পরেছেন রঙিন হাফ সোয়েটার।
১০/১৪
স্যুটের অল ব্লু লুকে হার্টথ্রব রোহিত।
স্যুটের অল ব্লু লুকে হার্টথ্রব রোহিত।
১১/১৪
কিউবান কলারের সাদা শার্টে অ্যাপ্লিকে করা আছে হৃদয়ের নকশা। এভাবেই হৃদয় হরণ করছেন!
কিউবান কলারের সাদা শার্টে অ্যাপ্লিকে করা আছে হৃদয়ের নকশা। এভাবেই হৃদয় হরণ করছেন!
১২/১৪
পাঞ্জাবির শোভাবর্ধনে রোহিতকে মাত দেওয়া এত সহজ কাজ নয়। মিরর ওয়ার্ক করা সাদা পাঞ্জাবিতে নজর কাড়ছেন তিনি।
পাঞ্জাবির শোভাবর্ধনে রোহিতকে মাত দেওয়া এত সহজ কাজ নয়। মিরর ওয়ার্ক করা সাদা পাঞ্জাবিতে নজর কাড়ছেন তিনি।
১৩/১৪
মোগলসম্রাটের সাজে সেজেছেন রোহিত। সঙ্গে রানির বেশে আছেন তাঁর ‘ডিম্পল’ প্রযক্তা। মিসম্যাচডের ফটোশুটে এভাবেই ফ্রেমবন্দী হয়েছিলেন তাঁরা।
মোগলসম্রাটের সাজে সেজেছেন রোহিত। সঙ্গে রানির বেশে আছেন তাঁর ‘ডিম্পল’ প্রযক্তা। মিসম্যাচডের ফটোশুটে এভাবেই ফ্রেমবন্দী হয়েছিলেন তাঁরা।
১৪/১৪
ভালোবাসার লাল রঙে শেষ দানেও করলেন বাজিমাত।
ভালোবাসার লাল রঙে শেষ দানেও করলেন বাজিমাত।
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২: ০০
বিজ্ঞাপন