সাফা মারুয়া নামটি বাংলাদেশের মডেলিং জগতে এখন বেশ পরিচিত। করপোরেট জগতে দক্ষতার সঙ্গে ক্যারিয়ার গড়েছেন তিনি। আবার মডেলিং করছেন সমান ব্যস্ততায়। সাফা মারুয়া এর মধ্যেই দিলেন আরেকটি চমকপ্রদ খবর। সম্প্রতি জানা গেল, এই রূপসী ও স্টাইলিশ মডেল বাংলাদেশের চলচ্চিত্রজগতের সুপারস্টার শাকিব খানের আসন্ন মুভি ‘দরদ’-এর মাধ্যমে পদার্পণ করছেন রুপালি পর্দার জগতে। ফেব্রুয়ারির প্রথম দিনেই ফেসবুকে এক পোস্টে তিনি জানান, ‘“দরদ” আমার প্রথম সিনেমা। “দরদ”–এ কাজ করে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার, যা হয়তো এ মুহূর্তে আমি কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারব না।’ নির্মাতা অরণ্য মাহবুবও এ মুভিতে সাফা মারুয়ার পর্দায় উপস্থিতি ও কাজের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। ইতিমধ্যে সাফা মারুয়া বিভিন্ন মাধ্যমে মডেলিং করে সবার নজরে এসেছেন ও প্রশংসিত হচ্ছেন। এবার এই প্রতিভাবান মডেল ও অভিনেত্রীর নানা স্টাইলিশ লুক দেখে নেওয়া যাক ফেসবুকে পাওয়া ছবিগুলো থেকে।