সাগরপারে গেলে কী পরেন টয়া
শেয়ার করুন
ফলো করুন

অবকাশযাপনে সবারই অন্যতম পছন্দ সমুদ্রসৈকত। আমাদের প্রিয় তারকাদের বেলায়ও তার ব্যতিক্রম ঘটে না। প্রায়ই দেখা যায় সাগরপারে বেড়াতে গিয়ে নানা সাজপোশাকে তাঁরা ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এদিক থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া বেশ এগিয়ে। সমুদ্রে বেড়াতে ভালোবাসেন তিনি। ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিতে দেখে নেওয়া যাক সাগরের তীরে বেড়াতে গিয়ে টয়া কী পরেন। এসব লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।

১/৯
সাদা ফুল পাতার প্রিন্টের নীল ম্যাক্সি ড্রেস পরেছেন টয়া। কোমরের কাছের কাটআউট প্যাটার্ন লুকে যোগ করেছে ভিন্ন আবেদন। মিনিমাল মেকআপের সঙ্গে হাতে পরেছেন একটি সাদা পুঁতির ব্রেসলেট আর চোখে স্টাইলিশ ক্যাট আই সানগ্লাস। খোলা চুলে বেশ ফুরফুরে আমেজেই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি।
সাদা ফুল পাতার প্রিন্টের নীল ম্যাক্সি ড্রেস পরেছেন টয়া। কোমরের কাছের কাটআউট প্যাটার্ন লুকে যোগ করেছে ভিন্ন আবেদন। মিনিমাল মেকআপের সঙ্গে হাতে পরেছেন একটি সাদা পুঁতির ব্রেসলেট আর চোখে স্টাইলিশ ক্যাট আই সানগ্লাস। খোলা চুলে বেশ ফুরফুরে আমেজেই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
২/৯
ফ্লোরাল স্লিভলেস মিডি ড্রেসের সঙ্গে লেয়ার করে পরেছেন কুশিকাটার ফুলস্লিভ কোটি। চোখে সাদা রিম সানগ্লাস
ফ্লোরাল স্লিভলেস মিডি ড্রেসের সঙ্গে লেয়ার করে পরেছেন কুশিকাটার ফুলস্লিভ কোটি। চোখে সাদা রিম সানগ্লাস
বিজ্ঞাপন
৩/৯
সমুদ্রবিলাসে আপনিও চাইলে টয়ার মতো বেছে নিতে পারেন সবুজ-নীল বাটিকের শাড়ি।
সমুদ্রবিলাসে আপনিও চাইলে টয়ার মতো বেছে নিতে পারেন সবুজ-নীল বাটিকের শাড়ি।
৪/৯
অভিনেত্রীর অল ব্ল্যাক লুকে নজর কাড়ছে কালো টি–শার্ট, শর্টস আর পায়ে পরা স্টাইলিশ ক্রকস
অভিনেত্রীর অল ব্ল্যাক লুকে নজর কাড়ছে কালো টি–শার্ট, শর্টস আর পায়ে পরা স্টাইলিশ ক্রকস
৫/৯
খুব সুন্দর একটা কো-অর্ড পরেছেন টয়া এই লুকে। নানা রঙের সুতার কাজ করা স্লিভলেস টপ আর স্কার্টের সঙ্গে জুটি হয়েছে সাদা জুতা
খুব সুন্দর একটা কো-অর্ড পরেছেন টয়া এই লুকে। নানা রঙের সুতার কাজ করা স্লিভলেস টপ আর স্কার্টের সঙ্গে জুটি হয়েছে সাদা জুতা
৬/৯
ট্রপিক্যাল প্রিন্টের চোখজুড়ানো মিডি জামায় সুন্দরী টয়া ফ্রেমে ধরা দিয়েছেন
ট্রপিক্যাল প্রিন্টের চোখজুড়ানো মিডি জামায় সুন্দরী টয়া ফ্রেমে ধরা দিয়েছেন
৭/৯
অভিনেত্রীর স্টাইলিশ লাল জামায় ফুটে উঠেছে সাদা হার্ট মোটিফ। এর সঙ্গে পায়ে পরেছেন সাদা স্ট্রেপি জুতা। শোভা বাড়িয়েছে ফুলের হেয়ারব্যান্ড।
অভিনেত্রীর স্টাইলিশ লাল জামায় ফুটে উঠেছে সাদা হার্ট মোটিফ। এর সঙ্গে পায়ে পরেছেন সাদা স্ট্রেপি জুতা। শোভা বাড়িয়েছে ফুলের হেয়ারব্যান্ড।
৮/৯
এই লুকে টয়াকে দেখা যাচ্ছে সবুজ থিমের আউটফিটে। রুশড ডিটেলের স্ট্রেপলেস বডিকন ড্রেস পরেছেন তিনি। এর ওপর লেয়ার করেছেন হালকা জলপাই রঙের শার্ট। তাতেই যেন টয়ার লুকে প্রকাশ পেয়েছে ‘বিচ ভাইব’।
এই লুকে টয়াকে দেখা যাচ্ছে সবুজ থিমের আউটফিটে। রুশড ডিটেলের স্ট্রেপলেস বডিকন ড্রেস পরেছেন তিনি। এর ওপর লেয়ার করেছেন হালকা জলপাই রঙের শার্ট। তাতেই যেন টয়ার লুকে প্রকাশ পেয়েছে ‘বিচ ভাইব’।
৯/৯
ট্রপিক্যাল প্রিন্টের আকর্ষণ ছড়ানো আউটফিটে টয়া। সঙ্গে পরেছেন ক্যাট আই সানগ্লাস
ট্রপিক্যাল প্রিন্টের আকর্ষণ ছড়ানো আউটফিটে টয়া। সঙ্গে পরেছেন ক্যাট আই সানগ্লাস
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন