এবার দুর্গাপূজায় ঢালিউডের সুন্দরী তারকা অভিনেত্রী পূজা চেরির শাড়ি বেশ নজর কেড়েছিল মন্দিরে দেবী দর্শনের ছবিগুলোতে। সেই হালকা শেওলা সবুজ শাড়িটিতেই মনের মতো করে সেজে মোহনীয় ভঙ্গিমায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এবার পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে।
পূজার পরনের শেওলা সবুজ র সিল্ক বা প্রচলিত নামে সিল্ক মসলিনের ওপরে ঘিয়া বর্ডার ঘেঁষে নিখুঁত গোলাপি ফুলেল এমব্রয়ডারি করা। বুটিগুলো ঘিয়া রঙের। ম্যাচিং ব্লাউজের পিঠ খোলা, ট্যাসেল বাঁধা ডিজাইন আবেদন বাড়িয়েছে পুরো লুকের।
দুই হাতে সবুজ হলুদ রেশমি চুড়ি। কানে ও গলায় একদম ট্র্যাডিশনাল সোনার গয়না। ঝুমকা আর হারে লুকে এসেছে পূর্ণতা। মাঝসিঁথি করে দুই পাশে স্ট্র্যান্ড রেখে হালকা হাতে খোঁপা করা চুল। চুলের এক পাশের তাজা গোলাপের গোছার সুবাস যেন ছবিতেই পাওয়া যাচ্ছে। চোখে মাশকারা আর আইলাইনারের সঙ্গে শিমার দেওয়া তামাটে আইশ্যাডো।
ছোট লাল টিপ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ সাজে অনন্য লাগছে পূজাকে। হাতের বিমূর্ত ডিজাইনের ছোট ট্যাটু চোখে পড়ছে। তবে বিভিন্ন ভঙ্গিমায় তোলা পূজা চেরির ছবিগুলোয় মোহনীয় হাসি আর খুনসুটির আমেজই মন কাড়ছে ভক্তদের।