করসেট স্টাইল এখনও জোরেশোরেই রাজত্ব করছে ফ্যাশন দুনিয়ায়। তবে মুম্বাইয়ের আলট্রা বিলাসবহুল বিপণিকেন্দ্র জিও প্লাজার উদ্বোধন অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের করসেট বডিসের গাউনটি যেন একটু বেশিই নজরকাড়া। এমনিতে আলিয়াকে ইদানিং প্যাস্টেল শেডে দেখা যাচ্ছিল বেশি। লালেও চোখ ধাঁধিয়েছেন সম্প্রতি।
কিন্তু কালচে বাদামি এই গৌরব গুপ্ত ওত কতুর কালেকশনের পোশাকটিতে আলিয়াকে অন্যরকম সুন্দর লাগছে, একবাক্যে বলছেন সবাই। বলা হচ্ছে, এদিন এ লাল গালিচা যেন আলিয়ার ফ্যাশন রানওয়ে উঠেছে তিনি পা রাখতেই।
ইন্সটাগ্রামে পোস্ট করার সময় আলিয়া লিখেছেন নাইট আউট। জমকালো এই রাতের আয়োজনে সাজপোশাকের দিক থেকে কোনোই ত্রুটি রাখেননি এই বলিউড দিভা৷
ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার গৌরব গুপ্তের গাউনটির সিলোয়েট বাজিমাত করে দিয়েছে একেবারে। গাঢ় বাদামি করসেটে স্যাটিন রিব দেওয়া৷ ফুলেল ডিটেইলিং দেওয়া লেয়ারড ঘেরটি করসেটের মতো একই রকম শরীর আঁকড়ে ধরা টাইটসের ওপরে সেট করা।
স্ট্র্যাপবিহীন নেকলাইন থাকলেও আলিয়া গলায় কিছু পরেননি। সোনালি কানের দুল আর আংটি মানিয়ে গেছে উষ্ণ টোনের গাউনের সঙ্গে৷ মিনিমাল আমেজের গাউনের সঙ্গে মেকওভার আর চুলেও রূপসজ্জার পরিভাষায় কেয়ারফুলি কেয়ারলেস ভাব অর্থাৎ কোথাও একটু সচেতনভাবে অসচেতনতার ছাপ রেখেছেন তিনি।
মেসি বা অগোছালো ঢেউ খেলানো স্টাইলে ছেড়ে রাখা চুল, মাঝসিঁথি করে একপাশে এনে রাখা৷ নিউট্রাল টোনের মেক ওভারে উজ্জ্বলতা বেড়েছে আরও আলিয়ার ত্বকে। চোখে তামাটে শিমার, স্যটিন ফিনিশের ন্যুড ঠোঁট। গালের উঁচু হাড়ে হাইলাইটার চোখে পড়ছে। সব মিলে আলিয়ার ভাটের এ লুকটি রীতিমতো প্রশংসায় ভাসছে।
ছবি: ইন্সটাগ্রাম