তিনি এখনও সেই পূর্ণিমা
শেয়ার করুন
ফলো করুন

রূপালী পর্দার জনপ্রিয় আর অনিন্দ্যসুন্দরী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার সৌন্দর্যে এতটুকু যেন ভাটা পড়ার নাম নেই সময়ের সঙ্গে৷ 

আমাদের দেশের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে সর্বকালের সবচেয়ে সুন্দরী হিসেবে দিলারা হানিফ পূর্ণিমার নাম আসবেই। সেই ১৯৯৮ সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা এই প্রতিভাবান অভিনেত্রী তাঁর সাবলীল পর্দা উপস্থিতি দিয়ে সকল শ্রেণির দর্শকের মন জয় করে আসছেন দুই দশকের বেশি সময় ধরে। ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার মনের মাঝে তুমি ছবিটি দিয়ে তো তিনি সকলের হৃদয়ের রানি বনে যান। মেঘের পরে মেঘ ছবির জন্য পেয়েছেন চলচ্চিত্র পুরস্কারও। তবে অভিনয় প্রতিভার পাশাপাশি তাঁর বয়সকে হার মানানো রূপ নিয়ে আলোচনা চলতেই থাকে। এবার আমাদের সকলের প্রিয় চিরহরিৎ অভিনেত্রী পূর্ণিমার সাম্প্রতিক কিছু সাজপোশাকের ছবি দেখে নেওয়া যাক তবে৷ আর ছবিগুলো একটি কথাই বলছে। তা হলো,  তিনি এখনও সেই পূর্ণিমা।  

বিজ্ঞাপন
১/৮
ঐতিহ্যবাহী লাল শাড়ির সাজে সবসময়ের মতোই নজর কাড়ছেন পূর্ণিমা
ঐতিহ্যবাহী লাল শাড়ির সাজে সবসময়ের মতোই নজর কাড়ছেন পূর্ণিমা
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
২/৮
চাঁদের মতো হাসি যার,তাঁকে তো পূর্ণিমাই বলতে হয়
চাঁদের মতো হাসি যার,তাঁকে তো পূর্ণিমাই বলতে হয়
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৩/৮
হেয়ারকালার নিয়ে মাঝে মাঝে নিরীক্ষা চালান পূর্ণিমা। মানিয়ে যায় সবকিছুতেই তাঁকে।
হেয়ারকালার নিয়ে মাঝে মাঝে নিরীক্ষা চালান পূর্ণিমা। মানিয়ে যায় সবকিছুতেই তাঁকে।
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৪/৮
ঝলমলে ন্যাচারল চুল আর সফট গ্ল্যাম মেকওভারে যেকোনো দাওয়াতের মধ্যমণি তিনি এ কথা বলে দেওয়া যায়
ঝলমলে ন্যাচারল চুল আর সফট গ্ল্যাম মেকওভারে যেকোনো দাওয়াতের মধ্যমণি তিনি এ কথা বলে দেওয়া যায়
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৫/৮
চশ্মায় ক্যাজুয়াল লুকে ধরা দেন তিনি মাঝে মাঝে
চশ্মায় ক্যাজুয়াল লুকে ধরা দেন তিনি মাঝে মাঝে
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৬/৮
একটু বিশেষ সাজেও তিনি অপরূপা। গায়ে হলুদের থিমের এই লুকটি তাই বলছে
একটু বিশেষ সাজেও তিনি অপরূপা। গায়ে হলুদের থিমের এই লুকটি তাই বলছে
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৭/৮
নীল সালোয়ার কামিকে স্বভাব্জাত স্মিত হাসিতে সুন্দরী পূর্ণিমা
নীল সালোয়ার কামিকে স্বভাব্জাত স্মিত হাসিতে সুন্দরী পূর্ণিমা
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
৮/৮
রোদ থাকলে রোদচশমা তো লাগবেই। আর যোগ হবে বাড়তি স্টাইল
রোদ থাকলে রোদচশমা তো লাগবেই। আর যোগ হবে বাড়তি স্টাইল
ছবি: পূর্ণিমার ইনস্টাগ্রাম থেকে
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১৬: ০০
বিজ্ঞাপন