পূজার আমেজে পূজা চেরি
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের অন্যতম আকর্ষণ তাঁদের সাজপোশাকে। সে হোক যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এয়ারপোর্ট লুক কিংবা ভ্রমণ। সবকিছুতেই তাঁরা স্টাইলিশ আর ফিটফাট। বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূজা চেরিও এ ব্যাপারে বেশ সচেতন। তাঁর সাজপোশাকের প্রতি ফ্যাশনিস্তাদের রয়েছে বিশেষ আগ্রহ। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে রঙিন সাজপোশাকে। লাল হলুদ রঙের জমকালো লেহেঙ্গা পরে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। আর সেই ছবিগুলো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ প্রশংসাও পেয়েছে তাঁর সাম্প্রতিক লুক।

ডিজাইনার ক্লদিং কালেকশন নিকাহ বাই কিবরিয়া রাতুলের পোশাক পরেছেন তিনি। লাল আর সোনালি সুতার কাজের টপের সঙ্গে হলুদরঙা বটম পরেছেন অভিনেত্রী। বটমের জমিনে নীল গোলাপি ছাড়াও নানা রঙের জিগজ্যাগ প্যাটার্নের কাজ ফুটে ওঠেছে; রয়েছে সুতার কাজের ফুল–পাতার মোটিফও। সেখানে সুতা ছাড়াও অলংকৃত হয়েছে জমিনে বসানো ডালার।

বিজ্ঞাপন

এর সঙ্গে অভিনেত্রী একপাশে স্টাইল করে নিয়েছেন খুব সুন্দর একটি সোনালি-কলমা ফেদার দেওয়া ওড়না। তবে তাঁর আউটফিটের সৌন্দর্য বাড়াতে কোমরে বেছে নিয়েছেন বিছা স্টাইলের পাথর বসানো বেল্ট।

আউটফিটের পাশাপাশি অভিনেত্রীর সাজেও ফুটে উঠেছে জমকালো ছোঁয়া। পোশাকের সঙ্গে মিল রেখে তাঁর মেকআপ করেছেন মেকওভার বাই মাসুদ রনি স্টুডিও। লেন্স পরা চোখের সাজে প্রাধান্য পেয়েছে কমলা, সোনালি আর প্যারট গ্রিন শেডের আইশ্যাডো। এর ওপর মোটা করে আঁকা হয়েছে কাজল। সুসজ্জিত ভ্রু যুগলের মাঝখানে ছোট গোলাপি টিপ পরেছেন ঠোঁটের লিপস্টিকের সঙ্গে মিলিয়ে। খুব সুন্দর একটা নাকফুলও পরেছেন পূজা চেরি।

তাঁর মেকআপে আরও ফুটে উঠেছে গোলাপি ব্লাশঅন আর হাইলাইটার। দেখে বোঝা যায়, মন ভরে সেজেছেন অভিনেত্রী। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছেন সোনালি, সাদা পাথরের ভারী নেকপিস, কানের দুল। আর মাথায় খোঁপা করে মাঝসিঁথিতে পরেছেন টিকলি। অভিনেত্রীর চুলের সাজে সৌন্দর্য বাড়িয়েছে খোঁপায় পরা সাদা ফুল। সাজ এখানেই শেষ নয়। তাঁর দুই হাতে শোভা পাচ্ছে লাল-কমলার মিশেলে রঙিন চুড়ি। সব মিলিয়ে লাস্যময়ী এই অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে। পূজার যেকোনো দিনের লুক হিসেবে পূজা চেরির এই সাজপোশাক বেছে নেওয়া যায়।

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন