অল্প কয়েক বছরেই বলিউডে আলাদা এক অবস্থান গড়ে নিয়েছেন তাপসী পান্নু। অভিনয়-দক্ষতার সঙ্গে সঙ্গে তাঁর ন্যাচারাল মিনিমাল মেকআপের লুক, একঢাল কোঁকড়া চুল আর সহজাত হাসির জন্য তিনি সবার প্রিয়। বিভিন্ন সময় তাঁর নিজস্ব ঘরানার খেয়ালি ফ্যাশনের প্রকাশ আমরা নানা লুকের মাধ্যমে দেখতে পাই। অন্যদিকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁকে আমরা শাড়ি বা এথনিক পোশাকেই বেশি দেখে থাকি। বিশেষ করে ‘সীতা রামম’ সিনেমায় তাঁর বৈচিত্র্যময় শাড়ির লুক একেবারেই আইকনিক ছিল। তবে এই সুন্দরী অভিনেত্রী নিজেকে একটি ইমেজে বন্দী দেখতে চান না একেবারেই। নিজেকে ভেঙে গড়া আর লুককে ঢেলে সাজানোর প্রয়াস স্পষ্ট ফুটে ওঠে তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা সব ছবিতে। আজ এই দুই স্টাইলিশ সু–অভিনেত্রীর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁদের বিশেষ কিছু লুকের ছবি।