দিশা পাটানির যত দেশি রূপ
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি সবসময়ই এগিয়ে। এই গ্ল্যামারাস ডিভা যা পরেন তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা পাটানি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিভিন্ন চোখ ধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে বিকিনি, ড্রেস, গাউন, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে দিশা প্রায়ই দেশি লুকে ধরা দিচ্ছেন ক্যামেরায়। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর বোল্ড শাড়ির লুক আলোচনায় আসছে বারবার। এবার দেশি লুকে দিশা পাটানির নানা রূপ দেখে নেওয়া যাক। ছবিগুলো এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৭
দিশা পাটানির সবুজ স্যাটিনের শাড়িতে সরু সোনালি পাড়। চিকন স্ট্র্যাপের ব্লাউজ একই ফেব্রিকের।
দিশা পাটানির সবুজ স্যাটিনের শাড়িতে সরু সোনালি পাড়। চিকন স্ট্র্যাপের ব্লাউজ একই ফেব্রিকের।
বিজ্ঞাপন
২/৭
শিমার এফেক্ট দেওয়া প্যাস্টেল পিচ রঙা শিফন শাড়ির সঙ্গে রূপালি সিকুইনের স্ট্র্যাপ দেওয়া ব্লাউজ পরেছেন দিশা। শাড়িতে সরু জরির কাজ বর্ডারে।
শিমার এফেক্ট দেওয়া প্যাস্টেল পিচ রঙা শিফন শাড়ির সঙ্গে রূপালি সিকুইনের স্ট্র্যাপ দেওয়া ব্লাউজ পরেছেন দিশা। শাড়িতে সরু জরির কাজ বর্ডারে।
বিজ্ঞাপন
৩/৭
দিশার এই শিয়ার ফেব্রিকের গোলাপি শাড়িটিতে লাইন করে সিকুইন আর গোলাপি বিডস বসানো। আকর্ষণীয় ব্লাউজটি সিকুইনের।
দিশার এই শিয়ার ফেব্রিকের গোলাপি শাড়িটিতে লাইন করে সিকুইন আর গোলাপি বিডস বসানো। আকর্ষণীয় ব্লাউজটি সিকুইনের।
৪/৭
সুপালি ঝিলিমিলি সিকুইনের ফেব্রিকের লেহেঙ্গায় মনোক্রোম স্টাইলে সেজেছেন দিশা এখানে। গয়নাও একই রঙের।
সুপালি ঝিলিমিলি সিকুইনের ফেব্রিকের লেহেঙ্গায় মনোক্রোম স্টাইলে সেজেছেন দিশা এখানে। গয়নাও একই রঙের।
৫/৭
সাদা-রূপালিতে প্রায়ই দেখা যায় দিশা পাটানিকে। এখানে স্ট্র্যাপলেস সাহসী ডিজাইনের ব্লাউজের সঙ্গে গাউনের ট্রেনের মতো শাড়ির আঁচল ছেড়ে রাখা।
সাদা-রূপালিতে প্রায়ই দেখা যায় দিশা পাটানিকে। এখানে স্ট্র্যাপলেস সাহসী ডিজাইনের ব্লাউজের সঙ্গে গাউনের ট্রেনের মতো শাড়ির আঁচল ছেড়ে রাখা।
৬/৭
দিশার লাল শাড়িটি রেডি টু ওয়্যার ডিজাইনের। নিচে ফ্রিল ডিটেইলিং ট্রেন্ডি খুব। ব্লাউজে জমকালো সোনালি এম্ব্রয়ডারি।
দিশার লাল শাড়িটি রেডি টু ওয়্যার ডিজাইনের। নিচে ফ্রিল ডিটেইলিং ট্রেন্ডি খুব। ব্লাউজে জমকালো সোনালি এম্ব্রয়ডারি।
৭/৭
আবার রূপালিতে নজর কাড়লেন দিশা। সাহসী রকমের গভির নেকলাইনের স্লিভলেস ব্লাউজ। শাড়িটি ট্রেন্ডি নিটেড ফেব্রিকের।
আবার রূপালিতে নজর কাড়লেন দিশা। সাহসী রকমের গভির নেকলাইনের স্লিভলেস ব্লাউজ। শাড়িটি ট্রেন্ডি নিটেড ফেব্রিকের।
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬: ৩৭
বিজ্ঞাপন