বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি সবসময়ই এগিয়ে। এই গ্ল্যামারাস ডিভা যা পরেন তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা পাটানি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিভিন্ন চোখ ধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে বিকিনি, ড্রেস, গাউন, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে দিশা প্রায়ই দেশি লুকে ধরা দিচ্ছেন ক্যামেরায়। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর বোল্ড শাড়ির লুক আলোচনায় আসছে বারবার। এবার দেশি লুকে দিশা পাটানির নানা রূপ দেখে নেওয়া যাক। ছবিগুলো এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।