মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি এবার প্রদর্শিত হচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।এ উপলক্ষে জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে রয়েছেন কানাডায়। অভিনয়শিল্পী হিসেবে এই সিনেমায় তিনি অংশ নিয়েছেন শেখ হাসিনা চরিত্রে। চলচ্চিত্র উৎসবের বেশকিছু সুন্দর মুহূর্তের ছবি অভিনেত্রী শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। চিত্রনায়ক আরিফিন শুভকেও দেখা যাচ্ছে তাঁর সঙ্গে । সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো এখন ভাইরাল বলা চলে।
প্রতিটি উপলক্ষেই স্টাইলিশ নুসরাত ফারিয়ার থাকে বিশেষ লুক। চলচ্চিত্র উৎসবে এই অভিনেত্রী বেছে নিয়েছিলেন ‘অল হোয়াইট’ আউটফিট। শ্বেতশুভ্র স্নিগ্ধ এই লুকের ছবি তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা বেশ পছন্দ করেছেন। সাদা ব্লেজারের সঙ্গে তিনি পরেছেন সিগারেট কাটের ম্যাচিং প্যান্ট আর পায়ে বেইজ রঙের হিল। এই আউটফিটের বিশেষ জায়গা জুড়ে রয়েছে কোমরে পড়া সাদা চওড়া লেদারের বেল্ট। এর সঙ্গে অভিনেত্রী সেজেছেন ন্যাচারাল লুকে। মেকআপে নজর কেড়েছে ডাস্টি পিংকের আধিপত্য।
লিপস্টিক, ব্লাশ অন আর আইশ্যাডোর ক্ষেত্রে অভিনেত্রী প্রাধান্য দিয়েছেন একই রং। মনোক্রম টোনের এই সাজের সঙ্গে চোখে লেন্স পরে দিয়েছেন আইলাইনার আর মাশকারা। সবশেষে মেকআপে গ্লসি ভাব আর ফাইনাল টাচ হিসেবে অভিনেত্রী যোগ করেছেন হাইলাইটার। ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছেন চুল, পরেছেন আংটিও। অনুষঙ্গ হিসেবে অভিনেত্রী বেছে নিয়েছেন সুন্দর একটা গোলাপি মিনি শোল্ডার ব্যাগ।
এর পরের আউটফিটেও অভিনেত্রী প্রাধান্য দিয়েছেন সাদা রং। এই লুকে তাঁকে দেখা যাচ্ছে সাদা শার্ট আর প্যান্টে। লুজ ফিটিং সাদা শার্টের সঙ্গে টাক করে পরেছেন হাইওয়েস্ট ম্যাচিং প্যান্ট।
এখানেও বেশ স্নিগ্ধ লাগছে অভিনেত্রীকে। কানে পরেছেন মুক্তার দুল, সাজে রয়েছে মিনিমাল ছোঁয়া। গোলাপি গ্লসি লিপস্টিকের সঙ্গে হালকা ব্লাশ অন আর মাশকারায় সেজেছেন তিনি। চুলগুলো ছেড়ে স্টাইল করেছেন কালো চশমার সঙ্গে। আর হাতে পরেছেন বেশ কয়েকটি আংটি।
অভিনেত্রী তৃতীয় লুকে বেছে নিয়েছেন আকর্ষণীয় একটি আউটফিট। পকেটসহ ন্যুড বা বেইজ রঙের স্লিভলেস মিডি জামার কাটিংটাও বেশ সুন্দর। ডিপ নেক এই পোশাকের ওপর অভিনেত্রী লেয়ারিং স্টাইল করতে পরেছেন ম্যাচিং ব্লেজার।
মেকআপেও বেশ নজর কেড়েছেন তিনি। গোলাপি লিপস্টিক, ব্লাশ অন আর মাশকারায় সেজেছেন অভিনেত্রী। কানে পরেছেন স্টাড আর চুল অর্ধেক ছেড়ে রেখেছেন। সবশেষে অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন কালো রেট্রো চশমা।
ছবি: ইনস্টাগ্রাম