ওয়েস্টার্ন সাজপোশাকে কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের টেলিভিশনজগতের জনপ্রিয় ও চর্চিত মুখ কেয়া আক্তার পায়েল। তবে কেয়া পায়েল নামেই তাঁকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। বিভিন্ন রকম সাজপোশাকে তাঁকে দেখা যায় প্রায়ই। সম্প্রতি তিনটি ওয়েস্টার্ন আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

কালো মিডি জামায়

প্রথম লুকে দেখা যাচ্ছে অভিনেত্রী বেছে নিয়েছেন নিট মিডি ড্রেস। কালো রঙের হাফস্লিভ এই আউটফিটের সাইট স্লিট কাট বাড়িয়েছে সৌন্দর্য। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে খুব সুন্দর আর কিউট হার্ট শেপের পাথর বসানো মিনিব্যাগ। একদম মিনিমাল মেকআপে সেজেছেন অভিনেত্রী। ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক আর চোখে কালো আইলাইনার। ছেড়ে রাখা চুলের সঙ্গে কানে পড়েছেন সোনালি হুপ দুল। আর আঙুলে শোভা পাচ্ছে নানা ধরনের আংটি। এই পুরো লুকের সঙ্গে অভিনেত্রী পায়ে পড়েছেন কালো স্লিপার।

বিজ্ঞাপন

সবুজ কো–অর্ডে

হাল ফ্যাশনে কো-অর্ড বিশেষ জায়গা দখল করেছে এখন। নানা স্টাইলের কো-অর্ড ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা। কেয়া পায়েল বেছে নিয়েছেন প্যারোট গ্রিন বা টিয়া সবুজ রঙের অসাধারণ একটি কো-অর্ড। এই আউটফিটের বিশেষ দিক হলো, এটা পুরোটাই সিকুইনসজ্জিত। ওপরের অংশে অভিনেত্রী পরেছেন স্লিভলেস টপ আর বটমে হাই ওয়েস্ট সাইড স্লিট স্কার্ট। তিনি সেজেছেন একদম মিনিমাল মেকআপে। আর সবশেষে ছেড়ে রেখেছেন চুল।

স্লিভলেস গাউনে

এই লুকে অভিনেত্রী পরেছেন ডার্ক পিঙ্ক স্লিভলেস গাউন। ছেড়ে রাখা চুল আর মিষ্টি হাসি তাঁর লুকের শোভা বাড়িয়েছে। অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে কানে পরেছেন সোনালি হুপ দুল আর আংটি। মিনিমাল মেকআপেও তাঁকে বেশ সুন্দর লাগছে।

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন