সাদা-কালো মিডি জামা পরেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আউটফিটটির আকর্ষণীয় দিক হলো, এক পাশে রয়েছে কালো ফেব্রিকের ডিজাইন, আরেক পাশে দৃষ্টি কেড়েছে সাদা-কালো মিশ্রণের জেব্রা প্রিন্ট। স্যুট স্টাইলে নেকের নিচ পর্যন্ত রয়েছে সারি সারি ১০টি সোনালি বোতাম। পোশাকের লং স্লিভ পাফি হাতাও বেশ সৃজনশীল। এর সঙ্গে মেহজাবীন সেজেছেন বেশ সিম্পলভাবে, যা তাঁর লুককে করেছে আরও আভিজাত্যময়।
সাইড সিঁথি করে লো স্লিক পনিটেল করেছেন অভিনেত্রী। ম্যাট ফিনিশ মেকআপে যোগ হয়েছে ন্যুড পিংক লিপস্টিক, সোনালি আইশ্যাডোর ওপর আলতো করে আঁকা কালো আইলাইনার আর সবশেষে একটুখানি হাইলাইটার। সাজ পরিপূর্ণ করতে মেহজাবীন বেছে নিয়েছেন সোনালি হুপ কানের দুল। আর পুরো মেকআপটি তিনি করেছেন এলিগেন্ট মেকওভার থেকে। সাজ পোশাকের সঙ্গে মানানসই জুতার কোনো তুলনা হয় না। তাই অভিনেত্রী পরেছেন সাদা-কালো পয়েন্টেড হিল।এই ছিল তাঁর সিম্পল কিন্তু এলিগেন্ট ওয়েস্টার্ন লুক।
সময়ের আরেক জনপ্রিয় ফ্যাশনিস্তা অভিনেত্রী তানজিন তিশা। প্রায়ই বিভিন্ন লুকের ছবি প্রকাশ করেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেছে আকর্ষণীয় জ্যাকার্ড সিল্ক শাড়িতে। শাড়ির রংটাও বেশ মানিয়েছে অভিনেত্রীকে। হালকা গোলাপি আর সোনালি-ডুয়েল টোনের এই শাড়িটি ফ্যাশন হাউস স্টাইল ওয়ার্ল্ড বিডির। শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে ম্যাচিং ব্লাউজ। তবে গর্জিয়াস ভাব আনতে ব্লাউজের নেকে শোভা বাড়িয়েছে সোনালির ওপর ডলার ও সিকুইন বসানো সুন্দর লেইস।
অভিনেত্রীকে একনজরে দেখে মনে হচ্ছে যেন বাঙালি বার্বি। পোশাকের পাশাপাশি তাঁর সাজ, গয়নাতেও রয়েছে গোলাপি টোনের ছোঁয়া। অভিনেত্রী গয়না হিসেবে শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন বড় ঝুলানো আকর্ষণীয় কানপাশা আর হাতে একগুচ্ছ চুড়ি ও আংটি। মেকআপে প্রাধান্য পেয়েছে মনোক্রম টোন। গোলাপি লিপগ্লস, ব্লাশ অন আর চোখে একই শেডের আইশ্যাডোর ওপর সুন্দর করে আঁকা আইলাইনার। সবশেষে ছোট সাদা পাথরের টিপ তানজিন তিশার লুক করেছে পরিপূর্ণ। আর মাঝ সিঁথি করা চুলে করেছেন স্লিক বান।