মায়ের শাড়ি আর ফুলের মুকুটে অনন্যা স্বস্তিকা
শেয়ার করুন
ফলো করুন

প্রত্যেক মেয়ের শাড়িকথন শুরু হয় মায়ের শাড়ি দিয়েই। ছোটবেলায় মিছেমিছি গায়ে জড়ানো, আরেকটু বড় হলে জীবনে প্রথম শাড়ি পরার অনুভূতি আর মা আকাশের তারা হয়ে গেলে তাঁর শাড়িতে গায়ের সুবাস খুঁজে ফেরা—মায়ের শাড়ির আবেদন চিরন্তন। আর ভারতের সৃজনশীল ডিজাইনার ব্র্যান্ড পরমা সেই অনুভূতির সার্থক প্রতিফলন ঘটিয়েছে তাদের বিশেষ সংগ্রহে।

এ জন্য তারা মিউজ হিসেবে বেছে নিয়েছে শাড়ি পরাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। তাঁর মা গোপা মুখার্জির তাঁতে বোনা সুতি আর তসর শাড়িগুলোকে রিক্রিয়েট করেছে পরমা। ৩০ থেকে ৪০ বছরের পুরোনো এ ক্ল্যাসিক শাড়িগুলো এখন আর দেখা যায় না তেমন। মায়ের শাড়ি নামের এ কালেকশনের শাড়িতে স্বস্তিকা সত্যিই অনন্যা।

বিজ্ঞাপন

সম্বলপুরি ইক্কত পাড়ের সঙ্গে জরিদার বুটি আর আঁচলের অফ হোয়াইট শাড়ির সঙ্গে পাফড হাতার চেক প্যাটার্নের বাটন আপ কালো ব্লাউজের বর্ডারে তেমনই পাড় বসানো। গোলাপি হেডপিসে বনেটের মতো নেট আর হলদে গোলাপি ফুল।


সে যুগে অত্যন্ত স্টাইলিশ কিছু শাড়ির অর্ধেক এক রং আর বাকি অর্ধেক অন্য রঙে বোনা হতো। এমনই এক অনন্য লাল-সাদা ছয় গজ বস্ত্রখণ্ডে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। পুরো শাড়িতেই সোনালি জরির সূক্ষ্ম বুনন। ওপরের কোরা শেডের সাদা অংশে ফুলেল প্যাটার্ন। নিচের লাল অংশে ক্ল্যাসিক জরির চেক। বাড়াবাড়ি রকমের সাহসী আর গভীর নেকলাইনের লাল ব্লাউজ, রেট্রো স্টাইলের গোলগাল রোদচশমায় ফুলেল বর্ডার আর কালো ক্যাপে লাল ফুলের গুচ্ছ। লুকে পূর্ণতা এসেছে বুকের কাছে জোড়া মৌমাছির চেইন ক্লিপে।

বিজ্ঞাপন

শরতের মেঘের মতো সাদা ধুতির থানে চিকন পাড়ে ক্ল্যাসিক আম কলকা আর ফুল বোনানো। কিন্তু চোখে পড়ার মতো পটপৌরি স্টাইলের শুকনা ফুলের ডিটেইলিং দেওয়া বড় হেডপিস আর উজ্জ্বল বাসন্তী হলুদ থ্রি–কোয়ার্টার ব্লাউজ শাড়ির আবেদন বাড়িয়েছে।


আটপৌরে লাল পেড়ে গোলাপি শাড়িটি লেয়ারিংয়ের কাজ করেছে লাল–বেগুনি ইক্কত আর চিকনকারি ফেব্রিকের সমন্বয়ে তৈরি গভীর নেকলাইনের ফ্রক ব্লাউজে। এখানে হেডপিসটি ফুলের মালার আমেজ দিচ্ছে।

চওড়া পাড়ের লাল–সাদা তাঁতের শাড়ির সঙ্গে আরামদায়ক আর স্টাইলিশ সবুজ স্লিভলেস ব্লাউজ, গলায় নাটকীয় বড় ট্রাইবাল আমেজের নেকপিস আর মাথায় যথারীতি ফুলের মুকুট।


কখনো আধুনিকা, কখনো রাজেন্দ্রাণী আবার কখনো শক্তিময়ী দেবী, এমনকি চিরচেনা বাঙালি বউয়ের রূপে ধরা দিয়েছেন স্বস্তিকা মুখার্জি পরমার মায়ের শাড়ি সিরিজের শাড়িগুলোয়। নারী তো এমনই। দশভুজা আর সৌন্দর্যের বৈচিত্র্যময়তায় সমৃদ্ধ।

ছবি: পরমা ও স্বস্তিকার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০২: ১০
বিজ্ঞাপন