দেশি শাড়িতে বেশি সুন্দর রুনা খান
শেয়ার করুন
ফলো করুন

সুঅভিনেত্রী রুনা খানের অভিনয় দক্ষতা আর মায়াময় মুখশ্রীর জন্য সবসময়ই তিনি জনপ্রিয়। পেয়েছেন জাতীয় পুরষ্কারসহ সহ বহু সম্মাননা। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস নতুন করে ফিরে পাওয়া রুনা খানকে বিভিন্ন গ্ল্যামারাস অবতারে দেখা যায়। তবে তার মাঝে দেশি শাড়িতেই তাঁকে যেন একটু বেশি সুন্দর লাগে। আর এই অভিনেত্রী সবসময়ই দেশি শাড়িতেই নিজেকে সাজিয়ে মনোমুগ্ধকর সব লুকে ধরা দেন ক্যামেরায়। রুনা খানের দেশি শাড়ির সাজের সুন্দর ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১০
পিচ রঙা জামদানিটি আড়ংয়ের। নান্দনিক নকশার ছিমছাম শাড়ির সঙ্গে রুনা খান পরেছেন কয়েক লহরের মুক্তার মালা ও ছোট ঝোলানো মুক্তার দুল।
পিচ রঙা জামদানিটি আড়ংয়ের। নান্দনিক নকশার ছিমছাম শাড়ির সঙ্গে রুনা খান পরেছেন কয়েক লহরের মুক্তার মালা ও ছোট ঝোলানো মুক্তার দুল।
বিজ্ঞাপন
২/১০
সাদামাটা হেয়ারস্টাইল ওঃ মেক-আপের সঙ্গে ফ্যাশন হাবের সাদা জামদানি, ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর মুক্তার দুলে অনন্যা রুনা।
সাদামাটা হেয়ারস্টাইল ওঃ মেক-আপের সঙ্গে ফ্যাশন হাবের সাদা জামদানি, ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর মুক্তার দুলে অনন্যা রুনা।
বিজ্ঞাপন
৩/১০
কাল মানেই জমকালো। প্রিয় ব্র্যান্ড ফ্যাশন হাব থেকে নেওয়া এই শাড়িটির সঙ্গে তাই বেশি কিছু করেননি রুনা খান। স্লিভলেস ব্লাউজ আর বিনা গয়নার লুকেই নজর কাড়ছেন তিনি।
কাল মানেই জমকালো। প্রিয় ব্র্যান্ড ফ্যাশন হাব থেকে নেওয়া এই শাড়িটির সঙ্গে তাই বেশি কিছু করেননি রুনা খান। স্লিভলেস ব্লাউজ আর বিনা গয়নার লুকেই নজর কাড়ছেন তিনি।
৪/১০
রুনা খানের এই চোখ জুড়ানো ফিরোজা জামদানিটি রূপকথা ব্র্যান্ডের। দারুণ ডিজাইনের ম্যাচিং স্যাটিন ব্লাউজে হল্টার নেক আর গভীর সুইটহার্ট নেকলাইন।
রুনা খানের এই চোখ জুড়ানো ফিরোজা জামদানিটি রূপকথা ব্র্যান্ডের। দারুণ ডিজাইনের ম্যাচিং স্যাটিন ব্লাউজে হল্টার নেক আর গভীর সুইটহার্ট নেকলাইন।
৫/১০
রংধনু শেড দেওয়া সাদা মসলিন শাড়িটি সোনিয়া রহমানের ফ্যাশনার্স  ফ্লেম থেকে নেওয়া। রুনা খান এর সঙ্গে পরেছেন সিকুইন দেওয়া স্লিভলেস সাদা ব্লাউজ  আর প্রিয় মুক্তার দুল। মেক-আপ মিনিমাল।
রংধনু শেড দেওয়া সাদা মসলিন শাড়িটি সোনিয়া রহমানের ফ্যাশনার্স ফ্লেম থেকে নেওয়া। রুনা খান এর সঙ্গে পরেছেন সিকুইন দেওয়া স্লিভলেস সাদা ব্লাউজ আর প্রিয় মুক্তার দুল। মেক-আপ মিনিমাল।
৬/১০
ফ্যাশন হাবের ঝলমলে বেগুনি জামদানিতে জরির নিখুঁত কাজ। ম্যাচিং ব্লাউজ, মুক্তার চোকার, টেনে বাঁধা চুলে সাদা ফুল-সব মিলে মুগ্ধ করছেন রুনা খান।
ফ্যাশন হাবের ঝলমলে বেগুনি জামদানিতে জরির নিখুঁত কাজ। ম্যাচিং ব্লাউজ, মুক্তার চোকার, টেনে বাঁধা চুলে সাদা ফুল-সব মিলে মুগ্ধ করছেন রুনা খান।
৭/১০
রুনা খানের খুব প্রিয় এই লাল জামদানিটি। ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর হাতে বেলিফুল রয়েছে। সঙ্গে নিয়েছেন সুন্দর একটি সাদা বটুয়া।
রুনা খানের খুব প্রিয় এই লাল জামদানিটি। ম্যাচিং স্লিভলেস ব্লাউজ আর হাতে বেলিফুল রয়েছে। সঙ্গে নিয়েছেন সুন্দর একটি সাদা বটুয়া।
৮/১০
পালং খ্যিয়ং-এর নীলচে-ধূসর মণিপুরি শাড়ির সঙ্গে সাদা স্লিভলেস ব্লাউজে চোখ জুড়াচ্ছেন রুনা খান।
পালং খ্যিয়ং-এর নীলচে-ধূসর মণিপুরি শাড়ির সঙ্গে সাদা স্লিভলেস ব্লাউজে চোখ জুড়াচ্ছেন রুনা খান।
৯/১০
কফি রঙা শাড়িটি ফ্যাশন ব্র্যান্ড কালার্স অফ দ্য চরসের প্রাকৃতিক রঙে রাঙানো। মানানসই ব্লাউজ আর সফট গ্ল্যাম মেক-ওভারে নজরকাড়া রুনা খান।
কফি রঙা শাড়িটি ফ্যাশন ব্র্যান্ড কালার্স অফ দ্য চরসের প্রাকৃতিক রঙে রাঙানো। মানানসই ব্লাউজ আর সফট গ্ল্যাম মেক-ওভারে নজরকাড়া রুনা খান।
১০/১০
সাদা কালো-এর এই শাড়ির সাজকে অন্য মাত্রায় নিয়ে গেছে রুনা খানের বডি ল্যাঙুয়েজ, স্নিকার্স, রোদ চশমা আর চোখে পড়ার মতো ঝোলানো অক্সিডাইজড দুল।
সাদা কালো-এর এই শাড়ির সাজকে অন্য মাত্রায় নিয়ে গেছে রুনা খানের বডি ল্যাঙুয়েজ, স্নিকার্স, রোদ চশমা আর চোখে পড়ার মতো ঝোলানো অক্সিডাইজড দুল।
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০২: ৩২
বিজ্ঞাপন