সুঅভিনেত্রী রুনা খানের অভিনয় দক্ষতা আর মায়াময় মুখশ্রীর জন্য সবসময়ই তিনি জনপ্রিয়। পেয়েছেন জাতীয় পুরষ্কারসহ সহ বহু সম্মাননা। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস নতুন করে ফিরে পাওয়া রুনা খানকে বিভিন্ন গ্ল্যামারাস অবতারে দেখা যায়। তবে তার মাঝে দেশি শাড়িতেই তাঁকে যেন একটু বেশি সুন্দর লাগে। আর এই অভিনেত্রী সবসময়ই দেশি শাড়িতেই নিজেকে সাজিয়ে মনোমুগ্ধকর সব লুকে ধরা দেন ক্যামেরায়। রুনা খানের দেশি শাড়ির সাজের সুন্দর ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।