বাবার মতোই হ্যান্ডসাম আর চার্মিং হয়ে উঠেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। অন্য স্টারকিডদের মতো অভিনয়ের দিকে না ঝুঁকে বরং পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-তনয়ের। এরই মাঝে গত বছর মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান বেলি ডান্সার নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় তাঁর। তাঁদেরকে একসঙ্গে দেখাও গিয়েছে। তবে এই বছরের শুরুতে নিউ ইয়ার পার্টিতে বলিউডের লাস্যময়ী মডেল লারিসা বনেসির সঙ্গে সময় কাটিয়েছেন আরিয়ান। পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা ছবিতে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছে এই জুটিকে পার্টিতে। ব্রাজিলিয়ান এই মডেলের রূপের তুলনা মেলা ভার। দীর্ঘাঙ্গী লারিসাকে ভারতীয় এথনিক পোশাক থেকে শুরু করে আবেদনময় ওয়েস্টার্ন ওয়্যারে সমান মানিয়ে যায়। ল্যাটিন সৌন্দর্যে ভরপুর এই মডেল মাত্র ১৩ বছর বয়সে চীনে আসেন মডেলিং করতে। এরপর ২০১১ সালে আসেন ভারতে। বলিউড ও দক্ষিণে টুকটাক কাজ করছেন অনেকদিন ধরেই। বলিউডের ফ্যাশন জগতে তিনি এক পরিচিত মুখ। ৩০ বছর বয়সী লারিসার সঙ্গে ২৭-এ পা দেওয়া আরিয়ানের কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার অপেক্ষায় এখন ভক্তরা।
ছবি: লারিসা বনেসির ইন্সটাগ্রাম