তবে কি বলিউডের এই লাস্যময়ী ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে প্রেম করছেন শাহরুখ-তনয় আরিয়ান
শেয়ার করুন
ফলো করুন

বাবার মতোই হ্যান্ডসাম আর চার্মিং হয়ে উঠেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। অন্য স্টারকিডদের মতো অভিনয়ের দিকে না ঝুঁকে বরং পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-তনয়ের। এরই মাঝে গত বছর মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান বেলি ডান্সার নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় তাঁর। তাঁদেরকে একসঙ্গে দেখাও গিয়েছে। তবে এই বছরের শুরুতে নিউ ইয়ার পার্টিতে বলিউডের লাস্যময়ী মডেল লারিসা বনেসির সঙ্গে সময় কাটিয়েছেন আরিয়ান। পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা ছবিতে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছে এই জুটিকে পার্টিতে। ব্রাজিলিয়ান এই মডেলের রূপের তুলনা মেলা ভার। দীর্ঘাঙ্গী লারিসাকে ভারতীয় এথনিক পোশাক থেকে শুরু করে আবেদনময় ওয়েস্টার্ন ওয়্যারে সমান মানিয়ে যায়। ল্যাটিন সৌন্দর্যে ভরপুর এই মডেল মাত্র ১৩ বছর বয়সে চীনে আসেন মডেলিং করতে। এরপর ২০১১ সালে আসেন ভারতে। বলিউড ও দক্ষিণে টুকটাক কাজ করছেন অনেকদিন ধরেই। বলিউডের ফ্যাশন জগতে তিনি এক পরিচিত মুখ। ৩০ বছর বয়সী লারিসার সঙ্গে ২৭-এ পা দেওয়া আরিয়ানের কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

১/১১
ভারতীয় এথনিক পোশাকে বেশ স্বচ্ছন্দ ব্রাজিলের লারিসা। এখানে পরেছেন সিকুইনের কালচে সবুজ লেহেঙ্গা
ভারতীয় এথনিক পোশাকে বেশ স্বচ্ছন্দ ব্রাজিলের লারিসা। এখানে পরেছেন সিকুইনের কালচে সবুজ লেহেঙ্গা
বিজ্ঞাপন
২/১১
এই ল্যাতিন সুন্দরীর ফিগার অত্যন্ত সুন্দর। স্টেটমেন্ট স্লিভসের সঙ্গে নুডল স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের বাসন্তী মিনিড্রেস পরেছেন তিনি
এই ল্যাতিন সুন্দরীর ফিগার অত্যন্ত সুন্দর। স্টেটমেন্ট স্লিভসের সঙ্গে নুডল স্ট্র্যাপ দেওয়া কাউল নেকের বাসন্তী মিনিড্রেস পরেছেন তিনি
বিজ্ঞাপন
৩/১১
বেইজ ডিস্ট্রেসড নিটওয়্যারে আবেদনময়ী লারিসা
বেইজ ডিস্ট্রেসড নিটওয়্যারে আবেদনময়ী লারিসা
৪/১১
এথনিক আমেজের রূপালি কাজ করা প্যাস্টেল মিন্ট টিউব টপ আর টিয়ার দেওয়া স্কার্ট পরেছেন এই মডেল
এথনিক আমেজের রূপালি কাজ করা প্যাস্টেল মিন্ট টিউব টপ আর টিয়ার দেওয়া স্কার্ট পরেছেন এই মডেল
৫/১১
লেস ও এমবেলিশমেন্ট দেওয়া ক্রিমরঙা শিয়ার ফেব্রিকের শাড়ি ও ম্যাচিং মাইক্রোব্লাউজে মোহনীয় লারিসা
লেস ও এমবেলিশমেন্ট দেওয়া ক্রিমরঙা শিয়ার ফেব্রিকের শাড়ি ও ম্যাচিং মাইক্রোব্লাউজে মোহনীয় লারিসা
৬/১১
এখানে তাঁকে দেখা যাচ্ছে অফ দ্য শোল্ডার সিকুইনের টাচ দেওয়া জলপাইরঙা টপ আর ম্যাচিং স্কার্টে
এখানে তাঁকে দেখা যাচ্ছে অফ দ্য শোল্ডার সিকুইনের টাচ দেওয়া জলপাইরঙা টপ আর ম্যাচিং স্কার্টে
৭/১১
লিটল ব্ল্যাক ড্রেসের সঙ্গে কালো রোদচশমার লুকে লারিসা
লিটল ব্ল্যাক ড্রেসের সঙ্গে কালো রোদচশমার লুকে লারিসা
৮/১১
শার্টলেস বসলেডি লুকে কালো প্যান্ট-স্যুট পরেছেন তিনি। নজর কাড়ছে সাদা বো এমবেলিশমেন্ট
শার্টলেস বসলেডি লুকে কালো প্যান্ট-স্যুট পরেছেন তিনি। নজর কাড়ছে সাদা বো এমবেলিশমেন্ট
৯/১১
হলুদ হাই থাই স্লিট ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই মডেল
হলুদ হাই থাই স্লিট ড্রেসে আবেদন ছড়াচ্ছেন এই মডেল
১০/১১
সালওয়ার কামিজ ও জমকালো গয়নার ট্র্যাডিশনাল সাজেও অপরূপা লাগছেন তিনি
সালওয়ার কামিজ ও জমকালো গয়নার ট্র্যাডিশনাল সাজেও অপরূপা লাগছেন তিনি
১১/১১
এথনিক আমেজের বেগুনি ও লাল ফেব্রিকের নিরীক্ষাধর্মী থাই স্লিট ওয়ান শোল্ডার ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে এখানে
এথনিক আমেজের বেগুনি ও লাল ফেব্রিকের নিরীক্ষাধর্মী থাই স্লিট ওয়ান শোল্ডার ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে এখানে

ছবি: লারিসা বনেসির ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন