ভারতের বিখ্যাত ও ধনাঢ্য আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক্–বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বলিউড তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে। অনুষ্ঠানে গর্জিয়াস লুকে হাজির হন বলিউডের তারকা দম্পতিরা। একেকজনের সাজপোশাক ছিল দেখার মতো।