আম্বানিদের বিয়ের পার্টিতে নজরকাড়া যত জুটি
শেয়ার করুন
ফলো করুন

ভারতের বিখ্যাত ও ধনাঢ্য আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক্‌–বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বলিউড তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে। অনুষ্ঠানে গর্জিয়াস লুকে হাজির হন বলিউডের তারকা দম্পতিরা। একেকজনের সাজপোশাক ছিল দেখার মতো।

১/৭
কালো সোনালির কম্বিনেশনে ফ্রেমবন্দী হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অভিনেত্রী পরেছেন লেহেঙ্গা আর অভিনেতা বেছে নিয়েছেন শেরওয়ানি।
কালো সোনালির কম্বিনেশনে ফ্রেমবন্দী হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অভিনেত্রী পরেছেন লেহেঙ্গা আর অভিনেতা বেছে নিয়েছেন শেরওয়ানি।
বিজ্ঞাপন
২/৭
আইভরি রঙের ফুলস্লিভ লেহেঙ্গা সেটে এথনিক আমেজে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ভিকি কৌশল। তিনি পরেছেন খুব সুন্দর একটা কালো প্যাটার্নড শেরওয়ানি।
আইভরি রঙের ফুলস্লিভ লেহেঙ্গা সেটে এথনিক আমেজে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ভিকি কৌশল। তিনি পরেছেন খুব সুন্দর একটা কালো প্যাটার্নড শেরওয়ানি।
বিজ্ঞাপন
৩/৭
 ভারতীয় ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার সোনালি নেট ফেব্রিকের লেহেঙ্গায় আলিয়া ভাট। তাঁর আউটফিটের জমিনে রয়েছে সিকুইনের নিখুঁত ফ্লোরাল কারুকাজ। এর সঙ্গে মিলিয়ে তিনি কানে দুল আর মাঝসিঁথিতে পরেছেন টিকলি। আর রণবীর কাপুর পরেছেন নীল কুর্তা।
ভারতীয় ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার সোনালি নেট ফেব্রিকের লেহেঙ্গায় আলিয়া ভাট। তাঁর আউটফিটের জমিনে রয়েছে সিকুইনের নিখুঁত ফ্লোরাল কারুকাজ। এর সঙ্গে মিলিয়ে তিনি কানে দুল আর মাঝসিঁথিতে পরেছেন টিকলি। আর রণবীর কাপুর পরেছেন নীল কুর্তা।
৪/৭
প্যাস্টেল শেডের সিল্ক শাড়ির সঙ্গে ছোট হাতার পিংক ব্লাউজ পরেছেন কিয়ারা আদভানি। শাড়ি আর ব্লাউজের জমিনে সিকুইনের ফ্লোরাল নকশা ফুটে উঠেছে। এর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন আকর্ষণীয় লেয়ার নেকলেস ও দুল। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ফ্লোরাল কাজের আইভরি শেরওয়ানিতে এসেছিলেন।
প্যাস্টেল শেডের সিল্ক শাড়ির সঙ্গে ছোট হাতার পিংক ব্লাউজ পরেছেন কিয়ারা আদভানি। শাড়ি আর ব্লাউজের জমিনে সিকুইনের ফ্লোরাল নকশা ফুটে উঠেছে। এর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন আকর্ষণীয় লেয়ার নেকলেস ও দুল। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ফ্লোরাল কাজের আইভরি শেরওয়ানিতে এসেছিলেন।
৫/৭
ঝলমলে কালো শাড়িতে আকর্ষণ কেড়েছেন কারিনা কাপুর। সাইফ আলি খান পরেছেন কালো শেরওয়ানি।
ঝলমলে কালো শাড়িতে আকর্ষণ কেড়েছেন কারিনা কাপুর। সাইফ আলি খান পরেছেন কালো শেরওয়ানি।
৬/৭
কিংবদন্তি ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকার ও অঞ্জলি টেন্ডুলকার এসেছেন অল ব্ল্যাক লুকে।
কিংবদন্তি ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকার ও অঞ্জলি টেন্ডুলকার এসেছেন অল ব্ল্যাক লুকে।
৭/৭
অভিনেতা শাহেদ কাপুর আর মিরা রাজপুত ক্যামেরাবন্দী হয়েছেন বেশ রোমান্টিক আবহে। শাহেদ পরেছেন কালো শেরওয়ানি আর মিরা সাদা ঝলমলে আউটফিট।
অভিনেতা শাহেদ কাপুর আর মিরা রাজপুত ক্যামেরাবন্দী হয়েছেন বেশ রোমান্টিক আবহে। শাহেদ পরেছেন কালো শেরওয়ানি আর মিরা সাদা ঝলমলে আউটফিট।
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১১: ০০
বিজ্ঞাপন