শীতকালে সোয়েটারের ওমের আরামে নিজেকে জড়িয়ে রাখার মজাই আলাদা। শীতফ্যাশনে নিজেকে উপস্থাপন করার জন্য বছরের অল্প কয়টা দিনই পাই আমরা এদেশে। আর সেই সময়ে চোখ জুড়ানো সুন্দর সোয়েটারের লুকে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামনে এলেন সকলের। আবার শীতকাল মানেই অবকাশযাপনের তোড়জোড়। আর সেজন্য অনেক সময় আমরা বেছে নেই সাগরপাড়ের পর্যটনস্থলগুলোকে। ছুটি কাটাতে গিয়ে নিজস্ব সৌন্দর্যের ভরপুর উদযাপনে বিশ্বাসী অভিনেত্রী রুনা খান শেয়ার করেছেন মনোকিনির লুক। মালদ্বীপে অবকাশযাপনের এই ছবিগুলোতে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছে। ছবিগুলো সবই এই দুই তারকার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।