সোয়েটারে জয়া আহসান, মনোকিনিতে রুনা খান
শেয়ার করুন
ফলো করুন

শীতকালে সোয়েটারের ওমের আরামে নিজেকে জড়িয়ে রাখার মজাই আলাদা। শীতফ্যাশনে নিজেকে উপস্থাপন করার জন্য বছরের অল্প কয়টা দিনই পাই আমরা এদেশে। আর সেই সময়ে চোখ জুড়ানো সুন্দর সোয়েটারের লুকে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামনে এলেন সকলের। আবার শীতকাল মানেই অবকাশযাপনের তোড়জোড়। আর সেজন্য অনেক সময় আমরা বেছে নেই সাগরপাড়ের পর্যটনস্থলগুলোকে। ছুটি কাটাতে গিয়ে নিজস্ব সৌন্দর্যের ভরপুর উদযাপনে বিশ্বাসী অভিনেত্রী রুনা খান শেয়ার করেছেন মনোকিনির লুক। মালদ্বীপে অবকাশযাপনের এই ছবিগুলোতে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছে। ছবিগুলো সবই এই দুই তারকার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

বিজ্ঞাপন
১/৯
বেবি পিংক সোয়েটার, ফ্লাইং কলারের সাদা শার্ট ভেতরে। সোয়েটারের পাফড স্লিভসে সাবেকি আমেজ। জয়া আহসানকে সোয়েটারের লুকে সত্যিই খুব সুন্দর লাগছে।
বেবি পিংক সোয়েটার, ফ্লাইং কলারের সাদা শার্ট ভেতরে। সোয়েটারের পাফড স্লিভসে সাবেকি আমেজ। জয়া আহসানকে সোয়েটারের লুকে সত্যিই খুব সুন্দর লাগছে।
বিজ্ঞাপন
২/৯
হাতের সফট টয়গুলো আরাম-আরাম লুক দিয়েছে শীতফ্যাশনে। হাতে পরেছেন জয়া ঘড়ি, ব্রেসলেট আর আংটি
হাতের সফট টয়গুলো আরাম-আরাম লুক দিয়েছে শীতফ্যাশনে। হাতে পরেছেন জয়া ঘড়ি, ব্রেসলেট আর আংটি
৩/৯
আরামদায়ক সাদা প্যান্ট বেছে নিয়েছেন জয়া বটম হিসেবে। পুরো লুকে শীতের আমেজ।
আরামদায়ক সাদা প্যান্ট বেছে নিয়েছেন জয়া বটম হিসেবে। পুরো লুকে শীতের আমেজ।
৪/৯
খোলা চুলেই সুন্দর জয়া আহসান। হাতে রয়েছে উষ্ণ চায়ের পেয়ালা। হালকা সাজে স্নিগ্ধ লাগছে এই অভিনেত্রীকে
খোলা চুলেই সুন্দর জয়া আহসান। হাতে রয়েছে উষ্ণ চায়ের পেয়ালা। হালকা সাজে স্নিগ্ধ লাগছে এই অভিনেত্রীকে
৫/৯
উজ্জ্বল নীল মনোকিনিতে আত্মবিশ্বাসী লুকে অভিনেত্রী রুনা খান
উজ্জ্বল নীল মনোকিনিতে আত্মবিশ্বাসী লুকে অভিনেত্রী রুনা খান
৬/৯
এই কনকনে শীতে রুনার পোশাক দেখে অবাক লাগলেও এটি আসলে মালদ্বীপে কিছুটা উষ্ণ আবহাওয়ায় তোলা
এই কনকনে শীতে রুনার পোশাক দেখে অবাক লাগলেও এটি আসলে মালদ্বীপে কিছুটা উষ্ণ আবহাওয়ায় তোলা
৭/৯
নতুন করে নিজের ফিটনেস ফিরে পাওয়া এই অভিনেত্রী তা ধরেও রাখছেন ভালোভাবে
নতুন করে নিজের ফিটনেস ফিরে পাওয়া এই অভিনেত্রী তা ধরেও রাখছেন ভালোভাবে
৮/৯
সাগরের নীলে মিশে গেছে রুনার পোশাকের নীল। ওয়েট লুকে তিনি সত্যিই আকর্ষণীয়।
সাগরের নীলে মিশে গেছে রুনার পোশাকের নীল। ওয়েট লুকে তিনি সত্যিই আকর্ষণীয়।
৯/৯
নারীর সবচেয়ে বড় অলংকার তাঁর আত্মবিশ্বাস-এটাই রুনা খানের লুকে ফুটে উঠেছে
নারীর সবচেয়ে বড় অলংকার তাঁর আত্মবিশ্বাস-এটাই রুনা খানের লুকে ফুটে উঠেছে
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০২: ১৮
বিজ্ঞাপন