আভিজাত্যময় আবেদনে জুড়ি নেই জয়ার, দেখুন তাঁর নতুন লুক
শেয়ার করুন
ফলো করুন

প্রিয় তারকাদের নতুন লুক নিয়ে সবসময় অত্যন্ত আগ্রহ দেখা যায় ভক্তদের মাঝে। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসানের নতুন লুক মানেই ট্রেন্ডিংয়ের তুঙ্গে। তাঁর সাম্প্রতিকতম লুকটিকে বর্ণনা করতে গেলে একটা কথাই বলা যায়। আর তা হলো, আভিজাত্যময় আবেদনে জুড়ি নেই তাঁর।

১/৮
জমকালো কারুকাজ করা বেইজ রঙের এথনিকওয়্যারে দেখা দিয়েছেন জয়া আহসান
জমকালো কারুকাজ করা বেইজ রঙের এথনিকওয়্যারে দেখা দিয়েছেন জয়া আহসান
বিজ্ঞাপন
২/৮
টিয়ার ড্রপ পার্ল, জরি, চুমকি, আয়না আর সুতার আভিজাত্যময় কারুকার্য দেখা যাচ্ছে টপ, বটম আর ওড়নায়
টিয়ার ড্রপ পার্ল, জরি, চুমকি, আয়না আর সুতার আভিজাত্যময় কারুকার্য দেখা যাচ্ছে টপ, বটম আর ওড়নায়
বিজ্ঞাপন
৩/৮
কানে ছোট স্টাড আর হাতে আংটি ছাড়া কোনো গয়না পরেন নি মিনিমালিজমে বিশ্বাসী এই অভিনেত্রী
কানে ছোট স্টাড আর হাতে আংটি ছাড়া কোনো গয়না পরেন নি মিনিমালিজমে বিশ্বাসী এই অভিনেত্রী
৪/৮
নিজের মুঠোফোনের দিকে নজর দেওয়ায় চোখের দারুণ সেমি স্মোকি সাজ আর কপারের শিমারি টাচ দেওয়া আই শ্যাডো দেখা যাচ্ছে
নিজের মুঠোফোনের দিকে নজর দেওয়ায় চোখের দারুণ সেমি স্মোকি সাজ আর কপারের শিমারি টাচ দেওয়া আই শ্যাডো দেখা যাচ্ছে
৫/৮
ন্যুড লিপকালার বেছে নিয়েছেন জয়া এর সঙ্গে
ন্যুড লিপকালার বেছে নিয়েছেন জয়া এর সঙ্গে
৬/৮
হাতের বেল স্লিভসের টিয়ারড্রপ পার্ল বর্ডার নজর কাড়ছে। একই বর্ডার আছে ওড়নায়ও
হাতের বেল স্লিভসের টিয়ারড্রপ পার্ল বর্ডার নজর কাড়ছে। একই বর্ডার আছে ওড়নায়ও
৭/৮
হাতের ম্যানিকিওড় খুবই ইন্সটেরেস্টিং। পপিং আর নিয়ন কালারে একেক নখে একেক রঙ দিয়েছেন জয়া
হাতের ম্যানিকিওড় খুবই ইন্সটেরেস্টিং। পপিং আর নিয়ন কালারে একেক নখে একেক রঙ দিয়েছেন জয়া
৮/৮
আপডু খুব টেনে বাঁধা নয়। মানিয়েছে খুব পুরো লুকের সঙ্গে
আপডু খুব টেনে বাঁধা নয়। মানিয়েছে খুব পুরো লুকের সঙ্গে

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০: ০৮
বিজ্ঞাপন