ছোটবেলায় মাকে টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখে মিডিয়া অঙ্গনের প্রতি ভালোবাসা জন্ম নেয় অঙ্গনা রায়ের। ইঞ্জিনিয়রিং নিয়ে পড়েও তাই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করে মাঝে নিয়েছিলেন দীর্ঘ বিরতি। তারপর পেশাদার অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন ২০১৮ সালে। একাধিক চলচ্চিত্র আর সিরিজ়ে কাজ করে তিনি সারা ফেলেছেন ইতিমধ্যেই। তবে অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর ফ্যাশন সেন্সও কিন্তু চোখে পরার মতো। ইনস্টাগ্রাম থেকে এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর নির্বাচিত কিছু লুক দেখে আসি চলুন আজ।