তারকাদের প্রাত্যহিক লুক নিয়েই ভক্তদের আগ্রহের সীমা থাকে না। আর সেখানে ঈদ লুক বলে কথা। দেশীয় তারকারা নিজেদের ইনস্টাগ্রামে ঈদের সাজপোশাকের ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। সেখান থেকে নির্বাচিত লুক নিয়ে আজকের আয়োজন। ছবির গল্পে তারকাদের ঈদ লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন।