বলিউড তারকা আলিয়া ভাট এমনিতেই তাঁর ভক্ত ও অনুরাগীদের হৃদয়ের রানির আসনে আসীন। আর করন জোহর পরিচালিত নতুন মুভি ‘রকি অওর রানিকি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের ‘রানি’ লুক দেখে মুগ্ধ দর্শকেরা। আলিয়ার এই উজ্জ্বল ত্বক আর বোল্ড, কাজল-কালো চোখের নজরকাড়া রূপে নিজেকে সাজানোর আগ্রহ এখন তুঙ্গে সবার মধ্যে। মেকআপ এক্সপার্টরা এ নিয়ে দিচ্ছেন নানা টিপস।
আলিয়া ভাট এমনিতেও তাঁর সব অভিনীত চরিত্রের লুকের ব্যাপারে খুব সচেতন থাকেন। ‘কলঙ্ক’ মুভির নব্বই দশকের আনারকলি-শারারা আর গাঙ্গুবাই চরিত্রের আইকনিক শাড়ি ও চুলে গোঁজা ফুল—এসবই পরিণত হয়েছিল ট্রেন্ডে। ‘রানি’ চরিত্রের শিফন শাড়ি আর মনকাড়া মুখশ্রীও এখন সবার আরাধ্য হয়ে উঠেছে। তাই এ সাজে নিজেকে সাজাতে দেখে নেওয়া যাক নিচের ধাপগুলো।
মেকআপের আগে ত্বক প্রস্তুত করতে সবার আগে ত্বক ভালো একটি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি ভালো ময়শ্চারাইজিং মাস্ক লাগাতে পারেন। মাস্কের বদলে হাইড্রেটিং সিরামও ব্যবহার করা যেতে পারে। মেকআপ সুন্দরভাবে বসার জন্য এরপর জেলভিত্তিক ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
এ ধাপে ত্বকের বেজ ঠিক করে নিতে হবে। এর আগে একটু প্রাইমার লাগিয়ে নিতে হবে। এটি ত্বকের রোমকূপ ছোট করবে। এ ছাড়া মেকআপ দীর্ঘস্থায়ী করতেও প্রাইমার বেশ কার্যকর। এরপর ত্বকে হালকা ধরনের ফাউন্ডেশন দিতে হবে। নিজের ত্বকের থেকে এক শেড উজ্জ্বল ফাউন্ডেশন হলেই চলবে। এর বদলে ভালো মানের বিবি বা সিসি ক্রিম অথবা টিনটেড ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। চোখের নিচে কালো দাগ বা ত্বকে দাগছোপ থাকলে কনসিলার লাগাতে হবে। ভেজা স্পঞ্জের সাহায্যে কনসিলার ব্লেন্ড করতে হবে।
ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্লাশঅন লাগাতে হবে। বাজারে দুই ধরনের ব্লাশঅন পাওয়া যায়—পাউডার ও লিকুইড। রানির মতো মেকআপ লুক পেতে হলে গোলাপি শেডের লিকুইড ব্লাশ ব্যবহার করতে হবে। খুব অল্প পরিমাণ ব্লাশ আঙুলের সাহায্যে গালের দুই পাশে আলতো করে লাগিয়ে নিতে হবে।
বাঙালি নারীদের চোখের সাজ মানেই কাজল। আলিয়া ভাটের রানি নামের চরিত্রটি বাঙালি। ‘রকি অওর রানিকি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়ার চোখে সব সময় কাজল ছিল। ট্রেন্ডি স্মোকি আইয়ের হালকা সংস্করণের তাঁর চোখের এ সাজ সবাইকে মুগ্ধ করেছে। এভাবে চোখ সাজাতে হলে সবার আগে চোখের নিচের ওয়াটারলাইনে কাজল লাগাতে হবে। এরপর চোখের পাতার ওপরে একইভাবে একটু মোটা করে কাজল দিতে হবে। এরপর স্মোকিভাব আনতে এর ওপরে আইশ্যাডো ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে দিলেই হবে।
এবার ঠোঁটের দিকে নজর দেওয়া যাক। প্রথমে ঠোঁট প্রস্তুত করতে এতে একটু ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করে ভ্যাসলিন টিস্যু দিয়ে মুছে ফেলুন। এরপর হালকা গোলাপি শেডের লিপস্টিক দিয়ে ঠোঁট এঁকে নিন।
আলিয়ার রানি লুকের মতো নরম ঢেউ খেলানো চুল পেতে হবে প্রথমে হিট প্রটেক্টর বা তাপ নিরোধক স্প্রে বা মুজ লাগিয়ে নিতে হবে। এরপর চুলের নিচের দিকে কার্লার দিয়ে পেঁচিয়ে নিন। কিছুক্ষণ রেখে চুল খুলে দিন। শাইনি বা ঝলমলে দেখাতে চুলে লবণ–পানি স্প্রে করতে পারেন।
সূত্র: ভোগ ইন্ডিয়া
ছবি: ইন্সটাগ্রাম